Ajker Patrika

ধোনিদের টানা তৃতীয় হার

ধোনিদের টানা তৃতীয় হার

আইপিএলে টানা তৃতীয় ম্যাচে হেরেছে চেন্নাই সুপার কিংস। এবার চেন্নাইকে ৫৪ রানে হারের স্বাদ দিল পাঞ্জাব কিংস। লিয়াম লিভিংস্টোনের অলরাউন্ড পারফরম্যান্সের কাছেই মূলত হেরেছে ধোনি-জাদেজারা। অন্য দিকে এটি পাঞ্জাবের তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয়। 

মুম্বাইয়ে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৮০ রান সংগ্রহ করে পাঞ্জাব। জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৮ ওভারে ১২৬ রানে গুটিয়ে যায় চেন্নাই। 

এদিন আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে পাঞ্জাব। ৪ রান করে ফিরে যান মায়াঙ্ক আগারওয়াল। দ্রুত ফিরে যান ভানুকা রাজাপক্ষেও (৯)। তবে এরপর দারুণ এক জুটিতে দলের হাল ধরেন শিখর ধাওয়ান ও লিয়াম লিভিংস্টোন। ৩৩ রান করা ধাওয়ানের বিদায়ে ভাঙে এ জুটি। তখন দলের রান ১০৯। দলীয় ১১৫ রানে ফেরেন লিভিংস্টোনও। ৩২ বলে ৬০ রান করেন তিনি। পরে জিতেশ শর্মার ১৭ বলে ২৬ রানে ভর করে ৮ উইকেটে ১৮০ রান করে পাঞ্জাব। 

লক্ষ্য তাড়ায় বিপর্যয়ে পড়ে চেন্নাইও। ২৩ রান তুলতেই ৪ উইকেট হারায় তারা। আম্বতি রাইডুও ফেরেন দলীয় ৩৬ রানে। এরপর মাহেন্দ্র সিং ধোনিকে নিয়ে চেন্নাইয়ের ব্যাটিংয়ের হাল ধরেন শিবম দুবে। ঝোড়ো ব্যাটিংয়ে চেন্নাইকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন তিনি। তবে দলীয় ৯৮ রানে লিভিংস্টোনের বলে শিবম ফিরলে ম্লান হয়ে যায় চেন্নাইয়ের জয়ের আশা। ৩০ বলে ৫৭ রান করেন শিবম। পরের বলেই লিভিংস্টোন ফেরান ডোয়াইন ব্রাভোকে। শেষ দিকে ২৩ রান করে ধোনি চেষ্টা করলেও তা হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। ১২৬ রানেই গুটিয়ে যায় চেন্নাই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

টাকা চুরি করতে দেখে ফেলায় দুই খালাকে হত্যা করে কিশোর: ডিবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত