Ajker Patrika

সুপার টুয়েলভসে যেতে বাংলাদেশের সামনে এখন যে সমীকরণ  

সুপার টুয়েলভসে যেতে বাংলাদেশের সামনে এখন যে সমীকরণ  

ওমানের বিপক্ষে গতকাল ২৬ রানের জয়ে গুরুত্বপূর্ণ এক জয় পেয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরের রাউন্ড অর্থাৎ, সুপার টুয়েলভসে খেলতে হলেও আরও একটি জয় দরকার মাহমুদউল্লাহর দলের। পাপুয়া নিউগিনির বিপক্ষে আগামীকালের ম্যাচে শুধু জিতলেই হচ্ছে না, জয়টা হতে হবে অন্তত তিন রানের বা তিন বল আগেই। 

‘বি’ গ্রুপের প্রতিটি দলই এখন পর্যন্ত ২টি করে ম্যাচ খেলেছে। নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে কেবল স্কটল্যান্ড। দুই জয়ে ৪ পয়েন্টের সঙ্গে +.৫৭ রানরেট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে কাইল কোয়েৎজারের দল। এক ম্যাচ জিতে ওমান আছে পয়েন্ট টেবিলের দুইয়ে। এক ম্যাচ জিতেও রানরেটের কারণে বাংলাদেশের অবস্থান তিনে। চার নম্বরে থাকা পাপুয়া নিউগিনি হেরেছে দুটি ম্যাচেই। আগামীকাল প্রথম রাউন্ডের শেষ ম্যাচ খেলবে ‘বি’ গ্রুপের দলগুলো।

আগামীকাল দিনের প্রথম ম্যাচে খেলবে বাংলাদেশ এবং পাপুয়া নিউগিনি আর রাতের ম্যাচে স্কটল্যান্ডের প্রতিপক্ষ স্বাগতিক ওমান। বাংলাদেশ যদি পাপুয়া নিউগিনিকে হারাতে পারে  আর রাতের ম্যাচে স্কটল্যান্ড জয় পায় ওমানের বিপক্ষে তবে কোন জটিল সমীকরণ ছাড়াই সুপার টুয়েলভসের রাস্তা পরিষ্কার হবে বাংলাদেশের। সে ক্ষেত্রে গ্রুপ রানার্সআপ আপ হয়ে বাংলাদেশ যাবে সুপার টুয়েলভসে। আর তিন ম্যাচের তিনটিতে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে স্কটল্যান্ড যাবে পরের রাউন্ডে। 

তবে আগামীকাল যদি বাংলাদেশ জেতে এবং পরের ম্যাচে ওমান জয় পায় তবে বাংলাদেশ, ওমান ও স্কটল্যান্ডের পয়েন্ট দাঁড়াবে চার। তিন দলের পয়েন্ট সমান হলে দুটি ম্যাচের ফল ও সেই হিসেবে রান রেটের ভিত্তিতে দুটি দল সুপার টুয়েলভসে কোয়ালিফাই করবে। রাতের ম্যাচে ওমান স্কটল্যান্ডের বিপক্ষে যদি জেতে আর বাংলাদেশ পাপুয়া নিউগিনির বিপক্ষে কমপক্ষে ৩ রানের ব্যবধানে জয় পেলে রান রেটে পিছিয়ে যাবে স্কটল্যান্ড। সে ক্ষেত্রে বাদ পড়বে স্কটিশরা।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত