Ajker Patrika

কোহলিকে পাকিস্তানে স্বাগত জানাতে তর সইছে না আফ্রিদির

আপডেট : ১৯ মে ২০২৪, ১৭: ০৬
কোহলিকে পাকিস্তানে স্বাগত জানাতে তর সইছে না আফ্রিদির

আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপ ছাড়া ভারত-পাকিস্তানের তো দেখাই হয় না। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচগুলো বর্তমানে হয় পাকিস্তানের বাইরে। সেখানে বিরাট কোহলির পাকিস্তান সফরের আগ্রহের কথা শুনে খুশি শহিদ আফ্রিদি। 

বাংলাদেশ, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাত—এসব দেশে কোহলি তাঁর ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অসংখ্য ম্যাচ খেলেছেন। ব্যাটিংয়ে গড়েছেন অসংখ্য রেকর্ড। অথচ প্রতিবেশী দেশ পাকিস্তানে যার এত ভক্ত-সমর্থক, সেখানে কোহলির একটা ম্যাচও খেলা হয়নি। হবে কী করে! ২০০৮ এশিয়া কাপ খেলতে পাকিস্তানে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। পরের ১৬ বছরে প্রতিবেশী দেশে ভারত একটা ম্যাচও খেলেনি। ২০০৮ সালে ডাম্বুলায় কোহলির আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে। কয়েক দিন আগে যখন তাঁর (কোহলি) আগ্রহ প্রকাশের কথা সামাজিক মাধ্যমে চাউর হয়, তাতে আফ্রিদি সন্তোষ প্রকাশ করেছেন। করাচিতে গতকাল কোনো এক টেপ বল টুর্নামেন্টে আফ্রিদি বলেছেন, ‘বিরাটের থেকে এমন মন্তব্য আশা করেছিলাম। যদি পিএসএল অথবা ভারতীয় দলের সঙ্গে খেলতে আসে, তাহলে তাকে স্বাগত জানাই।’ 

পাকিস্তানে কোহলি সফর করবেন, এমন কথা ২০২২ সালে জানা গেছে শেহরোজ কাশিফ নামে এক পর্বত আরোহীর বক্তব্যে। দুই বছর আগে পাকিস্তানের পর্বত আরোহীর (কাশিফ) সঙ্গে ভিডিও কলে কোহলি বলেন, ‘তোমার পরিবার ও বন্ধুদের প্রতি আমার সম্মান। আশা করি, খুব শিগগিরই আমরা পাকিস্তান সফর করব। প্রত্যেকেই এখন সফর করা শুরু করেছে।’ 

করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডি—পাকিস্তানের এই তিন ভেন্যুতে হওয়ার কথা ২০২৫ সালের ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস ট্রফি। ক্রিকইনফো জানতে পেরেছে, টুর্নামেন্টে ভারতের সব ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। টুর্নামেন্টটির ফাইনালও হতে পারে লাহোরে। ভারতীয় ক্রিকেট দলের ভ্রমণঝক্কি এড়াতেই মূলত সব ম্যাচ একই ভেন্যুতে দেওয়া। লাহোরে ম্যাচ হলে প্রতিবেশী দেশ ভারতের ভক্ত-সমর্থকদের জন্যও খেলা দেখতে যাওয়া তুলনামূলক সহজ হবে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওয়াগা সীমান্ত থেকে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের দূরত্ব ২৯ কিলোমিটার। 

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত