আইপিএলে টানা তৃতীয় ম্যাচে হেরেছে চেন্নাই সুপার কিংস। এবার চেন্নাইকে ৫৪ রানে হারের স্বাদ দিল পাঞ্জাব কিংস। লিয়াম লিভিংস্টোনের অলরাউন্ড পারফরম্যান্সের কাছেই মূলত হেরেছে ধোনি-জাদেজারা। অন্য দিকে এটি পাঞ্জাবের তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয়।
মুম্বাইয়ে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৮০ রান সংগ্রহ করে পাঞ্জাব। জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৮ ওভারে ১২৬ রানে গুটিয়ে যায় চেন্নাই।
এদিন আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে পাঞ্জাব। ৪ রান করে ফিরে যান মায়াঙ্ক আগারওয়াল। দ্রুত ফিরে যান ভানুকা রাজাপক্ষেও (৯)। তবে এরপর দারুণ এক জুটিতে দলের হাল ধরেন শিখর ধাওয়ান ও লিয়াম লিভিংস্টোন। ৩৩ রান করা ধাওয়ানের বিদায়ে ভাঙে এ জুটি। তখন দলের রান ১০৯। দলীয় ১১৫ রানে ফেরেন লিভিংস্টোনও। ৩২ বলে ৬০ রান করেন তিনি। পরে জিতেশ শর্মার ১৭ বলে ২৬ রানে ভর করে ৮ উইকেটে ১৮০ রান করে পাঞ্জাব।
লক্ষ্য তাড়ায় বিপর্যয়ে পড়ে চেন্নাইও। ২৩ রান তুলতেই ৪ উইকেট হারায় তারা। আম্বতি রাইডুও ফেরেন দলীয় ৩৬ রানে। এরপর মাহেন্দ্র সিং ধোনিকে নিয়ে চেন্নাইয়ের ব্যাটিংয়ের হাল ধরেন শিবম দুবে। ঝোড়ো ব্যাটিংয়ে চেন্নাইকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন তিনি। তবে দলীয় ৯৮ রানে লিভিংস্টোনের বলে শিবম ফিরলে ম্লান হয়ে যায় চেন্নাইয়ের জয়ের আশা। ৩০ বলে ৫৭ রান করেন শিবম। পরের বলেই লিভিংস্টোন ফেরান ডোয়াইন ব্রাভোকে। শেষ দিকে ২৩ রান করে ধোনি চেষ্টা করলেও তা হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। ১২৬ রানেই গুটিয়ে যায় চেন্নাই।
আইপিএলে টানা তৃতীয় ম্যাচে হেরেছে চেন্নাই সুপার কিংস। এবার চেন্নাইকে ৫৪ রানে হারের স্বাদ দিল পাঞ্জাব কিংস। লিয়াম লিভিংস্টোনের অলরাউন্ড পারফরম্যান্সের কাছেই মূলত হেরেছে ধোনি-জাদেজারা। অন্য দিকে এটি পাঞ্জাবের তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয়।
মুম্বাইয়ে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৮০ রান সংগ্রহ করে পাঞ্জাব। জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৮ ওভারে ১২৬ রানে গুটিয়ে যায় চেন্নাই।
এদিন আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে পাঞ্জাব। ৪ রান করে ফিরে যান মায়াঙ্ক আগারওয়াল। দ্রুত ফিরে যান ভানুকা রাজাপক্ষেও (৯)। তবে এরপর দারুণ এক জুটিতে দলের হাল ধরেন শিখর ধাওয়ান ও লিয়াম লিভিংস্টোন। ৩৩ রান করা ধাওয়ানের বিদায়ে ভাঙে এ জুটি। তখন দলের রান ১০৯। দলীয় ১১৫ রানে ফেরেন লিভিংস্টোনও। ৩২ বলে ৬০ রান করেন তিনি। পরে জিতেশ শর্মার ১৭ বলে ২৬ রানে ভর করে ৮ উইকেটে ১৮০ রান করে পাঞ্জাব।
লক্ষ্য তাড়ায় বিপর্যয়ে পড়ে চেন্নাইও। ২৩ রান তুলতেই ৪ উইকেট হারায় তারা। আম্বতি রাইডুও ফেরেন দলীয় ৩৬ রানে। এরপর মাহেন্দ্র সিং ধোনিকে নিয়ে চেন্নাইয়ের ব্যাটিংয়ের হাল ধরেন শিবম দুবে। ঝোড়ো ব্যাটিংয়ে চেন্নাইকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন তিনি। তবে দলীয় ৯৮ রানে লিভিংস্টোনের বলে শিবম ফিরলে ম্লান হয়ে যায় চেন্নাইয়ের জয়ের আশা। ৩০ বলে ৫৭ রান করেন শিবম। পরের বলেই লিভিংস্টোন ফেরান ডোয়াইন ব্রাভোকে। শেষ দিকে ২৩ রান করে ধোনি চেষ্টা করলেও তা হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। ১২৬ রানেই গুটিয়ে যায় চেন্নাই।
এশিয়া কাপের আগে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু সেই সিরিজ পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছরে। এশিয়া কাপের আগে তাই আর কোনো সিরিজ নেই তাদের।
৩ ঘণ্টা আগেএশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ভোর থেকেই ব্যস্ততা বাড়ে মিরপুরের হোম অব ক্রিকেটের জিমে। বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি জিম থেকে মূল মাঠ, আবার সেখান থেকে পল্টনের জাতীয় স্টেডিয়াম পর্যন্ত ছুটছেন একঝাঁক ক্রিকেটার নিয়ে। উদ্দেশ্য তাঁর একটাই ক্রিকেটারদের ফিটনেসকে পোক্ত করে তোলা। ভাল
৩ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
৪ ঘণ্টা আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
৫ ঘণ্টা আগে