Ajker Patrika

মুশফিকের সুখবর, দুঃসংবাদ শান্তর

আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ১৭: ৫৪
মুশফিকের সুখবর, দুঃসংবাদ শান্তর

ব্যর্থতার বৃত্ত থেকে বেরোতেই পারছেন না মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। ভেন্যু বদলালেও তাঁদের ব্যাটে চলছে রানের খরা। তবে আইসিসির সদ্য হালনাগাদ করা র‍্যাঙ্কিংয়ে এই দুই বাংলাদেশি ব্যাটারের দেখা গেছে দুই রকম অবস্থা।

মিরপুরে আজ বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা চলছে। ম্যাচের তৃতীয় দিনেই আইসিসি হালনাগাদ করেছে সাপ্তাহিক র‍্যাঙ্কিং। হালনাগাদ করার পর টেস্টে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ২৫ নম্বরে উঠে এসেছেন মুশফিক। বাংলাদেশের ব্যাটারের রেটিং পয়েন্ট ৬৪৮। মুশফিক এগোলেও শান্ত পিছিয়েছেন দুই ধাপ। টেস্টে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এখন ৪৮ নম্বরে অবস্থান করছেন শান্ত। বাংলাদেশ অধিনায়কের রেটিং পয়েন্ট ৫২৯।

শান্তদক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দুই ইনিংসে ১১ ও ৩১ রান করে আউট হয়েছেন মুশফিক। দুইবারই তিনি কাগিসো রাবাদার বলে মুশফিক বোল্ড হয়েছেন। শান্ত প্রোটিয়াদের বিপক্ষে চলমান টেস্টে করেছেন ৩০ রান। দ্বিতীয় ইনিংসে করেছেন ২৩ রান। টেস্টে টানা চার ইনিংসে ফিফটির আগেই আউট হয়েছেন শান্ত। চেন্নাইয়ে ভারতের বিপক্ষে টেস্টের দ্বিতীয় ইনিংসে ৮২ রান করেছিলেন বাংলাদেশ অধিনায়ক। অন্যদিকে মুশফিক টানা ৮ ইনিংসে ফিফটি করতে ব্যর্থ হয়েছেন। রাওয়ালপিন্ডিতে আগস্টে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে যে ১৯১ রানের ইনিংস খেলেছিলেন, সেটাই তাঁর টেস্টে সবশেষ কোনো ফিফটি পেরোনো ইনিংস।

৯১৭ রেটিং নিয়ে টেস্টে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জো রুট। মুলতানে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ২৬২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন। পরবর্তীতে একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় টেস্টে করেছেন ৫২ রান। কোনো ইনিংসেই ফিফটি করতে পারেননি। কেইন উ্ইলিয়ামসন ৮২১ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতোই টেস্টে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে দুইয়ে। কুঁচকির চোটে পড়ায় বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে খেলা হয়নি তাঁর। সবশেষ টেস্ট তিনি খেলেন গত মাসে গলে শ্রীলঙ্কার বিপক্ষে। 

আইসিসির আজ হালনাগাদ করা র‍্যাঙ্কিংয়ে ভারতীয় ব্যাটারদের মধ্যে সবার আগে যশস্বী জয়সওয়াল। ৭৮০ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই চতুর্থ স্থান ধরে রেখেছেন। তিন ধাপ এগিয়ে টেস্টে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৬ নম্বরে উঠে এসেছেন ঋষভ পন্ত।  ৭৮০ রেটিং পয়েন্ট এখন ভারতীয় এই ব্যাটারের। বেঙ্গালুরুতে সিরিজের প্রথম টেস্টে ভারত যে দ্বিতীয় ইনিংসে ৪৬২ রান করেছিল, সেখানে ৯৯ রান করেছিলেন পন্ত। ৩৫৬ রানে পিছিয়ে থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে তখন ব্যাটিং করতে হয়েছিল ভারতকে। 

পন্তের এগোনোর দিনে পিছিয়েছেন বিরাট কোহলি। টেস্টে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে যাওয়া কোহলি এখন ৯ নম্বরে। ক্রিকেটের রাজকীয় সংস্করণে বোলারদের র‍্যাঙ্কিংয়ে প্রথম চার স্থান আগের মতোই অপরিবর্তিত। ৮৭১ ও ৮৪৯ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে বোলারদের র‍্যাঙ্কিংয়ে এক ও দুইয়ে জসপ্রীত বুমরা ও রবিচন্দ্রন অশ্বিন।  যৌথভাবে চারে থাকা প্যাট কামিন্স ও কাগিসো রাবাদার রেটিং পয়েন্ট ৮২০।

টেস্টে বোলারদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে উঠে এসেছেন ম্যাট হেনরি। দুই ধাপ এগিয়ে এখন ৯ নম্বরে হেনরি। ভারতের বিপক্ষে বেঙ্গালুরুতে প্রথম টেস্টে তিনি পেয়েছিলেন ৮ উইকেট। যার মধ্যে প্রথম ইনিংসে কিউই এই পেসার তুলে নিয়েছিলেন ৫ উইকেট। টেস্ট ইতিহাসে নিজেদের মাঠে ভারত সর্বনিম্ন ৪৬ রানে অলআউট হয় এই ইনিংসেই। 

 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত