নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মিরপুরে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে উড়িয়ে দিয়ে ৮ উইকেটের সান্ত্বনার জয় পেয়েছে জিম্বাবুয়ে। ব্রায়ান বেনেট ও সিকান্দার রাজার জোড়া ফিফটিতে স্বাগতিকদের দেওয়া ১৫৮ রানের লক্ষ্য ৯ বল হাতে রেখেই তাড়া করেছে সফরকারীরা।
লক্ষ্য তাড়ায় নেমে দুই ওপেনার তাদিওয়ানাশে মারুমানি ও বেনেটের ওপেনিং জুটিতেই ভালো শুরু পায় জিম্বাবুয়ে। ২৫ বলে ৩৮ রান তোলেন দুজনে। এর মধ্যে মাত্র ৭ বলে ১ রান মারুমানির। একপ্রান্তে দাঁড়িয়ে দেখে গেছেন শুধু বেনেটের তাণ্ডব। মারুমানিকে ফিরিয়ে বাংলাদেশ দলকে ব্রেক থ্রু এনে দেন সাকিব আল হাসান।
দ্বিতীয় উইকেটে বেনেট-রাজার ৭৫ রানের জুটিতে জয়টা আরও সহজ হয়ে যায় জিম্বাবুয়ের। দলীয় ১১৩ রানে মোহাম্মদ সাইফউদ্দিনের শিকার হন বেনেট। ৫টি করে ছক্কা ও চারে ৪৯ বলে ৭৯ রান আসে তাঁর ব্যাট থেকে।
তৃতীয় উইকেটে জোনাথন ক্যাম্পবেলকে নিয়ে ২০ বলে ৪৫ রানের আরেকটি কার্যকর জুটি গড়েন অধিনায়ক রাজা। এই জুটিতেই নিশ্চিত হয়ে যায় দলের জয়। ৪৬ বলে ৭২ রানে অপরাজিত থাকেন রাজা। মেরেছেন ৬টি চার ও ৪টি ছক্কা। ক্যাম্পবেল করেছেন ৮ রান।
বাংলাদেশের বোলিংয়ে সাকিব ছাড়া কেউই সেভাবে ভালো করতে পারেননি। ৪ ওভার ৯ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন সাকিব। সাইফউদ্দিন ছিলেন সবচেয়ে খরুচে। ৫৫ রান দিয়ে তাঁর শিকার ১টি।
এর আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের শেষ টি-টোয়েন্টিতেও টস জিতে বাংলাদেশ দলকে আগে ব্যাটিংয়ের সুযোগ করে দেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। কিন্তু ব্যাটিংয়ে নেমে ১৫ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। শুরুতেই সেই ব্যাটিং ধস। শেষ ম্যাচে একাদশে ফিরে দলের বিপর্যয়ে ঢাল হলেন মাহমুদউল্লাহ রিয়াদ। করেছেন দারুণ এক ফিফটি। নাজমুল হোসেন শান্ত ও জাকের আলি অনিক খেলেছেন কার্যকর দুটি ইনিংস। এর সৌজন্যে শুরুর ধস সামলে ৬ উইকেটে ১৫৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ দল।
চতুর্থ টি-টোয়েন্টিতে তানজিদ হাসান তামিম-সৌম্য সরকারের জুটিতেই ১০১ রান তুলেছিল স্বাগতিকেরা। আজ এ দুই বাঁহাতির ওপেনিং জুটি পুরোপুরি ব্যর্থ। ৯ রানেই ফেরেন দুজনে। সৌম্যর ব্যাট থেকে এসেছে ৭ রান, তামিম করেছেন ২।
দলীয় ১৫ রানে তাওহীদ হৃদয়ের বিদায়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ দল। চতুর্থ উইকেটে দেখেশুনে ব্যাট চালিয়ে শান্ত-মাহমুদউল্লাহ শুরুর চাপ সামলানোর চেষ্টা করেন। দুজনের ৬৯ রানের জুটিতে ম্যাচেও দারুণভাবে ফেরে বাংলাদেশ। ৮৪ রানে শান্ত আউট হলে ভাঙে এ জুটি। ২৮ বলে ৩৬ রানে আউট হন শান্ত।
৬টি চার ও ১টি ছক্কায় ৪৪ বলে ৫৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন মাহমুদউল্লাহ। সাকিব আল হাসান ফেরেন ১৭ বলে ২১ রান করে। শেষ দিকে জাকের ১১ বলে ২৪ ও মোহাম্মদ সাইফউদ্দিন ৬ রানে অপরাজিত থাকেন। জিম্বাবুয়ের হয়ে ২টি করে উইকেট নেন ব্লেসিং মুজারাবানি-ব্রায়ান বেনেট।
মিরপুরে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে উড়িয়ে দিয়ে ৮ উইকেটের সান্ত্বনার জয় পেয়েছে জিম্বাবুয়ে। ব্রায়ান বেনেট ও সিকান্দার রাজার জোড়া ফিফটিতে স্বাগতিকদের দেওয়া ১৫৮ রানের লক্ষ্য ৯ বল হাতে রেখেই তাড়া করেছে সফরকারীরা।
লক্ষ্য তাড়ায় নেমে দুই ওপেনার তাদিওয়ানাশে মারুমানি ও বেনেটের ওপেনিং জুটিতেই ভালো শুরু পায় জিম্বাবুয়ে। ২৫ বলে ৩৮ রান তোলেন দুজনে। এর মধ্যে মাত্র ৭ বলে ১ রান মারুমানির। একপ্রান্তে দাঁড়িয়ে দেখে গেছেন শুধু বেনেটের তাণ্ডব। মারুমানিকে ফিরিয়ে বাংলাদেশ দলকে ব্রেক থ্রু এনে দেন সাকিব আল হাসান।
দ্বিতীয় উইকেটে বেনেট-রাজার ৭৫ রানের জুটিতে জয়টা আরও সহজ হয়ে যায় জিম্বাবুয়ের। দলীয় ১১৩ রানে মোহাম্মদ সাইফউদ্দিনের শিকার হন বেনেট। ৫টি করে ছক্কা ও চারে ৪৯ বলে ৭৯ রান আসে তাঁর ব্যাট থেকে।
তৃতীয় উইকেটে জোনাথন ক্যাম্পবেলকে নিয়ে ২০ বলে ৪৫ রানের আরেকটি কার্যকর জুটি গড়েন অধিনায়ক রাজা। এই জুটিতেই নিশ্চিত হয়ে যায় দলের জয়। ৪৬ বলে ৭২ রানে অপরাজিত থাকেন রাজা। মেরেছেন ৬টি চার ও ৪টি ছক্কা। ক্যাম্পবেল করেছেন ৮ রান।
বাংলাদেশের বোলিংয়ে সাকিব ছাড়া কেউই সেভাবে ভালো করতে পারেননি। ৪ ওভার ৯ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন সাকিব। সাইফউদ্দিন ছিলেন সবচেয়ে খরুচে। ৫৫ রান দিয়ে তাঁর শিকার ১টি।
এর আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের শেষ টি-টোয়েন্টিতেও টস জিতে বাংলাদেশ দলকে আগে ব্যাটিংয়ের সুযোগ করে দেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। কিন্তু ব্যাটিংয়ে নেমে ১৫ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। শুরুতেই সেই ব্যাটিং ধস। শেষ ম্যাচে একাদশে ফিরে দলের বিপর্যয়ে ঢাল হলেন মাহমুদউল্লাহ রিয়াদ। করেছেন দারুণ এক ফিফটি। নাজমুল হোসেন শান্ত ও জাকের আলি অনিক খেলেছেন কার্যকর দুটি ইনিংস। এর সৌজন্যে শুরুর ধস সামলে ৬ উইকেটে ১৫৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ দল।
চতুর্থ টি-টোয়েন্টিতে তানজিদ হাসান তামিম-সৌম্য সরকারের জুটিতেই ১০১ রান তুলেছিল স্বাগতিকেরা। আজ এ দুই বাঁহাতির ওপেনিং জুটি পুরোপুরি ব্যর্থ। ৯ রানেই ফেরেন দুজনে। সৌম্যর ব্যাট থেকে এসেছে ৭ রান, তামিম করেছেন ২।
দলীয় ১৫ রানে তাওহীদ হৃদয়ের বিদায়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ দল। চতুর্থ উইকেটে দেখেশুনে ব্যাট চালিয়ে শান্ত-মাহমুদউল্লাহ শুরুর চাপ সামলানোর চেষ্টা করেন। দুজনের ৬৯ রানের জুটিতে ম্যাচেও দারুণভাবে ফেরে বাংলাদেশ। ৮৪ রানে শান্ত আউট হলে ভাঙে এ জুটি। ২৮ বলে ৩৬ রানে আউট হন শান্ত।
৬টি চার ও ১টি ছক্কায় ৪৪ বলে ৫৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন মাহমুদউল্লাহ। সাকিব আল হাসান ফেরেন ১৭ বলে ২১ রান করে। শেষ দিকে জাকের ১১ বলে ২৪ ও মোহাম্মদ সাইফউদ্দিন ৬ রানে অপরাজিত থাকেন। জিম্বাবুয়ের হয়ে ২টি করে উইকেট নেন ব্লেসিং মুজারাবানি-ব্রায়ান বেনেট।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১২ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৪ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১৫ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৬ ঘণ্টা আগে