Ajker Patrika

সামনেও অধিনায়কত্ব করতে চান শান্ত

আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ২১: ০৫
সামনেও অধিনায়কত্ব করতে চান শান্ত

বিশ্বকাপে সাকিব আল হাসানের ডেপুটি হিসেবে দেখা গেছে নাজমুল হোসেন শান্তকে। বাংলাদেশের সহ-অধিনায়ক হিসেবে এই বাঁহাতি ব্যাটার অবশ্য দায়িত্ব নিতে ভালোবাসেন। ভালোবাসেন সামনে থেকে নেতৃত্ব দিতে। 

আজ পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচেও সেটি দেখা গেল। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে বাংলাদেশকে নেতৃত্ব দেন শান্ত। চোটের কারণে অজিদের বিপক্ষে খেলতে পারেননি সাকিব। তাঁর পরিবর্তে অধিনায়কত্ব করেন শান্ত। 

এর আগেও বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন শান্ত। ভবিষ্যতেও মাঠে এমন দায়িত্বে পালন করতে চান তিনি। গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নেতৃত্বের প্রসঙ্গে বাংলাদেশি ব্যাটার বলেন, ‘অধিনায়কত্বের ব্যাপার যেটা বললেন, দুটা ম্যাচই জিততে পারিনি। কিন্তু অনেক কিছু শেখার ছিল দুটা বড় দলের বিরুদ্ধে চাপ ছিল। আমার মনে হয় অনেক কিছু শিখতে পেরেছি এবং এটা ভবিষ্যতে কাজে দেবে।’ 

সাকিবের পরে কে হবেন বাংলাদেশের পরের অধিনায়ক, সেটি নিয়েও রয়েছে আলোচনা। সেই দৌড়ে বেশ ভালোভাবেই এগিয়ে শান্ত। তবে নিজেকে তিনি অধিনায়কত্বের জন্য প্রস্তুত মনে করেন, ‘বেশ কিছুদিন ধরেই তো করছি। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে আমি প্রস্তুত এবং যদি সুযোগ আসে—তাহলে এটা ভালোভাবে করার জন্যই প্রস্তুত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত