Ajker Patrika

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে পাকিস্তানের অলরাউন্ডার

আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ২৩: ৪৮
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে পাকিস্তানের অলরাউন্ডার

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ইমাদ ওয়াসিম। সামাজিক মাধ্যমে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার। অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে ছিলেন বাঁহাতি স্পিনার। সবশেষ এপ্রিলে দলের হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি। 

গত কয়েক দিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা ভাবছিলেন বলে সামাজিক মাধ্যমে জানিয়েছেন ইমাদ। তিনি বলেছেন, ‘গত কয়েক দিন ধরেই আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে চিন্তা করছিলাম। অবসর নেওয়ার এটাই সঠিক সময় মনে করে চূড়ান্ত সিদ্ধান্ত নেই। আমাকে সমর্থন দেওয়ার জন্য পাকিস্তান ক্রিকেটকে ধন্যবাদ। পাকিস্তানের হয়ে প্রতিনিধিত্ব করাটা সত্যিই সম্মানের।’ 

পাকিস্তানের হয়ে খেলতে পারায় স্বপ্ন পূরণ হয়েছে বলে জানিয়েছেন ইমাদ। ৩৪ বছর বয়সী অলরাউন্ডার বলেছেন, ‘ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ১২১ ম্যাচে আমার স্বপ্ন সত্যি হয়েছে। নতুন কোচ ও নেতৃত্বের অধীনে পাকিস্তান ক্রিকেটের জন্য রোমাঞ্চকর সময়। সকলকে শুভকামনা এবং দলের পরবর্তী উন্নতি দেখতে উন্মুখ আছি।’ 

পাকিস্তানের হয়ে ৮ বছরের ক্যারিয়ার হলেও খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি ইমাদ। সব মিলিয়ে পাকিস্তানের জার্সিতে ১২১ ম্যাচ খেলেছেন তিনি। ১২৭ উইকেটের বিপরীতে ১৪৭২ রান করেছেন। দলীয় সাফল্য হিসেবে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি জিতেছেন এই অলরাউন্ডার। মাঠ থেকে বিদায় না পাওয়ার মতো আক্ষেপ রয়ে থাকল টেস্টে না খেলাও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত