Ajker Patrika

সাকিবের মামলার সঙ্গে আমিনুলের তুলনা করলেন আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ২১: ৫১
সাকিবের মামলার সঙ্গে আমিনুলের তুলনা করলেন আইন উপদেষ্টা

হত্যা মামলার আসামি সাকিব আল হাসানকে নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা চারদিকে। তিনি অবশ্য কঠিন সময়ে সতীর্থ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) পাশে পাচ্ছেন। বিসিবি তাঁকে আইনি সহায়তা দেওয়ারও আশ্বাস দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলও আশ্বস্ত করছেন সাকিবকে। 

সচিবালয়ে আজ আসিফ নজরুল সংবাদমাধ্যমের সাকিবকে নিয়ে প্রশ্নের উত্তর দিতে গিয়ে বাংলাদেশের ২০০৩ সাফজয়ী গোলরক্ষক আমিনুলের কথা এনেছেন। সাকিব ও আমিনুলের ক্যারিয়ারেরও তুলনা করেছেন আসিফ নজরুল। আইন উপদেষ্টা বলেছেন, ‘এটাও আওয়ামী লীগই তো শুরু করেছে, তাই না? সাকিব তো আর রাষ্ট্রের জন্য কিছু নিয়ে আসেনি। সে নিজেই অনেক কিছু অর্জন করেছে। আমিনুল তো রাষ্ট্রের জন্য পুরস্কার নিয়ে এসেছিল। জাতীয় দলের অধিনায়ক ছিল। আমিনুলকে তো জেলে পাঠানো হয়েছিল। সাকিবের বিরুদ্ধে শুধুই মামলা হয়েছে।’

মামলার কারণে সাকিব যেন ভোগান্তিতে না পড়েন, সেটাও খেয়াল রাখা হবে বলে জানিয়েছেন আসিফ নজরুল। আইন উপদেষ্টা বলেন, ‘এটা পুলিশ প্রশাসনের ব্যাপার। আমাদের যতটুকু বলার চেষ্টা করেছি। মামলা বা এফআইআর (প্রাথমিক তথ্য) হওয়া মানেই সে গ্রেপ্তার না। আমার বিশ্বাস, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে। অতি উৎসাহী হয়ে যাতে কেউ গ্রেপ্তার না করতে যায় (সাকিবকে)। আশা করি সাকিবকে গ্রেপ্তার করা হবে না।’

সাকিবকে নিয়ে আসিফ নজরুলের এই মন্তব্যের পর ফেসবুকে তাঁর ২০১৭ সালের একটি স্ট্যাটাস সামনে এনেছেন অনেকে। ২০১৭ সালে অস্ট্রেলিয়াকে মিরপুর টেস্টে হারিয়ে দেওয়ার পর সাকিববকে নিয়ে আসিফ নজরুল লিখেছিলেন, ‘সেরা শুধু সাকিব। কতবার যে শুনি সাকিবের চেয়ে এ ভালো ব্যাটার, সাকিবের চয়ে সে ভালো বোলার। আসল কথা হচ্ছে সাকিবের ধারেকাছে কেউ নেই বাংলাদেশে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত