রোমাঞ্চ, বিতর্ক, উত্তাপ—কী নেই এবারের অ্যাশেজে। বিশেষ করে লন্ডনে এসব ঘটনা বেশিই ঘটছে। আলোচিত ঘটনাগুলো হচ্ছে লন্ডনের ভেন্যুগুলোতে।
লন্ডনের ওভালে আজ অ্যাশেজের পঞ্চম টেস্টের শেষ দিনের খেলা চলছে। গত পরশু (তৃতীয় দিন) গ্যালারিতে ক্রিকেটার-দর্শকের হালকা কথা কাটাকাটি হয়েছে। দ্বিতীয় ইনিংসের ৯ উইকেটে ৩৮৯ রানের খেলা তৃতীয় দিনের খেলা শেষ করেছিল ইংল্যান্ড। সেদিন ম্যাচ শেষে গ্যালারিতে যাচ্ছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। মারনাস লাবুশেনকে উদ্দেশ্য করে এক ইংলিশ দর্শককে বলতে শোনা গেছে, ‘আপনি বোরিং (বিরক্তিকর)।’
কথাটা কানে এলে দাঁড়িয়ে যান লাবুশেন। অস্ট্রেলিয়ার এই ব্যাটার পাল্টা প্রশ্ন করেন, ‘আপনি কি কিছু বলেছেন?’ লাবুশেনের পেছনে ছিলেন উসমান খাজা। দর্শক ও লাবুশেনের মাঝে হস্তক্ষেপ করেন খাজা এবং অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার দর্শককে শান্ত হতে বলেন। অস্ট্রেলিয়ার এক সাংবাদিক পিটার ম্যাককরমিকের ভিডিওতে দেখা গেছে সেদিনের ঘটনা।
এর আগে লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্ট বেশ উত্তাপ ছড়িয়েছিল। লাঞ্চের আগে জনি বেয়ারস্টোর স্টাম্পিং আউট নিয়ে শুরু হয় বিতর্ক। এরপর লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের উদ্দেশ্য করে লর্ডসের গ্যালারি থেকে এসেছে দুয়োধ্বনি। যার রেশ বজায় থেকেছে লর্ডসের লং রুমেও। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, এমসিসির সদস্যদের সঙ্গে খাজা ও ডেভিড ওয়ার্নারের কথা কাটাকাটি হয়েছে। এমসিসির তিন সদস্যকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল।
রোমাঞ্চ, বিতর্ক, উত্তাপ—কী নেই এবারের অ্যাশেজে। বিশেষ করে লন্ডনে এসব ঘটনা বেশিই ঘটছে। আলোচিত ঘটনাগুলো হচ্ছে লন্ডনের ভেন্যুগুলোতে।
লন্ডনের ওভালে আজ অ্যাশেজের পঞ্চম টেস্টের শেষ দিনের খেলা চলছে। গত পরশু (তৃতীয় দিন) গ্যালারিতে ক্রিকেটার-দর্শকের হালকা কথা কাটাকাটি হয়েছে। দ্বিতীয় ইনিংসের ৯ উইকেটে ৩৮৯ রানের খেলা তৃতীয় দিনের খেলা শেষ করেছিল ইংল্যান্ড। সেদিন ম্যাচ শেষে গ্যালারিতে যাচ্ছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। মারনাস লাবুশেনকে উদ্দেশ্য করে এক ইংলিশ দর্শককে বলতে শোনা গেছে, ‘আপনি বোরিং (বিরক্তিকর)।’
কথাটা কানে এলে দাঁড়িয়ে যান লাবুশেন। অস্ট্রেলিয়ার এই ব্যাটার পাল্টা প্রশ্ন করেন, ‘আপনি কি কিছু বলেছেন?’ লাবুশেনের পেছনে ছিলেন উসমান খাজা। দর্শক ও লাবুশেনের মাঝে হস্তক্ষেপ করেন খাজা এবং অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার দর্শককে শান্ত হতে বলেন। অস্ট্রেলিয়ার এক সাংবাদিক পিটার ম্যাককরমিকের ভিডিওতে দেখা গেছে সেদিনের ঘটনা।
এর আগে লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্ট বেশ উত্তাপ ছড়িয়েছিল। লাঞ্চের আগে জনি বেয়ারস্টোর স্টাম্পিং আউট নিয়ে শুরু হয় বিতর্ক। এরপর লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের উদ্দেশ্য করে লর্ডসের গ্যালারি থেকে এসেছে দুয়োধ্বনি। যার রেশ বজায় থেকেছে লর্ডসের লং রুমেও। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, এমসিসির সদস্যদের সঙ্গে খাজা ও ডেভিড ওয়ার্নারের কথা কাটাকাটি হয়েছে। এমসিসির তিন সদস্যকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৫ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৬ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৭ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৮ ঘণ্টা আগে