এবারের আইপিএলে রানের বন্যা বয়ে যাচ্ছে। এতটাই যে, সর্বশেষ ১২ ম্যাচে কোনো কোনো দল এক ইনিংস ২০০ বা তার বেশি স্কোর করেছে। আর সব মিলিয়ে এবারের টুর্নামেন্টে ২১টি দলীয় স্কোর ২০০ পেরিয়ে গেছে।
আইপিএলে এত বেশি রান হওয়ার কারণ হিসেবে অনেকেই ‘ইমপ্যাক্ট খেলোয়াড়ের’ প্রভাব দেখছেন। ব্যাট-বলের এই খেলায় ব্যাটিংয়ের সময় একজন ব্যাটার বেশি থাকায় শুরু থেকেই হাত খুলে খেলার সাহস পাচ্ছেন ব্যাটাররা। দলের স্কোর যেমন বাড়ছে তেমনি নতুন এই নিয়মের কারণে নেতিবাচক প্রভাবও পড়ছে অলরাউন্ডারদের ওপরে। ইমপ্যাক্ট নিয়মের কারণে জেনুইন অলরাউন্ডাররা এখন বোলিং করার সুযোগ পাচ্ছে না। বোলিংয়ের সময় একজন ব্যাটারকে বসিয়ে জেনুইন বোলারকে নামানো হচ্ছে।
এই নিয়ম নিয়ে তাই অনেকে সমালোচনা করছেন। ভারতের অধিনায়ক রোহিত শর্মা এই নিয়মের একদম ঘোর বিরোধী। অলরাউন্ডারদের মূল্য কমিয়ে দিচ্ছে বলে জানিয়েছেন তিনি। সঙ্গে ১১ জনের খেলায় ১২ জনের অংশগ্রহণও যে ঠিক নয়, সেটিও জানিয়েছেন তিনি।
রোহিত ইমপ্যাক্ট নিয়মের ঘোর বিরোধী হলেও ভিন্ন কিছু জানিয়েছেন এবি ডি ভিলিয়ার্স। ‘৩৬০ ডিগ্রি’ খ্যাত দক্ষিণ আফ্রিকার ব্যাটারের মতে, ইমপ্যাক্ট নিয়মে খুব বেশি ক্ষতি দেখছেন না তিনি।
নিজের ইউটিউব চ্যানেলে আইপিএলে বেঙ্গালুরুর হয়ে খেলা ডি ভিলিয়ার্স বলেছেন, ‘এই মুহূর্তে খেলাটা ব্যাটারদের। তারা ভোজনের মতো ব্যাটিং করছে। আইপিএলের উইকেট কতটা ভালো হয়েছে সেটা কোনো সহায়তা করছে না। যখন এটি (ইমপ্যাক্ট খেলোয়াড়) চালু হয়েছিল তখন আমি রোমাঞ্চিত ছিলাম। আমার বলাটা একটু তাড়াতাড়ি হলেও ব্যক্তিগতভাবে মনে করি না খুব বেশি ক্ষতি করছে।’
আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় ২৮৭ রানের স্কোরটিও এবারই হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়া সানরাইজার্স হায়দরাবাদ সর্বোচ্চ ৫টি দুইশোর্ধ্ব ইনিংস খেলেছে। দলটির ব্যাটাররা যেভাবে ব্যাট করছেন তাতে মনে হচ্ছে ৩০০ রানের স্কোরটাও যেন খুব শিগগিরই তারা করে ফেলবেন।
এবারের আইপিএলে রানের বন্যা বয়ে যাচ্ছে। এতটাই যে, সর্বশেষ ১২ ম্যাচে কোনো কোনো দল এক ইনিংস ২০০ বা তার বেশি স্কোর করেছে। আর সব মিলিয়ে এবারের টুর্নামেন্টে ২১টি দলীয় স্কোর ২০০ পেরিয়ে গেছে।
আইপিএলে এত বেশি রান হওয়ার কারণ হিসেবে অনেকেই ‘ইমপ্যাক্ট খেলোয়াড়ের’ প্রভাব দেখছেন। ব্যাট-বলের এই খেলায় ব্যাটিংয়ের সময় একজন ব্যাটার বেশি থাকায় শুরু থেকেই হাত খুলে খেলার সাহস পাচ্ছেন ব্যাটাররা। দলের স্কোর যেমন বাড়ছে তেমনি নতুন এই নিয়মের কারণে নেতিবাচক প্রভাবও পড়ছে অলরাউন্ডারদের ওপরে। ইমপ্যাক্ট নিয়মের কারণে জেনুইন অলরাউন্ডাররা এখন বোলিং করার সুযোগ পাচ্ছে না। বোলিংয়ের সময় একজন ব্যাটারকে বসিয়ে জেনুইন বোলারকে নামানো হচ্ছে।
এই নিয়ম নিয়ে তাই অনেকে সমালোচনা করছেন। ভারতের অধিনায়ক রোহিত শর্মা এই নিয়মের একদম ঘোর বিরোধী। অলরাউন্ডারদের মূল্য কমিয়ে দিচ্ছে বলে জানিয়েছেন তিনি। সঙ্গে ১১ জনের খেলায় ১২ জনের অংশগ্রহণও যে ঠিক নয়, সেটিও জানিয়েছেন তিনি।
রোহিত ইমপ্যাক্ট নিয়মের ঘোর বিরোধী হলেও ভিন্ন কিছু জানিয়েছেন এবি ডি ভিলিয়ার্স। ‘৩৬০ ডিগ্রি’ খ্যাত দক্ষিণ আফ্রিকার ব্যাটারের মতে, ইমপ্যাক্ট নিয়মে খুব বেশি ক্ষতি দেখছেন না তিনি।
নিজের ইউটিউব চ্যানেলে আইপিএলে বেঙ্গালুরুর হয়ে খেলা ডি ভিলিয়ার্স বলেছেন, ‘এই মুহূর্তে খেলাটা ব্যাটারদের। তারা ভোজনের মতো ব্যাটিং করছে। আইপিএলের উইকেট কতটা ভালো হয়েছে সেটা কোনো সহায়তা করছে না। যখন এটি (ইমপ্যাক্ট খেলোয়াড়) চালু হয়েছিল তখন আমি রোমাঞ্চিত ছিলাম। আমার বলাটা একটু তাড়াতাড়ি হলেও ব্যক্তিগতভাবে মনে করি না খুব বেশি ক্ষতি করছে।’
আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় ২৮৭ রানের স্কোরটিও এবারই হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়া সানরাইজার্স হায়দরাবাদ সর্বোচ্চ ৫টি দুইশোর্ধ্ব ইনিংস খেলেছে। দলটির ব্যাটাররা যেভাবে ব্যাট করছেন তাতে মনে হচ্ছে ৩০০ রানের স্কোরটাও যেন খুব শিগগিরই তারা করে ফেলবেন।
আর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৩৫ মিনিট আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৪০ মিনিট আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
১ ঘণ্টা আগে১৯৮৪ সালের ২০ জানুয়ারি। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় দিনের ম্যাচে সকালের সেশনে ইয়ান স্মিথকে আউট করে ৫ উইকেট তুলে নেন ইয়ান বোথাম। ইংল্যান্ড ১১৫ রানে ৫ উইকেট হারালে ৬ নম্বরে ব্যাট করতে নামেন বোথাম। ডেরেক র্যান্ডালের সঙ্গে জুটি গড়ে টেস্টের দ্বিতীয় দিনেই ১০৩ রানে অপরাজিত থাকেন।
১ ঘণ্টা আগে