Ajker Patrika

বিসিবির নতুন দায়িত্ব পেয়ে খুশি মুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ২২: ৫১
বিসিবির নতুন দায়িত্ব পেয়ে খুশি মুর

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ‘হেড অব প্রোগ্রামস’ হিসেবে অস্ট্রেলিয়ান কোচ ডেভিড মুরকে চূড়ান্ত করেছে। বিসিবির তৈরি নতুন পদে আসা মুরকে নিয়ে আজ একটি প্রতিবেদন প্রকাশ হয়েছিল আজকের পত্রিকায়। রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বিসিবি জানিয়েছে, দুই বছরের চুক্তিতে ৫৮ বছর বয়সী মুরকে হেড অব প্রোগ্রামস হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

দায়িত্ব পেয়ে রোমাঞ্চিত মুর। বিসিবির বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, ‘বিসিবির হেড অব প্রোগ্রামস হিসেবে দায়িত্ব পেয়ে খুবই রোমাঞ্চিত। প্রধান কোচ, তার কোচিং এবং সাপোর্ট স্টাফ ও খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’ অস্ট্রেলিয়ান কোচ আরও বলেছেন, ‘খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের তত্ত্বাবধান এবং বিকাশে সহায়তা করার সুযোগ পেয়ে আনন্দিত, খুশি। যেগুলো অভিজাত ক্রিকেটারদের আন্তর্জাতিক অঙ্গনে পারফর্ম করার সুযোগ করে দেবে।’ 

রাসেল ডমিঙ্গোর বিদায়ের পর শুধু জাতীয় দলের প্রধান কোচ চূড়ান্তই নয়, কয়েকটি গুরুত্বপূর্ণ সংযোজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেটিরই অংশ হিসেবে বিসিবির ‘হেড অব প্রোগ্রামস’ করা হয়েছে ডেভিড মুরকে। মুর নিউ সাউথ ওয়েলসের সাবেক উইকেটকিপার ব্যাটার। ১টি মাত্র প্রথম শ্রেণির ম্যাচ খেলা মুর খেলোয়াড়ি জীবন শেষে জড়িয়েছেন কোচিং পেশার সঙ্গে। ছিলেন বারমুডা জাতীয় দলের প্রধান কোচ ও উইন্ডিজ দলের সহকারী কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা তাঁর আছে।  কাজ করেছেন নিউসাউথ ওয়েলসের ক্রিকেট পারফরম্যান্সের মহাব্যবস্থাপক হিসেবে। কোচ ও প্রশাসক—দুটিতেই তাঁর যথেষ্ট অভিজ্ঞতা আছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত