Ajker Patrika

রিজওয়ানদের বেতন নিয়ে মিথ্যাচার করছেন রমিজ

রিজওয়ানদের বেতন নিয়ে মিথ্যাচার করছেন রমিজ

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েই অনেক গুলো পদক্ষেপ হাতে নেন রমিজ রাজা। এর মধ্যে ঘরোয়া ক্রিকেট ও ক্রিকেটারদের বেতন নিয়ে সবচেয়ে বেশি সরব ছিলেন রমিজ। এসব নিয়ে বিভিন্ন মহল থেকে ব্যাপক প্রশংসিত হয়েছেন তিনি। 

রমিজের কিছু বিষয় নিয়ে যে সমালোচনা হয়নি, তা নয়। এক সময়ের সতীর্থ ওয়াসিম আকরাম যেমন মিডিয়াতে বেশি কথা না বলার পরামর্শ দিয়েছিলেন নতুন বোর্ড চেয়ারম্যানকে। সাবেক অধিনায়ক ও ওপেনার সালমান বাট অবশ্য সমালোচনায় সবাইকে ছাড়িয়ে গেছেন। তাঁর দাবি, ক্রিকেটারদের বাৎসরিক আয় নিয়ে মিথ্যাচার করেছেন রমিজ। 

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে রমিজ জানান, দেশের ঘরোয়া ক্রিকেটাররা বর্তমানে বছরে ৫০ থেকে ৬০ লাখ রুপি আয় করতে পারেন। যা আগে কখনো তাঁরা ভাবতেই পারেননি। তবে সালমান হিসেব কষে বুঝিয়ে দিয়েছেন, এই পরিমাণ উপার্জন কোনোভাবেই সম্ভব নয় তাঁদের পক্ষে। 

এক ভিডিও বার্তায় সালমান বলেছেন, ‘প্রথম উদাহরণ হিসেবে এ+ ক্যাটাগরির কথাই ধরি, এক বছরের চুক্তিতে তাদের মাসিক বেতন আড়াই লাখ রুপি। যেটা বছরে দাঁড়ায় ৩০ লাখ রুপি। এমন কোনো ম্যাচ নেই যেখানে ১ লাখ রুপি ম্যাচ ফি দেওয়া হয়। কখনো ৬০ হাজার, কখনোবা ৭০ হাজার পাওয়া যায়।’ 

একজন ক্রিকেটারের পক্ষে বছর ৬০ লাখ রুপি আয় সম্ভব নয় জানিয়ে সালমান বলেছেন, ‘কোনো খেলোয়াড় যদি তিন সংস্করণের সব ম্যাচ খেলে, তাহলে বছরে ১০টি প্রথম শ্রেণি, ১০টি ওয়ানডে ও ১০টি টেস্ট ম্যাচ। এর বাইরে টুর্নামেন্টের সেমিফাইনাল, ফাইনাল যোগ করে বছরে সর্বোচ্চ ৩৩-৩৪ ম্যাচ খেলে। তাহলে এ+ ক্যাটাগরির খেলোয়াড়দের আয়ও ৬০ লাখ রুপি হয় না।’ 

সর্বশেষ সালমান জানান, ‘এ+ ক্যাটাগরির সব খেলোয়াড় তিন সংস্করণ খেলে না। তাদের দল সব সময় ফাইনালেও ওঠে না। এক-দুজন হয়তো ফাইনাল পর্যন্ত থাকে।’ রমিজের বছরে ক্রিকেটারদের ৫০ থেকে ৬০ লাখ রুপি আয় নিয়ে সালমানের দাবি, ‘এমন মন্তব্য করা আসলে ব্যবসায়ীদের প্রতারণাপূর্ণ কৌশল অবলম্বনের মতো।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত