৫১১ রান তাড়া করতে নেমে ৪৭ রানেই বাংলাদেশের নেই ৫ উইকেট। সিলেটে বাংলাদেশ-শ্রীলঙ্কা বিপক্ষে প্রথম টেস্টের প্রথম তিন দিন শেষে ম্যাচের চিত্র ছিল এমনটাই। হাতে দুই দিন রয়েছে ঠিকই। তবে এমন পরিস্থিতিতে বাংলাদেশ ম্যাচ জিতলে সেটা অবিশ্বাস্য ব্যাপারই হবে। ধ্বংসতূপে দাঁঁড়িয়ে একাই লড়ে যাচ্ছেন মুমিনুল হক।
দ্বিতীয় ইনিংসে রান তাড়া করতে নেমে গতকাল তৃতীয় দিনে বাংলাদেশ খেলেছে ১৩ ওভার। এক প্রান্তে দাঁড়িয়ে থেকে মুমিনুলকে দেখতে হয়েছে তিন সতীর্থের বিদায়। সেখানে আজ চতুর্থ দিনের তৃতীয় ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। এবার আউট হয়েছেন মুমিনুলের আরেক সতীর্থ তাইজুল ইসলাম। ইনিংসের ১৬ তম ওভারের প্রথম বলে তাইজুলকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন লঙ্কান পেসার কাসুন রাজিথা। মাঠের আম্পায়ার আউট ঘোষণা করলে রিভিউ নেন তাইজুল।
তবে বাংলাদেশের এই রিভিউ হয়েছে নষ্ট। স্বাগতিকদের স্কোর হয়ে যায় ১৫.১ ওভারে ৬ উইকেটে ৫১ রান। এরপর আট নম্বরে ব্যাটিংয়ে নামেন মেহেদী হাসান মিরাজ। একই ওভারের পঞ্চম বলে মিরাজের বিপক্ষে এলবিডব্লুর আবেদন করেন রাজিথা। আম্পায়ার আউট না দেওয়ায় শ্রীলঙ্কা নেয় রিভিউ। তবে রিভিউতে দেখা যায় বল স্টাম্পের অনেক ওপর দিয়ে বেরিয়ে যায়।
ইনিংসে মিরাজের প্রথম বাউন্ডারি মারতে আসতে সময় লেগেছে ১০ বল। ১৯তম ওভারের প্রথম বলে বিশ্ব ফার্নান্দোকে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে দুর্দান্ত এক চার মারেন মিরাজ। বাংলাদেশের এই অলরাউন্ডার পরের ওভারে মারেন আরও এক চার। ২০তম ওভারের পঞ্চম বলে লাহিরু কুমারাকে কাভার দিয়ে মারেন চার। মিরাজের সঙ্গে মিলে মুমিনুলও খেলতে থাকেন সাবলীলভাবেই। বাজে বল দেখে বাউন্ডারি মেরেছেন, কখনোবা টেস্ট ম্যাচের পরিস্থিতি অনুযায়ী একের পর এক ডট খেলেছেন।
এরই মধ্যে শ্রীলঙ্কা নষ্ট করে তাদের আরও এক রিভিউ। ২৯তম ওভারের শেষ বলে রাজিথাকে লেগ সাইডে ঘোরাতে যান মুমিনুল। জোরালো আপিলে আম্পায়ার যখন সাড়া দেননি, লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা নেন রিভিউ। রিভিউতে এবার এজ দেখা যায়।
রয়েসয়ে খেলতে থাকা বাংলাদেশ সুযোগ বুঝে চড়াও হয়েছে শ্রীলঙ্কার ওপর। ৩১তম ওভারে বোলিংয়ে আসা রাজিথার ওভার থেকে ১০ রান নেয় স্বাগতিকেরা। এই ওভারে একটি করে চার মারেন মুমিনুল ও মিরাজ। মিরাজ এরপর হয়ে ওঠেন আরও আক্রমণাত্মক। ৩২তম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে টানা দুই চার মারেন মিরাজ। বাংলাদেশের অলরাউন্ডার উইকেট খুইয়েছেন দ্রুতই। ৩৩ তম ওভারের তৃতীয় বলে রাজিথাকে ড্রাইভ করতে যান মিরাজ। এজ হওয়া বল সেকেন্ড স্লিপে ধরেন ধনাঞ্জয়া। ৫০ বলে ৬ চারে ৩৩ রান করে আউট হন মিরাজ। তাতে ভেঙে যায় সপ্তম উইকেটে মুমিনুল-মিরাজের ১০৫ বলে ৬৬ রানের জুটি।
মিরাজের বিদায়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৩২.৩ ওভারে ৭ উইকেটে ১১৭ রান। এরপর ব্যাটিংয়ে নামেন শরীফুল ইসলাম। শরীফুল-মুমিনুল অপরাজিত থাকা অবস্থাতেই লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ। চতুর্থ দিনের প্রথম সেশন শেষে স্বাগতিকদের স্কোর ৩৮ ওভারে ৭ উইকেটে ১২৯ রান। ১১২ বলে ৬ চারে ৪৬ রানে এখনো অপরাজিত মুমিনুল। ৩ রানে ব্যাটিং করছেন শরীফুল।
৫১১ রান তাড়া করতে নেমে ৪৭ রানেই বাংলাদেশের নেই ৫ উইকেট। সিলেটে বাংলাদেশ-শ্রীলঙ্কা বিপক্ষে প্রথম টেস্টের প্রথম তিন দিন শেষে ম্যাচের চিত্র ছিল এমনটাই। হাতে দুই দিন রয়েছে ঠিকই। তবে এমন পরিস্থিতিতে বাংলাদেশ ম্যাচ জিতলে সেটা অবিশ্বাস্য ব্যাপারই হবে। ধ্বংসতূপে দাঁঁড়িয়ে একাই লড়ে যাচ্ছেন মুমিনুল হক।
দ্বিতীয় ইনিংসে রান তাড়া করতে নেমে গতকাল তৃতীয় দিনে বাংলাদেশ খেলেছে ১৩ ওভার। এক প্রান্তে দাঁড়িয়ে থেকে মুমিনুলকে দেখতে হয়েছে তিন সতীর্থের বিদায়। সেখানে আজ চতুর্থ দিনের তৃতীয় ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। এবার আউট হয়েছেন মুমিনুলের আরেক সতীর্থ তাইজুল ইসলাম। ইনিংসের ১৬ তম ওভারের প্রথম বলে তাইজুলকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন লঙ্কান পেসার কাসুন রাজিথা। মাঠের আম্পায়ার আউট ঘোষণা করলে রিভিউ নেন তাইজুল।
তবে বাংলাদেশের এই রিভিউ হয়েছে নষ্ট। স্বাগতিকদের স্কোর হয়ে যায় ১৫.১ ওভারে ৬ উইকেটে ৫১ রান। এরপর আট নম্বরে ব্যাটিংয়ে নামেন মেহেদী হাসান মিরাজ। একই ওভারের পঞ্চম বলে মিরাজের বিপক্ষে এলবিডব্লুর আবেদন করেন রাজিথা। আম্পায়ার আউট না দেওয়ায় শ্রীলঙ্কা নেয় রিভিউ। তবে রিভিউতে দেখা যায় বল স্টাম্পের অনেক ওপর দিয়ে বেরিয়ে যায়।
ইনিংসে মিরাজের প্রথম বাউন্ডারি মারতে আসতে সময় লেগেছে ১০ বল। ১৯তম ওভারের প্রথম বলে বিশ্ব ফার্নান্দোকে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে দুর্দান্ত এক চার মারেন মিরাজ। বাংলাদেশের এই অলরাউন্ডার পরের ওভারে মারেন আরও এক চার। ২০তম ওভারের পঞ্চম বলে লাহিরু কুমারাকে কাভার দিয়ে মারেন চার। মিরাজের সঙ্গে মিলে মুমিনুলও খেলতে থাকেন সাবলীলভাবেই। বাজে বল দেখে বাউন্ডারি মেরেছেন, কখনোবা টেস্ট ম্যাচের পরিস্থিতি অনুযায়ী একের পর এক ডট খেলেছেন।
এরই মধ্যে শ্রীলঙ্কা নষ্ট করে তাদের আরও এক রিভিউ। ২৯তম ওভারের শেষ বলে রাজিথাকে লেগ সাইডে ঘোরাতে যান মুমিনুল। জোরালো আপিলে আম্পায়ার যখন সাড়া দেননি, লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা নেন রিভিউ। রিভিউতে এবার এজ দেখা যায়।
রয়েসয়ে খেলতে থাকা বাংলাদেশ সুযোগ বুঝে চড়াও হয়েছে শ্রীলঙ্কার ওপর। ৩১তম ওভারে বোলিংয়ে আসা রাজিথার ওভার থেকে ১০ রান নেয় স্বাগতিকেরা। এই ওভারে একটি করে চার মারেন মুমিনুল ও মিরাজ। মিরাজ এরপর হয়ে ওঠেন আরও আক্রমণাত্মক। ৩২তম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে টানা দুই চার মারেন মিরাজ। বাংলাদেশের অলরাউন্ডার উইকেট খুইয়েছেন দ্রুতই। ৩৩ তম ওভারের তৃতীয় বলে রাজিথাকে ড্রাইভ করতে যান মিরাজ। এজ হওয়া বল সেকেন্ড স্লিপে ধরেন ধনাঞ্জয়া। ৫০ বলে ৬ চারে ৩৩ রান করে আউট হন মিরাজ। তাতে ভেঙে যায় সপ্তম উইকেটে মুমিনুল-মিরাজের ১০৫ বলে ৬৬ রানের জুটি।
মিরাজের বিদায়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৩২.৩ ওভারে ৭ উইকেটে ১১৭ রান। এরপর ব্যাটিংয়ে নামেন শরীফুল ইসলাম। শরীফুল-মুমিনুল অপরাজিত থাকা অবস্থাতেই লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ। চতুর্থ দিনের প্রথম সেশন শেষে স্বাগতিকদের স্কোর ৩৮ ওভারে ৭ উইকেটে ১২৯ রান। ১১২ বলে ৬ চারে ৪৬ রানে এখনো অপরাজিত মুমিনুল। ৩ রানে ব্যাটিং করছেন শরীফুল।
এশিয়া কাপের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৬ সদস্যের ঘোষিত দলে ফিরেছেন নুরুল হাসান সোহান ও সাইফ হাসান। এ দলই খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। যা শুরু হবে ৩০ আগস্ট সিলেটে।
৩ ঘণ্টা আগেছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে অন্য অ্যাথলেটদের চেয়ে অনেকটা দূরত্ব নিয়েই ফিনিশিং লাইন স্পর্শ করেন নৌবাহিনীর ইমরানুর রহমান। কিন্তু মেয়েদের ১০০ মিটারে ঘটল বিতর্ক। সুমাইয়া দেওয়ান নাকি শিরিন আক্তার—কে প্রথম হন, তা জানতে অপেক্ষা করতে হলো ঘণ্টাখানেক
৫ ঘণ্টা আগেম্যাথু ব্রিটজকে, ত্রিস্তান স্তাবসের উদ্ভাসিত ব্যাটিং আর লুঙ্গি এনগিডির আগুনে বোলিং—এই দুয়ের মাঝে চিড়েচ্যাপ্টা অস্ট্রেলিয়া। প্রথম ওয়ানডের পর আজ দ্বিতীয় ওয়ানডেতেও দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ৮৪ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল প্রোটিয়ারা।
৬ ঘণ্টা আগেতাসকিন আহমেদের মুখে সব সময় হাসি লেগেই থাকে। পরিবার, সতীর্থদের সঙ্গে ছবি তুলে সামাজিক মাধ্যমে যখন পোস্ট করেন, দেখা যায় তাসকিনের হাস্যোজ্জ্বল চেহারা। প্রিয়জনদের সঙ্গে মজা করতে বেশ পছন্দ করেন বাংলাদেশের এ তারকা পেসার।
৬ ঘণ্টা আগে