ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরুর আগেই নাম প্রত্যাহার করে নিচ্ছেন একের পর এক ক্রিকেটার। হ্যারি ব্রুক গতকাল নাম প্রত্যাহার করে নিয়েছেন। এবার সিরিজের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে নিজেকে সরিয়ে নিয়েছেন বিরাট কোহলি।
ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই টেস্ট খেলবেন না কোহলি। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আজ তা নিশ্চিত করেছে। একই সঙ্গে কোহলির বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করা হবে বলে উল্লেখ করেছে বিসিসিআই। কোহলির না থাকার ব্যাখ্যায় বিসিসিআই এক বিবৃতিতে বলেছে, ’ অধিনায়ক রোহিত শর্মা, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের সঙ্গে কথা বলেছেন বিরাট। দেশের হয়ে প্রতিনিধিত্ব করাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেন তিনি। তবে ব্যক্তিগত ব্যাপার চলে আসায় তার সেখানে থাকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।’ কোহলি গতকাল হায়দরাবাদে পৌঁছেছেন তবে আজ ভারতের ঐচ্ছিক অনুশীলনে ছিলেন না।
কোহলির বিকল্প কে হতে পারেন, তা অবশ্য জানায়নি। তবে ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, কোহলির বিকল্প হিসেবে প্রথম দুই টেস্টের দলে জায়গা নিতে এগিয়ে আছেন চেতেশ্বর পূজারা, রজত পতিদার, অভিমন্যু ঈশ্বরন ও সরফরাজ খান। ইংল্যান্ড লায়নসের বিপক্ষে ভারত এ দলের হয়ে দুর্দান্ত খেলেছেন রজত ও সরফরাজ। ট্যুর ম্যাচ ও প্রথম আনঅফিসিয়াল টেস্ট—দুটিতেই সেঞ্চুরি করেন রজত। সরফরাজ ফিফটি করেছেন দুই ম্যাচেই। শ্রেয়াস আইয়ার ও শুবমান গিল—আরও দুই মিডল অর্ডার ব্যাটার আছেন বিকল্প হিসেবে। উইকেটরক্ষকের জায়গায় আসতে পারেন লোকেশ রাহুল, শ্রীকর ভারত ও ধ্রুব জুড়েল। সেক্ষেত্রে রাহুলের স্বীকৃত ব্যাটার হিসেবে খেলার সম্ভাবনাই বেশি।
হায়দরাবাদে ২৫ জানুয়ারি শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এরপর ২ ফেব্রুয়ারি বিশাখাপত্তনমে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টেস্ট হবে ১৫ ফেব্রুয়ারী, ২৩ ফেব্রুয়ারী ও ৭ মার্চ। শেষ তিন টেস্টের ভেন্যু রাজকোট, রাঁচি ও ধর্মশালা। ইংল্যান্ডের বিপক্ষে ভারত অবশ্য ঘোষণা করেছে দুই টেস্টের দল।
ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরুর আগেই নাম প্রত্যাহার করে নিচ্ছেন একের পর এক ক্রিকেটার। হ্যারি ব্রুক গতকাল নাম প্রত্যাহার করে নিয়েছেন। এবার সিরিজের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে নিজেকে সরিয়ে নিয়েছেন বিরাট কোহলি।
ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই টেস্ট খেলবেন না কোহলি। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আজ তা নিশ্চিত করেছে। একই সঙ্গে কোহলির বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করা হবে বলে উল্লেখ করেছে বিসিসিআই। কোহলির না থাকার ব্যাখ্যায় বিসিসিআই এক বিবৃতিতে বলেছে, ’ অধিনায়ক রোহিত শর্মা, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের সঙ্গে কথা বলেছেন বিরাট। দেশের হয়ে প্রতিনিধিত্ব করাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেন তিনি। তবে ব্যক্তিগত ব্যাপার চলে আসায় তার সেখানে থাকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।’ কোহলি গতকাল হায়দরাবাদে পৌঁছেছেন তবে আজ ভারতের ঐচ্ছিক অনুশীলনে ছিলেন না।
কোহলির বিকল্প কে হতে পারেন, তা অবশ্য জানায়নি। তবে ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, কোহলির বিকল্প হিসেবে প্রথম দুই টেস্টের দলে জায়গা নিতে এগিয়ে আছেন চেতেশ্বর পূজারা, রজত পতিদার, অভিমন্যু ঈশ্বরন ও সরফরাজ খান। ইংল্যান্ড লায়নসের বিপক্ষে ভারত এ দলের হয়ে দুর্দান্ত খেলেছেন রজত ও সরফরাজ। ট্যুর ম্যাচ ও প্রথম আনঅফিসিয়াল টেস্ট—দুটিতেই সেঞ্চুরি করেন রজত। সরফরাজ ফিফটি করেছেন দুই ম্যাচেই। শ্রেয়াস আইয়ার ও শুবমান গিল—আরও দুই মিডল অর্ডার ব্যাটার আছেন বিকল্প হিসেবে। উইকেটরক্ষকের জায়গায় আসতে পারেন লোকেশ রাহুল, শ্রীকর ভারত ও ধ্রুব জুড়েল। সেক্ষেত্রে রাহুলের স্বীকৃত ব্যাটার হিসেবে খেলার সম্ভাবনাই বেশি।
হায়দরাবাদে ২৫ জানুয়ারি শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এরপর ২ ফেব্রুয়ারি বিশাখাপত্তনমে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টেস্ট হবে ১৫ ফেব্রুয়ারী, ২৩ ফেব্রুয়ারী ও ৭ মার্চ। শেষ তিন টেস্টের ভেন্যু রাজকোট, রাঁচি ও ধর্মশালা। ইংল্যান্ডের বিপক্ষে ভারত অবশ্য ঘোষণা করেছে দুই টেস্টের দল।
নেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সেজন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
২ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
৩ ঘণ্টা আগেভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ ফুটবল ক্লাবে (আরটিসি) খেলবেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার। একই ক্লাবের হয়ে খেলতে আজ তাঁর সঙ্গে ভুটানে গিয়েছেন স্বপ্না রানী। এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে ‘ডি’ গ্রুপে খেলবে আরটিসি। মূলত এই টুর্নামেন্টের জন্য আফঈদা-স্বপ্নাকে নিয়েছে।
৩ ঘণ্টা আগেলিওনেল মেসি তাঁর ক্যারিয়ারে কত শিরোপা জিতেছেন, সেটা তিনি যে নিজেও গুণে শেষ করতে পারবেন না। বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), আর্জেন্টিনা—যে দলের হয়েই খেলেছেন, জিতেছেন শিরোপা। পরম আরাধ্য বিশ্বকাপ জিতেছেন ২০২২ সালে। একের পর এক রেকর্ড গড়েছেন বলে ‘রেকর্ডের বরপুত্র’ উপাধিও পেয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে