স্কটল্যান্ডের কাছে নিজেদের প্রথম ম্যাচ হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ। মাসকাটে আজ ‘বি’ গ্রুপে দিনের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে মাঠে নামে সেই স্কটিশরা। ধারাবাহিকতা ধরে রেখে কাইল কোয়েটজারের দল ম্যাচ জেতে ১৭ রানে। স্কটল্যান্ডের এ জয়ে সুপার টুয়েলভে ওঠা একটু কঠিন হয়ে গেল মাহমুদউল্লাহ রিয়াদদের।
এ দিন টস জিতে আগে ব্যাটিং করে পাপুয়া নিউগিনিকে বড় লক্ষ্যেই দেয় স্কটল্যান্ড। তবে তাড়া করতে নেমে একেবারেই সুবিধা করতে পারেনি তারা। পাওয়ার পলের ছয় ওভারের মধ্যে ৩৫ রানে ৫ উইকেট হারায় আসাদ ভালার দল। তবে সপ্তম উইকেটে দারুণ এক জুটিতে দলকে ম্যাচে রাখেন নরমান ভানুয়া আর কিপলিং ডরিগা। দুজনের ৫৩ রানের জুটি ভাঙে ডরিগার (১৮) বিদায়ে।
ডরিগার বিদায়ের পর দলের স্কোরে আর ৮ রান যোগ করে ফেরেন ভানুয়াও (৪৭)। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারের ৩ বল আগে অলাআউট হয়ে পাপুয়া নিউগিনি ম্যাচটা হারে ১৭ রানে। স্কটল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন জশ ডেভি।
এর আগে রিচার্ড বেরিংটনের ৭০ রানের দারুণ এক ইনিংসে স্কোরবোর্ডে ১৬৫ রান তোলে স্কটল্যান্ড। ৭০ রানের ইনিংসে বলকে মোট নয়বার বাউন্ডারি (ছয় চার ও দুই ছক্কা) ছাড়া করে বেরিংটন। বেরিংটনকে সঙ্গ দিয়ে দারুণ এক ইনিংস খেলেছেন ম্যাথু ক্রস। ৩৬ বলে তাঁর ৪৫ রানের ইনিংসটি সাজানো ছিল দুই চার আর দুই ছক্কায়। দলের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন কাবুয়া মোরেয়া।
টানা দুই জয়ে সুপার টুয়েলভ অনেকটাই নিশ্চিত করে রাখল স্কটল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর :
স্কটল্যান্ড
১৬৫ / ৯,২০ ওভার
পাপুয়া নিউগিনি
১৪৮ অলআউট, ১৯. ৩ ওভার
ফল: স্কটল্যান্ড ১৭ রানে জয়ী
স্কটল্যান্ডের কাছে নিজেদের প্রথম ম্যাচ হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ। মাসকাটে আজ ‘বি’ গ্রুপে দিনের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে মাঠে নামে সেই স্কটিশরা। ধারাবাহিকতা ধরে রেখে কাইল কোয়েটজারের দল ম্যাচ জেতে ১৭ রানে। স্কটল্যান্ডের এ জয়ে সুপার টুয়েলভে ওঠা একটু কঠিন হয়ে গেল মাহমুদউল্লাহ রিয়াদদের।
এ দিন টস জিতে আগে ব্যাটিং করে পাপুয়া নিউগিনিকে বড় লক্ষ্যেই দেয় স্কটল্যান্ড। তবে তাড়া করতে নেমে একেবারেই সুবিধা করতে পারেনি তারা। পাওয়ার পলের ছয় ওভারের মধ্যে ৩৫ রানে ৫ উইকেট হারায় আসাদ ভালার দল। তবে সপ্তম উইকেটে দারুণ এক জুটিতে দলকে ম্যাচে রাখেন নরমান ভানুয়া আর কিপলিং ডরিগা। দুজনের ৫৩ রানের জুটি ভাঙে ডরিগার (১৮) বিদায়ে।
ডরিগার বিদায়ের পর দলের স্কোরে আর ৮ রান যোগ করে ফেরেন ভানুয়াও (৪৭)। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারের ৩ বল আগে অলাআউট হয়ে পাপুয়া নিউগিনি ম্যাচটা হারে ১৭ রানে। স্কটল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন জশ ডেভি।
এর আগে রিচার্ড বেরিংটনের ৭০ রানের দারুণ এক ইনিংসে স্কোরবোর্ডে ১৬৫ রান তোলে স্কটল্যান্ড। ৭০ রানের ইনিংসে বলকে মোট নয়বার বাউন্ডারি (ছয় চার ও দুই ছক্কা) ছাড়া করে বেরিংটন। বেরিংটনকে সঙ্গ দিয়ে দারুণ এক ইনিংস খেলেছেন ম্যাথু ক্রস। ৩৬ বলে তাঁর ৪৫ রানের ইনিংসটি সাজানো ছিল দুই চার আর দুই ছক্কায়। দলের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন কাবুয়া মোরেয়া।
টানা দুই জয়ে সুপার টুয়েলভ অনেকটাই নিশ্চিত করে রাখল স্কটল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর :
স্কটল্যান্ড
১৬৫ / ৯,২০ ওভার
পাপুয়া নিউগিনি
১৪৮ অলআউট, ১৯. ৩ ওভার
ফল: স্কটল্যান্ড ১৭ রানে জয়ী
রাজনৈতিক দ্বন্দ্বের কারণে লম্বা সময় ধরে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না ভারত-পাকিস্তান। সেই দ্বন্দ্বের আঁচ পড়ে ক্রিকেটারদের মধ্যেও। বন্ধুত্বের আড়ালে উঠে আসে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা। তেমনই এক ঘটনা শোনালেন ভারতের সাবেক পেসার ইরফান পাঠান। ২০০৬ সালে করাচি থেকে লাহোরে যাওয়ার সময় পাকিস্তানের সাবেক অলরাউন্ডা
৪৩ মিনিট আগেডিসেম্বরে ভারতে আসছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। ভারতে এবারই যে তাঁর প্রথম সফর তা নয়। ২০১১ সালেও পা রাখেন তিনি। তবে সেবার তাঁর সঙ্গী হয়েছিল পুরো আর্জেন্টিনা দল। এবার আসছেন ব্যক্তিগতভাবে। মেসিকে রাজি করানোটা তাই সহজ ছিল না ভারতের ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তের জন্য।
২ ঘণ্টা আগে‘রুত, দিনিস, দুয়ার্তে, মাতিলদা—অ্যানফিল্ড সবসময় তোমাদের ঘর হয়ে থাকবে। তোমরা কখনো একা হাঁটবে না।’
৩ ঘণ্টা আগেমিরপুরে কোয়াবের গত দুটি সভায় উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিসিবিতে হওয়া সভায় ক্রিকেটারদের কল্যাণ সমিতি কোয়াবের নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা করা হয়।
৪ ঘণ্টা আগে