Ajker Patrika

লিভিংস্টোনের দ্রুততম সেঞ্চুরি মাটি করে দিল পাকিস্তান

লিভিংস্টোনের দ্রুততম সেঞ্চুরি মাটি করে দিল পাকিস্তান

দর্শকপূর্ণ গ্যালারিতে দর্শকের মনভরানো এক ম্যাচই খেলেছে ইংল্যান্ড-পাকিস্তান। তবে ঘরের মাঠে শেষ হাসিটা হাসতে পারেনি ইংল্যান্ড। ট্রেন্ট ব্রিজে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ইংলিশদের ৩১ রানে হারিয়েছে পাকিস্তান। ইংলিশদের হয়ে দ্রুততম সেঞ্চুরি করেও দলকে জয় এনে দিতে পারেননি লিয়াম লিভিংস্টোন।

এদিন টস হেরে আগে ব্যাট করে ২৩২ রানের বড় লক্ষ্য দাঁড় করায় পাকিস্তান। টি-টোয়েন্টিতে এটি পাকিস্তানের সর্বোচ্চ রানের স্কোর। ওপেনিং জুটিই পাকিস্তানকে বড় লক্ষ্যের ভিত গড়ে দেয়। অধিনায়ক বাবর আজমকে ওপেনিং জুটিতে দারুণ সঙ্গ দেন উইকেট কিপার ব্যাটসম্যান রিজওয়ান খান। দুজনের ১৫০ রানের জুটি ভাঙে রিজওয়ানের ৪১ বলে ৬৩ রানের বিদায়ে। পাকিস্তানকে বড় লক্ষ্য পেতে সাহায্য করে শোয়েব মাকসুদ (১৯), ফখর জামান (২৬), মোহাম্মদ হাফিজের (২৪) রানের ছোট কিন্তু কার্যকরী ইনিংগুলো।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৯ অ্যাশেজের শেষ টেস্টের পর প্রথম দর্শকপূর্ণ গ্যালারিতে খেলতে নেমে সুবিধা করতে পারেননি ইংলিশ ব্যাটসম্যানরা। ট্রেন্ট ব্রিজে এদিন প্রায় ১৭ হাজার দর্শকের উপস্থিতি ছিল। দর্শক উপস্থিতিতে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে স্বাগতিকেরা। এক পাশ থেকে দারুণ আক্রমণাত্মক ব্যাটিং করেছেন লিভিংস্টোন। ইংল্যান্ডের হয়ে দ্রুততম ১৭ বলে ছুঁয়েছেন হাফ সেঞ্চুরি। সেঞ্চুরিতে পৌঁছাতেও বেশি সময় নেননি। ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৮ বলে সেঞ্চুরি করে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে কম বলে সেঞ্চুরিতে এত দিন শীর্ষে ছিলেন ডেভিড মালান।

কাল মালানকে ভালো ব্যবধানেই ছাড়িয়ে গেছেন লিভিংস্টোন। লং অন দিয়ে শাদাব খানকে ছক্কা মেরে ৪২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন এই ইংলিশ ব্যাটসম্যান। যদিও শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি তিনি। ৩.২ বলে ৩০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ের জন্য ম্যাচ সেরাও হয়েছেন এই পেসার। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত