Ajker Patrika

১ বছর পর ফিরলেন সাকিব, বাদ মুশফিক-হৃদয়

আপডেট : ২৬ মার্চ ২০২৪, ২১: ৪৭
১ বছর পর ফিরলেন সাকিব, বাদ মুশফিক-হৃদয়

সাকিব আল হাসান টেস্টে সবশেষ খেলেন গত বছরের এপ্রিলে আয়ারল্যান্ডের বিপক্ষে। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ফেরার অপেক্ষা ফুরোচ্ছে তাঁর। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে ডাক পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। 

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে সাকিবের ফেরার কথা শোনা যাচ্ছিল গত কদিন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ এক বিজ্ঞপ্তিতে তা নিশ্চিত করেছে। একই সঙ্গে প্রায় পাঁচ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটেও ফেরা হবে সাকিবের। বাংলাদেশের অলরাউন্ডার গত বছরের ৬ নভেম্বর বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষেই খেলেছেন সবশেষ ম্যাচ। 
 
সাকিবের পাশাপাশি দ্বিতীয় টেস্টের দলে ফিরেছেন পেসার হাসান মাহমুদ। আন্তর্জাতিক ক্রিকেটে হাসান ৩৯ ম্যাচ খেললেও টেস্টে তাঁর অভিষেক হয়নি। প্রথম শ্রেণির ক্রিকেটে হাসান ১৬ ম্যাচে নেন ৪৯ উইকেট। হাসান ডাক পাওয়ায় বাদ পড়েছেন আরেক পেসার মুশফিক হাসান। বাঁ পায়ের গোড়ালিতে চোট পাওয়ায় ছিটকে গেছেন মুশফিক হাসান। তাঁর এখনো পুনর্বাসনের প্রয়োজন। সিলেটে প্রথম টেস্টে মুশফিক হাসান বা নাহিদ রানার যেকোনো একজনকেই টেস্টে অভিষেকের কথা জানিয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। শেষ পর্যন্ত নাহিদ রানারই টেস্ট অভিষেক হয়েছে। 

দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েছেন তাওহীদ হৃদয়ও। হৃদয় প্রথম টেস্টের দলে ডাক পেয়েছিলেন মুশফিকুর রহিম ছিটকে যাওয়ায়। ডান হাতের বুড়ো আঙুলে চোট পেয়ে টেস্ট সিরিজই শেষ হয়ে গেছে মুশফিকের।

সিলেটে প্রথম টেস্টে বাংলাদেশকে ৩২৮ রানে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে শ্রীলঙ্কা। ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এটাই লঙ্কানদের প্রথম জয়। ৩০ মার্চ চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট। 

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্টের দল:  নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন দাস, মুমিনুল হক সৌরভ, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত