Ajker Patrika

খেলা দেখাতে চ্যানেল খুলবে বিসিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ মে ২০২৩, ২৩: ০৪
খেলা দেখাতে চ্যানেল খুলবে বিসিবি

হোম সিরিজের খেলা দেখতে সমস্যায় পড়তে হয় না বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের। টেস্ট মর্যাদা পাওয়ার পর সব সিরিজই কোনো না কোনো টিভি চ্যানেল সম্প্রচার করেছে। গত তিন বছরে সমস্যাটা তৈরি হচ্ছে শুধু অ্যাওয়ে সিরিজে। এবারও যেমন ইংল্যান্ড চলমান বাংলাদেশ ও আয়ারল্যান্ডের সিরিজ সম্প্রচার করছে না বাংলাদেশের কোনো চ্যানেল।

যাদের কাছে আয়োজক বোর্ড সিরিজের সম্প্রচার স্বত্ব বিক্রি করেছে, তাদের থেকে বাংলাদেশের কোনো টিভি চ্যানেল সম্প্রচার স্বত্ব কিনতে পারেনি। যার কারণে বাংলাদেশ থেকে সমর্থকদের খুঁজতে হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম। বারবার যখন এমনটি ঘটছে, তখন একটু নড়েচড়ে বসার ইঙ্গিত দিয়ে রাখল বিসিবি। নিজেরাই চ্যানেল চালু করার কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

আজ চেমসফোর্ডে পাপন সাংবাদিকদের বলেন, ‘একবার-দুবার হয়েছে, তৃতীয়বার আমরা তো আর অপেক্ষা করতে পারব না। আমরা যে চাই তা না। ওরা যদি না দেখায়। কোনো উপায় না থাকলে আমরা-বিসিবি চালু করব চ্যানেল। চ্যানেলে সবগুলো খেলা দেখাবে, আমাদের যত খেলা আছে। ঘরোয়া লিগ–সব।’

পাপন বলেন, ‘সম্প্রচারের বিষয়টা পুরোপুরি নির্ভর করে হোস্ট (আয়োজক) বোর্ডের ওপর। আমরাও চাই বাংলাদেশের সমর্থকেরা খেলা দেখুক। তারাই এটার চূড়ান্ত করে। আমাদের তেমন কিছু করার থাকে না। বাংলাদেশের কোনো চ্যানেলকে তো কিনতে হবে। যদি না কেনে, ওরা যদি ফ্রি না দেখাতে দেয়, তাহলে তো কিছু করার থাকে না।’

এর আগেও এমন ঘটনার কারণে, উত্তরণের উপায় বের করতে বোর্ড কর্তারা আলোচনায়ও বসেছিলেন বলে জানান পাপন। তিনি বলেন, ‘আমরা আলোচনায় বসেছিলাম। আমাদের হাতে দুটা অপশন আছে। আমাদের ইউটিউবে খেলা দেখানো। আর না হয় টিভি চ্যানেল খোলা।’ এরপরই বোর্ড সভাপতি বলেন, ‘আমরা যদি এখন আবেদন করি, সবাই বলবে আমরা খেলা দেখাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

সশস্ত্র বাহিনীর সদস্যদের নতুন বেতন নির্ধারণে কমিটি

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

এক ভারতীয়র কারণে যুক্তরাষ্ট্রে বন্ধ হলো ট্রাকচালকদের ভিসা

সরকারি-আধা সরকারি-স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানের দপ্তর থাকবে সমন্বিত ভবনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত