Ajker Patrika

লন্ডনের সঙ্গে অস্ট্রেলিয়ার কীসের ‘শত্রুতা’

লন্ডনের সঙ্গে অস্ট্রেলিয়ার কীসের ‘শত্রুতা’

রোমাঞ্চ, বিতর্ক, উত্তাপ—কী নেই এবারের অ্যাশেজে। বিশেষ করে লন্ডনে এসব ঘটনা বেশিই ঘটছে। আলোচিত ঘটনাগুলো হচ্ছে লন্ডনের ভেন্যুগুলোতে। 

লন্ডনের ওভালে আজ অ্যাশেজের পঞ্চম টেস্টের শেষ দিনের খেলা চলছে। গত পরশু (তৃতীয় দিন) গ্যালারিতে ক্রিকেটার-দর্শকের হালকা কথা কাটাকাটি হয়েছে। দ্বিতীয় ইনিংসের ৯ উইকেটে ৩৮৯ রানের খেলা তৃতীয় দিনের খেলা শেষ করেছিল ইংল্যান্ড। সেদিন ম্যাচ শেষে গ্যালারিতে যাচ্ছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। মারনাস লাবুশেনকে উদ্দেশ্য করে এক ইংলিশ দর্শককে বলতে শোনা গেছে, ‘আপনি বোরিং (বিরক্তিকর)।’ 

লর্ডসে জনি বেয়ারস্টোর আউট বেশ উত্তাপ ছড়িয়েছিল। ছবি: ক্রিকইনফোকথাটা কানে এলে দাঁড়িয়ে যান লাবুশেন। অস্ট্রেলিয়ার এই ব্যাটার পাল্টা প্রশ্ন করেন, ‘আপনি কি কিছু বলেছেন?’ লাবুশেনের পেছনে ছিলেন উসমান খাজা। দর্শক ও লাবুশেনের মাঝে হস্তক্ষেপ করেন খাজা এবং অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার দর্শককে শান্ত হতে বলেন। অস্ট্রেলিয়ার এক সাংবাদিক পিটার ম্যাককরমিকের ভিডিওতে দেখা গেছে সেদিনের ঘটনা। 

এর আগে লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্ট বেশ উত্তাপ ছড়িয়েছিল। লাঞ্চের আগে জনি বেয়ারস্টোর স্টাম্পিং আউট নিয়ে শুরু হয় বিতর্ক। এরপর লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের উদ্দেশ্য করে লর্ডসের গ্যালারি থেকে এসেছে দুয়োধ্বনি। যার রেশ বজায় থেকেছে লর্ডসের লং রুমেও। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, এমসিসির সদস্যদের সঙ্গে খাজা ও ডেভিড ওয়ার্নারের কথা কাটাকাটি হয়েছে। এমসিসির তিন সদস্যকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত