নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হোম সিরিজের খেলা দেখতে সমস্যায় পড়তে হয় না বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের। টেস্ট মর্যাদা পাওয়ার পর সব সিরিজই কোনো না কোনো টিভি চ্যানেল সম্প্রচার করেছে। গত তিন বছরে সমস্যাটা তৈরি হচ্ছে শুধু অ্যাওয়ে সিরিজে। এবারও যেমন ইংল্যান্ড চলমান বাংলাদেশ ও আয়ারল্যান্ডের সিরিজ সম্প্রচার করছে না বাংলাদেশের কোনো চ্যানেল।
যাদের কাছে আয়োজক বোর্ড সিরিজের সম্প্রচার স্বত্ব বিক্রি করেছে, তাদের থেকে বাংলাদেশের কোনো টিভি চ্যানেল সম্প্রচার স্বত্ব কিনতে পারেনি। যার কারণে বাংলাদেশ থেকে সমর্থকদের খুঁজতে হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম। বারবার যখন এমনটি ঘটছে, তখন একটু নড়েচড়ে বসার ইঙ্গিত দিয়ে রাখল বিসিবি। নিজেরাই চ্যানেল চালু করার কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
আজ চেমসফোর্ডে পাপন সাংবাদিকদের বলেন, ‘একবার-দুবার হয়েছে, তৃতীয়বার আমরা তো আর অপেক্ষা করতে পারব না। আমরা যে চাই তা না। ওরা যদি না দেখায়। কোনো উপায় না থাকলে আমরা-বিসিবি চালু করব চ্যানেল। চ্যানেলে সবগুলো খেলা দেখাবে, আমাদের যত খেলা আছে। ঘরোয়া লিগ–সব।’
পাপন বলেন, ‘সম্প্রচারের বিষয়টা পুরোপুরি নির্ভর করে হোস্ট (আয়োজক) বোর্ডের ওপর। আমরাও চাই বাংলাদেশের সমর্থকেরা খেলা দেখুক। তারাই এটার চূড়ান্ত করে। আমাদের তেমন কিছু করার থাকে না। বাংলাদেশের কোনো চ্যানেলকে তো কিনতে হবে। যদি না কেনে, ওরা যদি ফ্রি না দেখাতে দেয়, তাহলে তো কিছু করার থাকে না।’
এর আগেও এমন ঘটনার কারণে, উত্তরণের উপায় বের করতে বোর্ড কর্তারা আলোচনায়ও বসেছিলেন বলে জানান পাপন। তিনি বলেন, ‘আমরা আলোচনায় বসেছিলাম। আমাদের হাতে দুটা অপশন আছে। আমাদের ইউটিউবে খেলা দেখানো। আর না হয় টিভি চ্যানেল খোলা।’ এরপরই বোর্ড সভাপতি বলেন, ‘আমরা যদি এখন আবেদন করি, সবাই বলবে আমরা খেলা দেখাব।’
হোম সিরিজের খেলা দেখতে সমস্যায় পড়তে হয় না বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের। টেস্ট মর্যাদা পাওয়ার পর সব সিরিজই কোনো না কোনো টিভি চ্যানেল সম্প্রচার করেছে। গত তিন বছরে সমস্যাটা তৈরি হচ্ছে শুধু অ্যাওয়ে সিরিজে। এবারও যেমন ইংল্যান্ড চলমান বাংলাদেশ ও আয়ারল্যান্ডের সিরিজ সম্প্রচার করছে না বাংলাদেশের কোনো চ্যানেল।
যাদের কাছে আয়োজক বোর্ড সিরিজের সম্প্রচার স্বত্ব বিক্রি করেছে, তাদের থেকে বাংলাদেশের কোনো টিভি চ্যানেল সম্প্রচার স্বত্ব কিনতে পারেনি। যার কারণে বাংলাদেশ থেকে সমর্থকদের খুঁজতে হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম। বারবার যখন এমনটি ঘটছে, তখন একটু নড়েচড়ে বসার ইঙ্গিত দিয়ে রাখল বিসিবি। নিজেরাই চ্যানেল চালু করার কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
আজ চেমসফোর্ডে পাপন সাংবাদিকদের বলেন, ‘একবার-দুবার হয়েছে, তৃতীয়বার আমরা তো আর অপেক্ষা করতে পারব না। আমরা যে চাই তা না। ওরা যদি না দেখায়। কোনো উপায় না থাকলে আমরা-বিসিবি চালু করব চ্যানেল। চ্যানেলে সবগুলো খেলা দেখাবে, আমাদের যত খেলা আছে। ঘরোয়া লিগ–সব।’
পাপন বলেন, ‘সম্প্রচারের বিষয়টা পুরোপুরি নির্ভর করে হোস্ট (আয়োজক) বোর্ডের ওপর। আমরাও চাই বাংলাদেশের সমর্থকেরা খেলা দেখুক। তারাই এটার চূড়ান্ত করে। আমাদের তেমন কিছু করার থাকে না। বাংলাদেশের কোনো চ্যানেলকে তো কিনতে হবে। যদি না কেনে, ওরা যদি ফ্রি না দেখাতে দেয়, তাহলে তো কিছু করার থাকে না।’
এর আগেও এমন ঘটনার কারণে, উত্তরণের উপায় বের করতে বোর্ড কর্তারা আলোচনায়ও বসেছিলেন বলে জানান পাপন। তিনি বলেন, ‘আমরা আলোচনায় বসেছিলাম। আমাদের হাতে দুটা অপশন আছে। আমাদের ইউটিউবে খেলা দেখানো। আর না হয় টিভি চ্যানেল খোলা।’ এরপরই বোর্ড সভাপতি বলেন, ‘আমরা যদি এখন আবেদন করি, সবাই বলবে আমরা খেলা দেখাব।’
ম্যাচের শুরুতে যেন খোলসের মধ্যেই থেকেছেন বাংলাদেশ দলের খেলোয়াড়েরা। এই সুযোগে মাঝমাঠের দল ছিল ভারতীয় দলের। এ সময়ে একের পর এক আক্রমণে গেছে তারা। এর ফলও পেয়েছে ভারতের মেয়েরা। ১৪ মিনিটে গোল করে ম্যাচে এগিয়ে যায় ভারত।
১ ঘণ্টা আগেবেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ আয়োজন নিয়ে শঙ্কাটা কাজ করছিল অনেক দিন ধরেই। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। বেঙ্গালুরুতে হচ্ছে না এবারের নারী ওয়ানডে বিশ্বকাপের কোনো ম্যাচ।
১ ঘণ্টা আগেমাঠে নামলেই ম্যাথু ব্রিটজকের ব্যাট ছোটে তরবারির মতো। প্রতিপক্ষ, ভেন্যু যা-ই হোক না কেন, তিনি রানের বন্যা বইয়ে দেন। ২৬ বছর বয়সী দক্ষিণ আফ্রিকার ব্যাটার আজ যে রেকর্ড গড়েছেন, সেটা আর কেউ করতে পারেননি।
৩ ঘণ্টা আগেমাঝে মধ্যে উড়ে এসে জুড়ে বসার মতো কেউ কেউ চ্যাম্পিয়ন হয়ে গেলেও জার্মানির বুন্দেসলিগা মানেই বায়ার্ন মিউনিখের অবিসংবাদিত শ্রেষ্ঠত্ব। আজ থেকে শুরু হতে যাওয়া নতুন মৌসুমের বুন্দেসলিগাতেও কি চলবে বায়ার্নের রাজত্ব! এটি হবে বুন্দেসলিগার ৬৩তম মৌসুম।
৩ ঘণ্টা আগে