Ajker Patrika

বাংলাদেশের বিপক্ষে অভিষেকে সেঞ্চুরি করা ক্রিকেটারকে নিয়েই ইংল্যান্ডে যাচ্ছে উইন্ডিজ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৬ মে ২০২৫, ১৭: ৩৩
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি করেছেন আমির জাঙ্গু। ছবি: ক্রিকইনফো
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি করেছেন আমির জাঙ্গু। ছবি: ক্রিকইনফো

২০২৪-এর ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে কাঁপিয়ে দিয়েছিলেন আমির জাঙ্গু। ওয়ানডে অভিষেকেই করেছিলেন সেঞ্চুরি। অভিষেকে দুর্দান্ত খেলা এই বাঁহাতি ব্যাটারকে নিয়ে ইংল্যান্ড-আয়ারল্যান্ড সিরিজ খেলতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ।

ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ানডে সিরিজ সামনে রেখে গতকাল রাতে দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। ১৫ সদস্যের ওয়ানডে দলে অধিনায়ক শাই হোপ। ৬ ম্যাচের ওয়ানডে দলে ব্যাটিং লাইনআপে হোপের সঙ্গে থাকছেন জাঙ্গু, এভিন লুইস, জুয়েল অ্যান্ড্রিউ, শিমরন হেটমায়ারের মতো ব্যাটাররা। যাঁদের মধ্যে হেটমায়ার ও উইকেটরক্ষক ব্যাটার অ্যান্ড্রিউ ওয়ানডে দলে ফিরেছেন। ওয়েস্ট ইন্ডিজ সবশেষ যে ওয়ানডে খেলেছে গত বছর বাংলাদেশের বিপক্ষে, সেখানে ছিলেন না হেটমায়ার-অ্যান্ড্রিউ। হেটমায়ার সবশেষ ওয়ানডে খেলেছেন গত বছরের নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে। এই সংস্করণে সবশেষ ও একমাত্র ম্যাচ অ্যান্ড্রিউ খেলেছেন গত বছরের অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে। এটা তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে একমাত্র ম্যাচ।

ইংল্যান্ড-আয়ারল্যান্ড সিরিজ দিয়ে ওয়ানডেতে ফিরেছেন ম্যাথু ফোর্ড ও শামার জোসেফ। বাংলাদেশের বিপক্ষে গত বছর ওয়ানডে সিরিজের দলে প্রথমে ছিলেন ফোর্ড ও শামার জোসেফ। কিন্তু চোটে পড়ায় ছিটকে গিয়েছিলেন সেই সিরিজ থেকে। বাংলাদেশ সিরিজেই জাঙ্গু উইন্ডিজ কিংবদন্তি ডেসমন্ড হেইন্সের পর প্রথম ক্যারিবীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডে অভিষেকেই সেঞ্চুরির কীর্তি গড়েছিলেন। জাঙ্গুও উইকেটরক্ষক ব্যাটার হিসেবে খেলতে পারেন।

আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে আছেন রস্টন চেজ, জাস্টিন গ্রিভসের মতো অলরাউন্ডার। পেস বোলিং লাইনআপে শামার জোসেফ, ফোর্ডের সঙ্গে থাকছেন আলজারি জোসেফ, জেইডেন সিলস, রোমারিও শেফার্ডরা। কদিন আগে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে বিধ্বংসী ফিফটি করেন চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। শারফেন রাদারফোর্ডের মতো বিধ্বংসী ব্যাটার আছেন আয়ারল্যান্ড-ইংল্যান্ড সিরিজে। বাঁহাতি স্পিনার গুড়াকেশ মোতি আছেন ১৫ সদস্যের দলে।

২১ মে ডাবলিনে শুরু হবে আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২৩ ও ২৫ মে এই ডাবলিনেই হবে সিরিজের শেষ দুই ওয়ানডে। এরপর ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২৯ মে। বার্মিংহামে হবে সিরিজের প্রথম ওয়ানডে। শেষ দুই ওয়ানডে কার্ডিফ ও লন্ডনের দ্য ওভালে হবে ১ ও ৩ জুন। এছাড়া ইংল্যান্ড, আয়ারল্যান্ড—দুই দলের বিপক্ষেই তিনটি করে টি-টোয়েন্টি খেলবে ক্যারিবিয়ানরা।

ইংল্যান্ড-আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দল

শাই হোপ (অধিনায়ক), জুয়েল অ্যান্ড্রু, কিসি কার্টি, রোস্টন চেজ, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুড়াকেশ মোতি, শারফেন রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত