Ajker Patrika

স্ট্রাইক রেটে কোহলির চেয়ে এগিয়ে মোস্তাফিজ

স্ট্রাইক রেটে কোহলির চেয়ে এগিয়ে মোস্তাফিজ

টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম প্রতিযোগিতা শেষ হয়েছে আজ। চ্যাম্পিয়ন-রানার্সআপ দলের কোনো ব্যাটার এবার সর্বোচ্চ রান সংগ্রাহক হতে পারেননি। সেরা তিন রান সংগ্রাহক– ভারতের বিরাট কোহলি, সূর্যকুমার যাদব ও নেদারল্যান্ডসের ম্যাক্স ও’ডাউড।

সেরা রান সংগ্রাহক হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে স্ট্রাইক রেটে লুঙ্গি এনগিদি ও মোস্তাফিজুর রহমানের চেয়ে পিছিয়ে আছেন কোহলি-সূর্যরা। রান কম কিংবা বেশি; কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২২ এর সর্বোচ্চ স্ট্রাইক রেটের ক্রিকেটারের জায়গায় এনগিদির নামই থাকছে।

দক্ষিণ আফ্রিকান পেসার ৪ ম্যাচে এক ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন। পাকিস্তানের বিপক্ষে ওই ম্যাচে ১ বল মোকাবিলায় ৪ রান করেন লুঙ্গি। এতে তাঁর স্ট্রাইক রেট ৪০০, যা এই বিশ্বকাপের সর্বোচ্চ। তাঁর পরেই আছেন মোস্তাফিজ। ২ ইনিংসে ৪ বল খেলে ৯ রান করেছেন বাংলাদেশের এই ফাস্ট বোলার। তাঁর স্ট্রাইক রেট ২২৫। এই বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ স্ট্রাইক রেট মোস্তাফিজের।

মোস্তাফিজ পাকিস্তানের বিপক্ষে কোনো রান না করেই অপরাজিত ছিলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ বলে ৯ রানে অপরাজিত ছিলেন। তাঁর পরেই আছেন আর্শদীপ সিং। বিশ্বকাপে এক ম্যাচেই ব্যাটিং করার সুযোগ পেয়েছেন ভারতীয় পেসার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই ম্যাচে ১ বলে ২ রান করেছেন, এতে তাঁর স্ট্রাইক রেট ২০০।

সূর্যকুমার যাদব এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ৬ ইনিংসে ১৮৯.৮৮ স্ট্রাইক রেটে ২৩৯ রান করেছেন ভারতীয় ব্যাটার। ৩ ইনিংসে ১২ বলে ২২ রান করেছেন শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তানি পেসারের স্ট্রাইক রেট ১৮৩.৩৩। এবারের বিশ্বকাপে ৬ ইনিংসে ২৯৬ রান করেছেন কোহলি। তাঁর স্ট্রাইক রেট ১৩৬.৪০।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত