মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে শুরু থেকেই বাংলাদেশ করে এসেছে একের পর এক রেকর্ড। পাল্লা দিয়ে গড়া রেকর্ডগুলো আজ পূর্ণতা পেল চতুর্থ দিনে। নিজেদের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রানে জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ। স্বাগতিকদের রেকর্ড ব্যবধানে জয়ের কৃতিত্ব নাজমুল হোসেন শান্তকে দিচ্ছেন অধিনায়ক লিটন দাস।
বাংলাদেশের দেওয়া ৬৬২ রানের লক্ষ্যে গতকাল তৃতীয় দিনেই আফগানিস্তান হারায় ২ উইকেট। তাসকিন আহমেদ-শরীফুল ইসলামদের আক্রমণাত্মক বোলিংয়ে আফগানদের ইনিংস আজ থেমে গেছে ১১৫ রানে। ৫৪৬ রানে জিতে টেস্ট ইতিহাসে নিজেদের সর্বোচ্চ রানে জিতল বাংলাদেশ। স্বাগতিকদের এই বিশাল জয়ে ম্যাচ-সেরা হয়েছেন জোড়া সেঞ্চুরি করা শান্ত। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার করেছেন ২৭০ রান। আর আফগানরা এই টেস্টে করেছে ২৬১ রান। দুর্দান্ত এই জয়ে শান্তকে প্রশংসায় ভাসিয়েছেন লিটন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘যেভাবে তারা পুরো ম্যাচে খেলেছে, তাতে আমি ভীষণ খুশি। এত গরমে তা সহজ ছিল না। কৃতিত্ব আমাদের ব্যাটারদের, বিশেষ করে শান্ত। দুই ইনিংসেই সে দারুণ ব্যাটিং করেছে।’
আফগানিস্তানের বিপক্ষে জোড়া সেঞ্চুরি করে শান্ত বসেছেন মুমিনুল হকের রেকর্ডের পাশে। দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন শান্ত। দারুণ এই ফর্ম ধরে রাখতে চান বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার, ‘ম্যাচ জেতা এবং নিজের ব্যাটিং নিয়ে আমি বেশ খুশি। সেঞ্চুরির পর আমরা (শান্ত, মুমিনুল) এ নিয়ে কথা বলছিলাম। তিনি (মুমিনুল) আমাকে স্বাগত জানিয়েছেন। খেলোয়াড় হিসেবে আমাদের সব সংস্করণেই ফর্ম ধরে রাখতে হবে। আমার পরিকল্পনা ছিল স্পষ্ট। আরও কঠোর পরিশ্রম করতে হবে এবং ব্যাটিং ফর্ম ধরে রাখতে হবে।’
মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে শুরু থেকেই বাংলাদেশ করে এসেছে একের পর এক রেকর্ড। পাল্লা দিয়ে গড়া রেকর্ডগুলো আজ পূর্ণতা পেল চতুর্থ দিনে। নিজেদের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রানে জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ। স্বাগতিকদের রেকর্ড ব্যবধানে জয়ের কৃতিত্ব নাজমুল হোসেন শান্তকে দিচ্ছেন অধিনায়ক লিটন দাস।
বাংলাদেশের দেওয়া ৬৬২ রানের লক্ষ্যে গতকাল তৃতীয় দিনেই আফগানিস্তান হারায় ২ উইকেট। তাসকিন আহমেদ-শরীফুল ইসলামদের আক্রমণাত্মক বোলিংয়ে আফগানদের ইনিংস আজ থেমে গেছে ১১৫ রানে। ৫৪৬ রানে জিতে টেস্ট ইতিহাসে নিজেদের সর্বোচ্চ রানে জিতল বাংলাদেশ। স্বাগতিকদের এই বিশাল জয়ে ম্যাচ-সেরা হয়েছেন জোড়া সেঞ্চুরি করা শান্ত। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার করেছেন ২৭০ রান। আর আফগানরা এই টেস্টে করেছে ২৬১ রান। দুর্দান্ত এই জয়ে শান্তকে প্রশংসায় ভাসিয়েছেন লিটন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘যেভাবে তারা পুরো ম্যাচে খেলেছে, তাতে আমি ভীষণ খুশি। এত গরমে তা সহজ ছিল না। কৃতিত্ব আমাদের ব্যাটারদের, বিশেষ করে শান্ত। দুই ইনিংসেই সে দারুণ ব্যাটিং করেছে।’
আফগানিস্তানের বিপক্ষে জোড়া সেঞ্চুরি করে শান্ত বসেছেন মুমিনুল হকের রেকর্ডের পাশে। দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন শান্ত। দারুণ এই ফর্ম ধরে রাখতে চান বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার, ‘ম্যাচ জেতা এবং নিজের ব্যাটিং নিয়ে আমি বেশ খুশি। সেঞ্চুরির পর আমরা (শান্ত, মুমিনুল) এ নিয়ে কথা বলছিলাম। তিনি (মুমিনুল) আমাকে স্বাগত জানিয়েছেন। খেলোয়াড় হিসেবে আমাদের সব সংস্করণেই ফর্ম ধরে রাখতে হবে। আমার পরিকল্পনা ছিল স্পষ্ট। আরও কঠোর পরিশ্রম করতে হবে এবং ব্যাটিং ফর্ম ধরে রাখতে হবে।’
ওয়ানডে সিরিজ জয়ের ছন্দ ধরে রেখেই চার দিনের ম্যাচও শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিন শেষে ৮ উইকেটে ২২৬ রান তুলেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। খালেদ আহমেদ-এনামুল হকদের তোপেরমুখে ১০১ রানেই ৬ উইকেট হারিয়েছিল সফরকারীরা। সপ্তম উইকেটে মিচেল হে ও ডিন ফক্সফোর্ডের প্রতিরোধে...
১ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মাঝে পড়ে গিয়েছিলেন মোস্তাফিজুর রহমান! ভারত-পাকিস্তান সংঘাতের রেশে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফের শুরু হচ্ছে। শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগও (পিএসএল)। দুই ফ্র্যাঞ্চাইজি লিগ থেকেই প্রস্তাব এসেছিল মোস্তাফিজের কাছে। শেষ পর্যন্ত তিনি সাড়া দিয়েছেন তাঁর পুরোনো...
২ ঘণ্টা আগেইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শেষ দিকে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। আইপিএলের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লিখিত মোস্তাফিজের পারিশ্রমিক চোখ কপালে তোলার মতো! বিবৃতিতে জানানো হয়েছে, ৬ কোটি রুপিতে রুপি (প্রায় ৮ কোটি টাকা) মোস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি।
৩ ঘণ্টা আগেবাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের ওয়ানডে সিরিজে রোমাঞ্চ ছাড়া যেন চলছেই না। রাজশাহীতে পরশু প্রথম ওয়ানডেতে বাংলাদেশ পেয়েছিল ৩ উইকেটের রুদ্ধশ্বাস জয়। একই মাঠে আজ দ্বিতীয় ওয়ানডেতেও রোমাঞ্চ ছড়িয়েছে শেষ পর্যন্ত। ম্যাচে শেষ হাসি হেসেছে বাংলাদেশ।
৪ ঘণ্টা আগে