Ajker Patrika

মিরপুরে টিকিট পেতে দর্শকদের লাইন শুধু লম্বাই হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০২ মার্চ ২০২২, ১৫: ৩৪
মিরপুরে টিকিট পেতে দর্শকদের লাইন শুধু লম্বাই হচ্ছে

দুই বছর পর পূর্ণ গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ পেতে যাচ্ছে ক্রিকেটপ্রেমীরা। মাঠে প্রবেশের টিকিট পেতে তাই ভোর থেকে মিরপুরের ইনডোর স্টেডিয়ামে আসতে শুরু করে দর্শক। প্রথম টি-টোয়েন্টির টিকিট পেয়ে অনেকের মুখে তৃপ্তির হাসি। 

আজ বুধবার মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের দুই পাশে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট পেতে অপেক্ষা করতে দেখা যায় শত শত মানুষকে। 

লাইনে দাঁড়িয়ে টিকিট পেয়ে উল্লাস করতে দেখায় যায় এক শিক্ষার্থীকে। তিনি বলেছেন, ‘আমরা বাংলাদেশের প্রথম রাজধানী মেহেরপুর থেকে এসেছি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ের জন্য। টিকিট নিতে পেরে আমরা খুব খুশি। আশা করি কাল ভালো একটা খেলা উপভোগ করতে পারব।’

আজ সকাল ৯টা থেকে প্রথম টি-টোয়েন্টির টিকিট ছাড়া হয়। কাল বেলা ৩টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে এই ম্যাচ। সর্বনিম্ন ১০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১ হাজার টাকা মূল্যের টিকিট পাওয়া যাচ্ছে। 

আনুষ্ঠানিকভাবে ৯টা থেকে টিকিট দেওয়া হলেও ভোর থেকেই শুরু হয় দর্শকদের আনাগোনা। ৬টা না বাজতেই লাইনে দাঁড়িয়ে যায় তারা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে শুধু দীর্ঘই হচ্ছে লাইন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত