Ajker Patrika

আফ্রিকায় ‘শিক্ষাসফরে’ যা শিখলেন রাজা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ১৪: ৩২
আফ্রিকায় ‘শিক্ষাসফরে’ যা শিখলেন রাজা

রেজাউর রহমান রাজা গত বছরের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে জাতীয় দলে সুযোগ পেলেও এখনো আন্তর্জাতিক আঙিনায় পা রাখা হয়নি তাঁর। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরেও ছিলেন রাজা। ম্যাচ খেলার সুযোগ না পেলেও সফরটা গুরুত্বপূর্ণ এক শিক্ষাসফর হয়েই থেকেছে ২২ বছর বয়সী বাংলাদেশ পেসারের কাছে। 

নতুনত্ব আলিঙ্গন করা রাজা আজকের পত্রিকাকে শোনালেন তাঁর অভিজ্ঞা, ‘বাংলাদেশ দলের হয়ে যেকোনো সফর করাটা অনেক সৌভাগ্যের ব্যাপার। নতুন অভিজ্ঞতা, নতুন কিছু শেখার সুযোগ থাকে। বিদেশের কন্ডিশন সম্পর্কে অনেক ধারণা পাওয়া।’ 

সিলেট থেকে উঠে আসা রাজার সামনে জাতীয় দলের দুয়ার খুলেছে আকস্মিকভাবেই। বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি), ইমার্জিং দল হয়ে হঠাৎই গত বছরের শেষ দিকে সুযোগ পেলেন বাংলাদেশ দলে। এখন তাঁর একটাই স্বপ্ন, আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্যের পাখা ওড়ানো। তবে আপাতত বাংলাদেশ দলের ড্রেসিংরুমে যে শিক্ষা পর্বটা তাঁর চলছে, সেখান থেকে আরও ভালোভাবে শিখতে চান। সেটির অংশ হিসেবে রাজা এবার দক্ষিণ আফ্রিকা সফর থেকে শিখেছেন অনেক কিছুই। বললেন, ‘ওখানকার কন্ডিশন যে পেসবান্ধব, সেটা তো জানিই। আমাদের দেশের সঙ্গে ওখানকার উইকেটের লেংথে ভিন্নতা আছে। ১৫ দিনের মতো অনুশীলন করেছি।’ 

দক্ষিণ আফ্রিকায় স্বল্প সময়ের অনুশীলন ক্লাসে শিক্ষক হিসেবে গ্যারি কারস্টেন ও রায়ান বেনকে পেয়েছিলেন রাজা। কারস্টেনের সঙ্গে অনুশীলনের অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশের তরুণ পেসার বললেন, ‘গ্যারি আমাকে বোলিং লেংথ ঠিক রাখা নিয়ে অনেক পরামর্শ দিয়েছেন। ওখানে রায়ান বেন নামের একজন কোচ ছিলেন। তাঁর সঙ্গে খুব ভালো কাজ করা হয়েছে। ওই ধরনের কন্ডিশনে কী রকম বোলিং করতে হয়, সেটার একটা ধারণা দিয়েছেন তিনি।’ 

১১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা রাজা এখনো আন্তর্জাতিক ম্যাচ না খেললেও তিনি বেশ ভালোভাবে উপলব্ধি করেছেন, পথটা মোটেও সহজ নয়। তবে সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরটা তাঁকে সহায়তা করবে পরিণত হয়ে আন্তর্জাতিক আঙিনায় পা রাখতে। বলছেন, ‘যেহেতু জাতীয় দলের সঙ্গে একটা সফর করেছি। আমার আন্তর্জাতিক ক্রিকেট সম্পর্কে একটা ধারণা হয়েছে। যদি কোনো দিন বাংলাদেশ দলের হয়ে অভিষেক হয়, তাহলে এই অভিজ্ঞতা কাজে লাগাব।’ 

বিদেশে জিততে হলে পেসারদের দুর্দান্ত খেলতে হয়, এটি বেশ বুঝতে পারছেন রাজাও। বিদেশে ভালো করতে দেশে পেসবান্ধব পরিবেশ চান এই পেসার। রাজা বলছেন, ‘অবশ্যই দেশের উইকেটগুলো আরও পেসবান্ধব হবে আশা করি। বোর্ড সেটা চেষ্টা করছে বলেই এখন আগের চেয়ে উইকেট অনেক ভালো হয়েছে। যদি আমরা ওই রকম (দ. আফ্রিকা-নিউজিল্যান্ড) পেসবান্ধব উইকেট পাই, আমাদের যেমন ভালো হবে, তেমনি আমার মনে হয় ব্যাটারদেরও ভালো হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

‘ভাবি’ শব্দটা কিছুটা পুরুষতান্ত্রিক: উপদেষ্টা ফরিদা আখতার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত