ক্রীড়া ডেস্ক
সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের পরই নাহিদ রানা উড়াল দিয়েছেন পাকিস্তানে। সেই টেস্ট শেষ হওয়ার প্রায় দুই সপ্তাহ হয়ে গেল। তবে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এখনো তাঁর অভিষেক হয়নি। রানাকে দেখতে বাংলাদেশের ভক্ত-সমর্থকেরা অধীর আগ্রহে অপেক্ষায় থাকলেও সেটা যে ফুরোচ্ছেই না।
নাহিদ রানা পাকিস্তানে গেছেন ২৭ এপ্রিল। বাংলাদেশের পেসার পাকিস্তানে পা রাখার পর পেশোয়ার জালমি খেলেছে ৩ ম্যাচ। তবে এখনো পর্যন্ত জালমির একাদশে সুযোগ মেলেনি। কেন পেশোয়ারে সুযোগ মিলছে না রানার, এই প্রশ্নের উত্তর খুঁজতে যেতে হবে একটু পেছনে। ২২ বছর বয়সী বাংলাদেশের এই পেসারকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আংশিক পিএসএল খেলার অনাপত্তিপত্র দিয়েছে। অর্থাৎ সিলেট টেস্টের পর পিএসএল খেলার অনুমতি পেয়েছেন রানা। বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্ট শেষ হয়েছে ২৩ এপ্রিল।
রানা পাকিস্তানে পা রাখার আগেই পেশোয়ার জালমি খেলেছে ৫ ম্যাচ। বাংলাদেশের এই পেসারের বিকল্প হিসেবে নেওয়া হয় ইংল্যান্ডের বাঁহাতি পেসার লুক উডকে। সুযোগটা দারুণভাবে কাজে লাগাচ্ছেন উড। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ৬.৯৪ ইকোনমিতে ৯ উইকেট নিয়েছেন তিনি। রানা যাওয়ার পরও উডকে তাই খেলিয়েছে পেশোয়ার। এদিকে ফ্র্যাঞ্চাইজির আরেক পেসার আলজারি জোসেফ ৮ ম্যাচে ৮.৮০ ইকোনমিতে নিয়েছেন ১২ উইকেট। খরুচে বোলিংয়ের কারণে জোসেফকে বাদ দিয়ে রানাকে নেওয়া যেত।
মুলতান ক্রিকেট স্টেডিয়ামে গত রাতে মুলতান সুলতানসের বিপক্ষে গত রাতে ৩ ওভারে ২৯ রানে ১ উইকেট নিয়েছেন জোসেফ। তবে পেশোয়ারের আক্রমণাত্মক বোলিংয়ে মুলতান গুটিয়ে যায় ১০৮ রানে। উড ৩.১ ওভারে ১৮ রানে নেন ২ উইকেট। জবাবে ১৩ ওভারে ৩ উইকেটে ১১০ রান করে ফেলে পেশোয়ার। সাইম আইয়ুব ও ম্যাক্স ব্রায়ান্ট করেন ৪৯ ও ৩৮ রান। যেখানে অস্ট্রেলিয়ার ব্রায়ান্ট ২০ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৮ রান করে অপরাজিত থাকেন। পেশোয়ারে আরেক অজি ক্রিকেটার মিচেল ওয়েন করেন ২ রান। বিদেশি চার ক্রিকেটারের মধ্যে জায়গা করে নিতে হলে রানার লড়াইটা হবে বোলারদের সঙ্গেই। ব্যাটার হিসেবে পেশোয়ার কাকে খেলাবে, সেটা বিবেচিত নয়।
পেশোয়ার এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে চারটি করে ম্যাচ জিতেছে ও হেরেছে। ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচে অবস্থান করছে বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার। পয়েন্ট টেবিলের প্রথম চারে থাকা কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস ও লাহোর কালান্দার্সের পয়েন্ট ১১, ১০, ১০ ও ৯। প্লে অফে জায়গা করে নিতে হাতে থাকা দুই ম্যাচের দুটিতেই জিততে হবে বাবরদের। এখন দেখার বিষয়, রানাকে এই দুই ম্যাচ পেশোয়ার খেলায় কিনা। নাকি পেশোয়ার তাদের খরুচে পেসার জোসেফকেই পুনরায় সুযোগ দেবে?
রানাসহ বাংলাদেশের তিন ক্রিকেটার এবার পিএসএলে দল পেয়েছিলেন। লিটন দাস ও রিশাদ হোসেনকে ড্রাফট থেকে নেয় করাচি কিংস ও লাহোর কালান্দার্স। লিটন-রিশাদকে পুরো পিএসএল খেলার অনাপত্তিপত্র দেওয়া হয়েছিল। তবে চোটে পড়ায় পিএসএলে কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরতে হয় লিটনকে। আর রিশাদ এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন পিএসএলে। ৮.৭০ ইকোনমিতে নিয়েছেন ৯ উইকেট।
সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের পরই নাহিদ রানা উড়াল দিয়েছেন পাকিস্তানে। সেই টেস্ট শেষ হওয়ার প্রায় দুই সপ্তাহ হয়ে গেল। তবে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এখনো তাঁর অভিষেক হয়নি। রানাকে দেখতে বাংলাদেশের ভক্ত-সমর্থকেরা অধীর আগ্রহে অপেক্ষায় থাকলেও সেটা যে ফুরোচ্ছেই না।
নাহিদ রানা পাকিস্তানে গেছেন ২৭ এপ্রিল। বাংলাদেশের পেসার পাকিস্তানে পা রাখার পর পেশোয়ার জালমি খেলেছে ৩ ম্যাচ। তবে এখনো পর্যন্ত জালমির একাদশে সুযোগ মেলেনি। কেন পেশোয়ারে সুযোগ মিলছে না রানার, এই প্রশ্নের উত্তর খুঁজতে যেতে হবে একটু পেছনে। ২২ বছর বয়সী বাংলাদেশের এই পেসারকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আংশিক পিএসএল খেলার অনাপত্তিপত্র দিয়েছে। অর্থাৎ সিলেট টেস্টের পর পিএসএল খেলার অনুমতি পেয়েছেন রানা। বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্ট শেষ হয়েছে ২৩ এপ্রিল।
রানা পাকিস্তানে পা রাখার আগেই পেশোয়ার জালমি খেলেছে ৫ ম্যাচ। বাংলাদেশের এই পেসারের বিকল্প হিসেবে নেওয়া হয় ইংল্যান্ডের বাঁহাতি পেসার লুক উডকে। সুযোগটা দারুণভাবে কাজে লাগাচ্ছেন উড। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ৬.৯৪ ইকোনমিতে ৯ উইকেট নিয়েছেন তিনি। রানা যাওয়ার পরও উডকে তাই খেলিয়েছে পেশোয়ার। এদিকে ফ্র্যাঞ্চাইজির আরেক পেসার আলজারি জোসেফ ৮ ম্যাচে ৮.৮০ ইকোনমিতে নিয়েছেন ১২ উইকেট। খরুচে বোলিংয়ের কারণে জোসেফকে বাদ দিয়ে রানাকে নেওয়া যেত।
মুলতান ক্রিকেট স্টেডিয়ামে গত রাতে মুলতান সুলতানসের বিপক্ষে গত রাতে ৩ ওভারে ২৯ রানে ১ উইকেট নিয়েছেন জোসেফ। তবে পেশোয়ারের আক্রমণাত্মক বোলিংয়ে মুলতান গুটিয়ে যায় ১০৮ রানে। উড ৩.১ ওভারে ১৮ রানে নেন ২ উইকেট। জবাবে ১৩ ওভারে ৩ উইকেটে ১১০ রান করে ফেলে পেশোয়ার। সাইম আইয়ুব ও ম্যাক্স ব্রায়ান্ট করেন ৪৯ ও ৩৮ রান। যেখানে অস্ট্রেলিয়ার ব্রায়ান্ট ২০ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৮ রান করে অপরাজিত থাকেন। পেশোয়ারে আরেক অজি ক্রিকেটার মিচেল ওয়েন করেন ২ রান। বিদেশি চার ক্রিকেটারের মধ্যে জায়গা করে নিতে হলে রানার লড়াইটা হবে বোলারদের সঙ্গেই। ব্যাটার হিসেবে পেশোয়ার কাকে খেলাবে, সেটা বিবেচিত নয়।
পেশোয়ার এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে চারটি করে ম্যাচ জিতেছে ও হেরেছে। ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচে অবস্থান করছে বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার। পয়েন্ট টেবিলের প্রথম চারে থাকা কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস ও লাহোর কালান্দার্সের পয়েন্ট ১১, ১০, ১০ ও ৯। প্লে অফে জায়গা করে নিতে হাতে থাকা দুই ম্যাচের দুটিতেই জিততে হবে বাবরদের। এখন দেখার বিষয়, রানাকে এই দুই ম্যাচ পেশোয়ার খেলায় কিনা। নাকি পেশোয়ার তাদের খরুচে পেসার জোসেফকেই পুনরায় সুযোগ দেবে?
রানাসহ বাংলাদেশের তিন ক্রিকেটার এবার পিএসএলে দল পেয়েছিলেন। লিটন দাস ও রিশাদ হোসেনকে ড্রাফট থেকে নেয় করাচি কিংস ও লাহোর কালান্দার্স। লিটন-রিশাদকে পুরো পিএসএল খেলার অনাপত্তিপত্র দেওয়া হয়েছিল। তবে চোটে পড়ায় পিএসএলে কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরতে হয় লিটনকে। আর রিশাদ এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন পিএসএলে। ৮.৭০ ইকোনমিতে নিয়েছেন ৯ উইকেট।
বার্সেলোনা না ইন্টার মিলান—সেমিফাইনালের বাধা উতরে কে উঠবে ফাইনালে। বাজির দরে বার্সেলোনা ফেবারিট। উইলিয়াম হিল কিংবা বেটএমজিএম—দুই বাজিকর প্রতিষ্ঠানে বাজির দরে ইন্টারের চেয়ে ঢের এগিয়ে বার্সেলোনা...
৩৪ মিনিট আগে২০২৫ আইপিএল শেষ ভাগে চলে এসেছে। টুর্নামেন্টের ফাইনাল হতে আর ২০ দিনও বাকি নেই। এমন সময়ে মোহাম্মদ শামিকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এমনকি ১ কোটি রুপিও দাবি করা হয়েছে।
২ ঘণ্টা আগে২০২৪-এর ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে কাঁপিয়ে দিয়েছিলেন আমির জাঙ্গু। ওয়ানডে অভিষেকেই করেছিলেন সেঞ্চুরি। অভিষেকে দুর্দান্ত খেলা এই বাঁহাতি ব্যাটারকে নিয়ে ইংল্যান্ড-আয়ারল্যান্ড সিরিজ খেলতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ।
২ ঘণ্টা আগেফুটবল নিয়ে বাংলাদেশের ভক্ত-সমর্থকদের আগ্রহ এখন তুঙ্গে। আর বাংলাদেশ ফুটবল দলের পরবর্তী ম্যাচ হতে এখনো ৩৫ দিন বাকি। সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচে টিকিটের দাম কেমন হতে পারে, সে ব্যাপারে ধারণা দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ফাহাদ করিম।
৩ ঘণ্টা আগে