Ajker Patrika

২৬ বছরেই টেস্টকে বিদায় হাসারাঙ্গার

আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ১৫: ১৫
২৬ বছরেই টেস্টকে বিদায় হাসারাঙ্গার

বয়স তাঁর ২৬। এটা এমন কোনো বয়স নয় যে তিন সংস্করণের ক্রিকেটে খেলার ধকল তিনি সইতে পারবেন না। তবু এই বয়সেই সাদাপোশাকের ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।

টেস্টে অভিষেকেই ৪ উইকেট নিয়েছিলেন হাসারাঙ্গা, ব্যাট হাতে খেলেছিলেন ৫৩ বলে ৫৯ রানের ইনিংস। ২০২০ সালে দক্ষিণ আফ্রিকার সফরে সেঞ্চুরিয়নে অভিষেক টেস্টের পর আরও তিনটি টেস্ট খেলেছেন। সবশেষ টেস্টটি ছিল পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে। কিন্তু পরের তিন টেস্টের কোনোটিতেই সেভাবে আর জ্বলে উঠতে পারেননি। তাই গত দুই বছর লঙ্কান টেস্ট দলের বাইরে ছিলেন। তবে সীমিত ওভারের ক্রিকেটে যেভাবে নিজেকে দলে অপরিহার্য করে তুলেছেন, তাতে টেস্ট দলেও নিয়মিত হওয়ার একটা সম্ভাবনা তো ছিলই। কিন্তু সেদিকে না তাকিয়ে সীমিত ওভারের ক্রিকেট নিয়েই আরও মনোযোগী হতে চাইলেন। আর সে কারণেই ২৬ বছর বয়সেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন হাসারাঙ্গা। 

লেগ স্পিনিং অলরাউন্ডার হাসারাঙ্গার টেস্ট থেকে অবসরের কথা আজ জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এক বিজ্ঞপ্তিতে এসএলসি জানিয়েছে, টেস্ট ছাড়ার কথা বোর্ডকে জানিয়ে দিয়েছেন হাসারাঙ্গা। সাদা বলের ক্রিকেট নিয়ে মনোযোগী হতে এবং ক্যারিয়ারটাকে দীর্ঘ করতেই টেস্ট ছাড়ার ঘোষণা শ্রীলঙ্কার লেগ স্পিনার দিয়েছেন বলে সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

আগেভাগেই টেস্ট ছাড়ায় তাঁর বোলিং গড় ১০০.৭৫! কমপক্ষে ১০০ ওভার বোলিং করেছেন, শ্রীলঙ্কার এমন বোলারদের মধ্যে হাসারাঙ্গার চেয়ে বেশি বোলিং গড় শুধু অশোকা ডি সিলভার-১২৯.০০।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর বিষয়ে ইলন মাস্কের মন্তব্যে বিস্ময়

অবৈধভাবে ভারতে প্রবেশকালে বাংলাদেশি পুলিশ কর্মকর্তাকে আটকের দাবি বিএসএফের

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত