ফরাসি ভাষায় ‘দেজা ভ্যু’ কথার অর্থ ‘আগেই দেখা বা পূর্বপরিচিত’। খুব কম মানুষ পাওয়া যাবে, যাদের জীবনে এমন ঘটনা ঘটেনি। হঠাৎ কোনো ঘটনা বা দৃশ্যকে পূর্বে দেখা বা পরিচিত লাগতে পারে যেকোনো সময়। কালেভদ্রে হলেও ক্রীড়াজগতেও এমন আশ্চর্য ঘটনা ঘটে। তেমন এক ঘটনাই ঘটল গতকাল বুধবার রাতে, এশিয়া কাপের সুপার ফোরে আফগানিস্তানের বিপক্ষে শেষ ওভারে টানা দুই ছয় হাঁকিয়ে পাকিস্তানের জয় পাওয়া ম্যাচে।
অতীতের দিকে ফেরা যাক। ২০১৪ সালে মিরপুরে ভারতের বিপক্ষে জয়ের জন্য পাকিস্তানের শেষ ওভারে দরকার ছিল ১০ রান। হাতে ছিল মাত্র ১ উইকেট। ভরসা বলতে শহীদ আফ্রিদি। অসাধ্য সাধনটাই করেন তিনি। শেষ ওভার করতে এসে প্রথম বলে রবিচন্দ্রন অশ্বিন ফেরান সাঈদ আজমলকে। তাতে জয়ের পাল্লা ঝুঁকে পড়ে ভারতের দিকে। তবে সব হিসাব-নিকাশ চুকিয়ে দেন আফ্রিদি। তৃতীয় ও চতুর্থ বলে টানা দুই ছয় হাঁকিয়ে পাকিস্তানকে জয় এনে দেন তিনি।
সেই ম্যাচে ম্যাচ-সেরা হয়েছিলেন মোহাম্মদ হাফিজ। এবার আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের শেষ ওভারের জয়ে দেজা ভ্যুর কথাটা মনে করিয়ে দিলেন তিনি। টুইটারে পাকিস্তানি অলরাউন্ডার লেখেন, ‘ওয়াও নাসিম শাহ। কী পারফরম্যান্স.. ২ ছক্কা আমাকে মনে করিয়ে দিল শহীদ আফ্রিদির ২০১৪ সালের সেই ম্যাচ। দেজা ভ্যু।’
এবারও সেই এশিয়া কাপ। তবে প্রতিপক্ষ আফগানিস্তান এবং ভেন্যু শারজাহ। ফাইনালে ওঠার জন্য শেষ ৬ বলে পাকিস্তানের দরকার ছিল ১১ রান। আর আফগানিস্তানের দরকার ছিল ১ উইকেট। ফজলহক ফারুকীর প্রথম দুই ফুলটসে দুই ছক্কা হাঁকিয়ে আফগানদের জয় ছিনিয়ে নেন নাসিম শাহ।
২০১৮ সালের এশিয়া কাপ, ২০১৯ সালের বিশ্বকাপ, ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর গতকাল বুধবার এশিয়া কাপে আরেকবার আফগানদের মুখ থেকে জয় চুরি করে নিল পাকিস্তান।
ফরাসি ভাষায় ‘দেজা ভ্যু’ কথার অর্থ ‘আগেই দেখা বা পূর্বপরিচিত’। খুব কম মানুষ পাওয়া যাবে, যাদের জীবনে এমন ঘটনা ঘটেনি। হঠাৎ কোনো ঘটনা বা দৃশ্যকে পূর্বে দেখা বা পরিচিত লাগতে পারে যেকোনো সময়। কালেভদ্রে হলেও ক্রীড়াজগতেও এমন আশ্চর্য ঘটনা ঘটে। তেমন এক ঘটনাই ঘটল গতকাল বুধবার রাতে, এশিয়া কাপের সুপার ফোরে আফগানিস্তানের বিপক্ষে শেষ ওভারে টানা দুই ছয় হাঁকিয়ে পাকিস্তানের জয় পাওয়া ম্যাচে।
অতীতের দিকে ফেরা যাক। ২০১৪ সালে মিরপুরে ভারতের বিপক্ষে জয়ের জন্য পাকিস্তানের শেষ ওভারে দরকার ছিল ১০ রান। হাতে ছিল মাত্র ১ উইকেট। ভরসা বলতে শহীদ আফ্রিদি। অসাধ্য সাধনটাই করেন তিনি। শেষ ওভার করতে এসে প্রথম বলে রবিচন্দ্রন অশ্বিন ফেরান সাঈদ আজমলকে। তাতে জয়ের পাল্লা ঝুঁকে পড়ে ভারতের দিকে। তবে সব হিসাব-নিকাশ চুকিয়ে দেন আফ্রিদি। তৃতীয় ও চতুর্থ বলে টানা দুই ছয় হাঁকিয়ে পাকিস্তানকে জয় এনে দেন তিনি।
সেই ম্যাচে ম্যাচ-সেরা হয়েছিলেন মোহাম্মদ হাফিজ। এবার আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের শেষ ওভারের জয়ে দেজা ভ্যুর কথাটা মনে করিয়ে দিলেন তিনি। টুইটারে পাকিস্তানি অলরাউন্ডার লেখেন, ‘ওয়াও নাসিম শাহ। কী পারফরম্যান্স.. ২ ছক্কা আমাকে মনে করিয়ে দিল শহীদ আফ্রিদির ২০১৪ সালের সেই ম্যাচ। দেজা ভ্যু।’
এবারও সেই এশিয়া কাপ। তবে প্রতিপক্ষ আফগানিস্তান এবং ভেন্যু শারজাহ। ফাইনালে ওঠার জন্য শেষ ৬ বলে পাকিস্তানের দরকার ছিল ১১ রান। আর আফগানিস্তানের দরকার ছিল ১ উইকেট। ফজলহক ফারুকীর প্রথম দুই ফুলটসে দুই ছক্কা হাঁকিয়ে আফগানদের জয় ছিনিয়ে নেন নাসিম শাহ।
২০১৮ সালের এশিয়া কাপ, ২০১৯ সালের বিশ্বকাপ, ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর গতকাল বুধবার এশিয়া কাপে আরেকবার আফগানদের মুখ থেকে জয় চুরি করে নিল পাকিস্তান।
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
২ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
৭ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৮ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
৮ ঘণ্টা আগে