Ajker Patrika

‘সাকিব ক্রিকেটেই সুন্দর, রাজনীতিতে নয়’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ১১: ১২
‘সাকিব ক্রিকেটেই সুন্দর, রাজনীতিতে নয়’

রাজনীতিতে জড়িয়ে অনেক তারকা ক্রিকেটার ভক্ত-সমর্থকদের কাছে বিতর্কিত হয়েছেন সাকিব আল হাসানের অবস্থা এখন যেন তেমনই হয়েছে। হত্যা মামলার আসামি হয়ে তাঁর ক্যারিয়ারের পাশেই প্রশ্নচিহ্ন বসে গেছে! রুবেল হোসেনের মতে, সাকিব রাজনীতির ময়দানের চেয়ে ক্রিকেট মাঠেই বেশি মানানসই।

সাকিবের সংসদ সদস্যের (এমপি) পদ টিকে ছিল মাত্র সাত মাস। এ বছরের জানুয়ারি থেকে ৫ আগস্ট পর্যন্ত। রাজনীতিতে জড়িয়ে অনেক সমালোচনার শিকার হয়েছেন তিনি। কারণ, আন্তর্জাতিক ক্রিকেটে খুব একটা নিয়মিত ছিলেন না। এখন আবার রাজনৈতিক কারণেই হত্যা মামলার আসামি হয়ে আছেন বিপাকে ৷ বিসিবি তাঁর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে প্রথম টেস্টের পর ৷ সাকিবকে অভাগা রাজনীতিবিদ উল্লেখ করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পেসার রুবেল লিখেছেন, ‘বাংলাদেশের রাজনীতিতে সবচাইতে অভাগা একজন রাজনীতিবিদ, যাঁর ৬-৭ মাস রাজনীতির ক্যারিয়ারে পাঁচ মাসের মতোই ছিলেন দেশের বাইরে। আপনি সংসদ সদস্য হয়ে কিছু পাওয়ার চেয়ে হারিয়েছেন অনেক কিছু। বাংলাদেশের সব ক্রিকেটার আপনার পাশে আছে। সাকিব ক্রিকেটেই সুন্দর, রাজনীতিতে নয়।’

সাকিব আল হাসানের রাজনীতি নিয়ে সাব্বির রহমানের পোস্ট। ছবি: এএফপিসাকিবের ফর্ম এখন যেমনই হোক, ক্রিকেট বইয়ের অনেক রেকর্ডেই তাঁর নাম আছে। আরেক ক্রিকেটার সাব্বির রহমান যেন সেটিই মনে করিয়ে দিলেন। সাকিবকে নিয়ে তিনি লিখেছেন, ‘সাকিব আল হাসান। যার জন্য বিশ্ব ক্রিকেট বাংলাদেশকে চেনে। শ্রদ্ধা, ভালোবাসা থাকবে সব সময়।’

পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলা মাথায় নিয়ে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলছেন সাকিব। বাংলাদেশের তারকা ক্রিকেটারকে আর কখনো না খেলাতে এরই মধ্যে আইনি নোটিশ চলে গেছে বিসিবিতে। আইনি নোটিশ  নিয়ে কাল বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘এ অবস্থায় (তার) খেলতে বাধা নেই। প্রথম টেস্ট ম্যাচ চার দিন শেষ হয়েছে (কাল)। দ্বিতীয় টেস্ট শুরু ৩০ আগস্ট। তার আগে আমরা চিন্তা করব। বোর্ড সদস্যদের সঙ্গে আলাপ করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত