Ajker Patrika

এবার উসমান খাজাও বললেন ওয়ানডে ক্রিকেট ধীরে ধীরে মরে যাচ্ছে

আপডেট : ২২ জুলাই ২০২২, ১৪: ১৯
এবার উসমান খাজাও বললেন ওয়ানডে ক্রিকেট ধীরে ধীরে মরে যাচ্ছে

আগের দিন ওয়াসিম আকরাম ওয়ানডে ক্রিকেটকে আন্তর্জাতিক সূচি থেকে বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন। পাকিস্তান কিংবদন্তি গতকাল এক সাক্ষাৎকারে বলেছিলেন, ওয়ানডে ক্রিকেট মারা যাওয়ার পথে। এর ২৪ ঘণ্টা না পেরোতেই প্রায় একই কথা বললেন উসমান খাজা। পাকিস্তান বংশোদ্ভূত ৩৫ বছর বয়সী ওই অস্ট্রেলিয়ান ক্রিকেটার জানালেন, ধীরে ধীরে মরে যাচ্ছে ওয়ানডে ক্রিকেট। 

আন্তর্জাতিক ক্রিকেটের ঠাসা সূচির কারণে কদিন আগে বেন স্টোকসের ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘটনায় অবাক হননি খাজা। ব্যস্ত সূচির কথা মাথায় রেখেই তিন সংস্করণ চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অলরাউন্ডার।

এদিকে কোনো অবসরের ঘোষণা ছাড়াই ২০১৯ সালের পর থেকে সীমিত ওভারের ক্রিকেট খেলেন না খাজা। ওয়ানডে ক্রিকেট নিয়ে খাজা বলেন, ‘আমার মতে ক্রিকেটের তিনটি সংস্করণের মধ্যে ওয়ানডে ক্রিকেট এখন ৩ নম্বরে আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, ওয়ানডে ক্রিকেট ধীরে ধীরে মরে যাচ্ছে। যদিও এখনো বিশ্বকাপ আছে, যেটা দারুণ কিছু। বিশ্বকাপ দেখাও উপভোগ্য। তাছাড়া আমি নিজে ওয়ানডে ক্রিকেটে খুব একটা আগ্রহ পাই না।’ 

খাজার মতে, টেস্টই সেরা সংস্করণ। আর আধুনিক ক্রিকেটে টি-টোয়েন্টি ভীষণ জনপ্রিয় দাবি বলে করেন এই বাঁহাতি ওপেনার। টেস্ট ও টি-টোয়েন্টি নিয়ে খাজার মূল্যায়ন, ‘আমার একান্ত নিজস্ব মত হলো, টেস্ট ক্রিকেট এখন চূড়ায়। আবার টি-টোয়েন্টি ক্রিকেট আছে, যেগুলোর অনেক লিগ রয়েছে। সবাই এটি পছন্দও করে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

ইসরায়েলের হামলার কী জবাব হবে—আরব-ইসলামিক সম্মেলন ডাকল কাতার

রাজাকারের বাচ্চারা মুক্তিযুদ্ধকে বিনাশ করতে পারবে না: ফজলুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত