Ajker Patrika

আমিরাতের অভিজ্ঞতা এবার এশিয়া কাপে কাজে লাগাতে চান জ্যোতিরা

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৪: ১৮
আমিরাতের অভিজ্ঞতা এবার এশিয়া কাপে কাজে লাগাতে চান জ্যোতিরা

সংযুক্ত আরব আমিরাত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব চ্যাম্পিয়ন হয়ে  আজ সকালে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এবার বাংলাদেশের লক্ষ্য ঘরের মাঠে এশিয়া কাপ। নিগার সুলতানা জ্যোতি মনে করেন, আমিরাতের এই অভিজ্ঞতা আগামী এশিয়া কাপে কাজে লাগানো সম্ভব।

এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনালে আয়ারল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। পাঁচ ম্যাচের পাঁচটিতেই জেতে বাংলাদেশ। তাতে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছেন জ্যোতি-সালমা খাতুনরা। জ্যোতির মতে, আমিরাতে তাঁদের এবারের প্রস্তুতি ভালো হয়েছে।  আর এবারের এশিয়া কাপ হচ্ছে  টি-টোয়েন্টি সংস্করণে।

বিশ্বকাপ বাছাইয়ের অধিকাংশ ক্রিকেটার আছেন এশিয়া কাপ স্কোয়াডে। বিমানবন্দরে সাংবাদিকদের নারী ক্রিকেট দলের অধিনায়ক বলেছেন, ‘আমি বলব আমাদের জন্য সেরা প্রস্তুতি ছিল। কারণ ম্যাচ প্রস্তুতির ওপর কোনো ভালো প্রস্তুতি হতে পারে না। কারণ এশিয়া কাপের আগে আমরা একই সংস্করণে খেলে এসেছি। এটা আমাদের অনেক সাহায্য করবে। কারণ কমবেশি আমরা কিন্তু একই দল পাচ্ছি। আমরা সবাই কিন্তু একসঙ্গে খেলেছি। এশিয়া কাপে যদি দলের এই সমন্বয় ধরে রাখতে পারি, আমার মনে হয় ভালো কিছু সম্ভব।’

আগামী ১ অক্টোবর সিলেটে শুরু হবে নারী এশিয়া কাপ। প্রথম দিনই থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের শিরোপা ধরে রাখার মিশন। ২০১৮ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত  ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। স্বাগতিক বাংলাদেশসহ এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত