মাউন্ট মঙ্গানুইয়ে সকালের প্রথম ঘণ্টায় দারুণ বোলিং করেন বাংলাদেশের পেস ত্রয়ী। তাতে অনেকটা খোলসে ঢুকে পড়েন নিউজিল্যান্ড ব্যাটাররা। দিনের বাকি অংশটায় তাঁদের বোলিং দেখে অবশ্য সেটা বিশ্বাস করার উপায় নেই।
সময় যত গড়িয়েছে, বে ওভালের উইকেট তার সবুজাভ চেহারা হারিয়েছে, যেটা দেখে তিন পেসার নিয়ে নামার সাহস দেখিয়েছিল বাংলাদেশ। উইকেটের সবুজাভ চেহারা পাল্টানোর সঙ্গে সঙ্গে সুইং-বাউন্স দুটোই কমেছে। শুকানো উইকেটে লাইন-লেংথের ওপর তাই ভরসা করতে হয় শরিফুল ইসলাম-তাসকিন আহমেদদের।
আজ বাংলাদেশের দিনের সেরা বোলার শরিফুল। প্রথম ঘণ্টায় যে উইকেটের কথা হচ্ছিল, সেখানে ভীতি ছড়ালেও উইকেট নিতে পারেননি তাসকিন আর ইবাদত। একমাত্র টম ল্যাথামের উইকেটটি নেন শরিফুল। পরে বিদায় সিরিজে খেলতে নামা রস টেলরকেও ফেরান তিনি।
দিনের খেলা শেষে শরিফুলও সকালের প্রথম ঘণ্টার কথাই বললেন, ‘প্রথম ঘণ্টায় বোলিং করে ভালো লেগেছে। নতুন বলে মুভমেন্ট ও ভালো সুইং ছিল। দারুণ উপভোগ করেছি। লাঞ্চের পর উইকেট ভিন্ন ছিল। একটু ফ্ল্যাট হয়ে গিয়েছিল, বল সোজা যাচ্ছিল। যখন দেখছি যে উইকেট ফ্ল্যাট হয়ে গেছে, আমরা লাইন-লেংথ ঠিক রেখে বল করার চেষ্টা করেছি, যাতে ব্যাটারদের স্কোর করা একটু কঠিন হয়।’
দিনের খেলার শেষ দিকে দ্রুত ২ উইকেট নিয়ে দিনটা পুরোপুরি নিউজিল্যান্ডের হতে দেয়নি বাংলাদেশ। সেঞ্চুরি পূর্ণ করে দারুণ ব্যাট করতে থাকা ডেভন কনওয়েকে ফেরানোয় স্বস্তি ফেরে বাংলাদেশ দলে। ৫ উইকেটে ২৫৮ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে কিউইরা।
দ্বিতীয় দিনে তাদের দ্রুত অলআউট করতে চান জানিয়ে শরিফুল বলেছেন, ‘কনওয়ের উইকেটটা গুরুত্বপূর্ণ ছিল। সে ভালো খেলছিল। এটা দলের জন্য খুব ভালো হয়েছে, আমরা এটা ধরে রাখার চেষ্টা করব। দ্রুত উইকেট নিয়ে তাদের অলআউট করতে চাই।’
মাউন্ট মঙ্গানুইয়ে সকালের প্রথম ঘণ্টায় দারুণ বোলিং করেন বাংলাদেশের পেস ত্রয়ী। তাতে অনেকটা খোলসে ঢুকে পড়েন নিউজিল্যান্ড ব্যাটাররা। দিনের বাকি অংশটায় তাঁদের বোলিং দেখে অবশ্য সেটা বিশ্বাস করার উপায় নেই।
সময় যত গড়িয়েছে, বে ওভালের উইকেট তার সবুজাভ চেহারা হারিয়েছে, যেটা দেখে তিন পেসার নিয়ে নামার সাহস দেখিয়েছিল বাংলাদেশ। উইকেটের সবুজাভ চেহারা পাল্টানোর সঙ্গে সঙ্গে সুইং-বাউন্স দুটোই কমেছে। শুকানো উইকেটে লাইন-লেংথের ওপর তাই ভরসা করতে হয় শরিফুল ইসলাম-তাসকিন আহমেদদের।
আজ বাংলাদেশের দিনের সেরা বোলার শরিফুল। প্রথম ঘণ্টায় যে উইকেটের কথা হচ্ছিল, সেখানে ভীতি ছড়ালেও উইকেট নিতে পারেননি তাসকিন আর ইবাদত। একমাত্র টম ল্যাথামের উইকেটটি নেন শরিফুল। পরে বিদায় সিরিজে খেলতে নামা রস টেলরকেও ফেরান তিনি।
দিনের খেলা শেষে শরিফুলও সকালের প্রথম ঘণ্টার কথাই বললেন, ‘প্রথম ঘণ্টায় বোলিং করে ভালো লেগেছে। নতুন বলে মুভমেন্ট ও ভালো সুইং ছিল। দারুণ উপভোগ করেছি। লাঞ্চের পর উইকেট ভিন্ন ছিল। একটু ফ্ল্যাট হয়ে গিয়েছিল, বল সোজা যাচ্ছিল। যখন দেখছি যে উইকেট ফ্ল্যাট হয়ে গেছে, আমরা লাইন-লেংথ ঠিক রেখে বল করার চেষ্টা করেছি, যাতে ব্যাটারদের স্কোর করা একটু কঠিন হয়।’
দিনের খেলার শেষ দিকে দ্রুত ২ উইকেট নিয়ে দিনটা পুরোপুরি নিউজিল্যান্ডের হতে দেয়নি বাংলাদেশ। সেঞ্চুরি পূর্ণ করে দারুণ ব্যাট করতে থাকা ডেভন কনওয়েকে ফেরানোয় স্বস্তি ফেরে বাংলাদেশ দলে। ৫ উইকেটে ২৫৮ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে কিউইরা।
দ্বিতীয় দিনে তাদের দ্রুত অলআউট করতে চান জানিয়ে শরিফুল বলেছেন, ‘কনওয়ের উইকেটটা গুরুত্বপূর্ণ ছিল। সে ভালো খেলছিল। এটা দলের জন্য খুব ভালো হয়েছে, আমরা এটা ধরে রাখার চেষ্টা করব। দ্রুত উইকেট নিয়ে তাদের অলআউট করতে চাই।’
এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজের দল ঘোষণা হবে আগামীকাল। এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে প্রাথমিক দলের কয়েকজনকে পাঠানো হয়েছিল অস্ট্রেলিয়ার ডারউইনে , টপ অ্যান্ড টি - টোয়েন্টির বহুজাতিক আসরে ‘এ’ দলের হয়ে খেলতে । পারফরম্যান্স দেখে মূল দলে অন্তর্ভুক্ত করার ভাবনা ছিল নির্বাচকদের।
১৩ মিনিট আগেমুড়ি-মুড়কির মতো উইকেট তুলে ক্রিকেটের অনেক রেকর্ড নিজের নামে করে নিয়েছেন রশিদ খান। শুধু তা-ই নয়, বেশ কিছু বিব্রতকর রেকর্ডেও নাম উঠে গেছে আফগান লেগস্পিনারের। যেখানে গত রাতে রশিদের বাজে রেকর্ডটি এখন হয়ে গেল স্যাম কুকের।
১৮ মিনিট আগেলাতিন আমেরিকার ফুটবল ম্যাচে ভক্ত-সমর্থকদের বিশৃঙ্খলা নতুন কোনো ঘটনা নয়। এইতো গত বছর মায়ামির হার্ডরক স্টেডিয়ামে কোপা আমেরিকার আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনালে দর্শকদের উচ্ছৃঙ্খল আচরণ করতে দেখা গেছে। যুক্তরাষ্ট্রেই যদি এমন ঘটনা ঘটে, সেখানে আর্জেন্টিনা-ব্রাজিলে এ ধরনের ঘটনা তীব্র আকার ধারণ করে।
১ ঘণ্টা আগেঅক্টোবরের প্রথম সপ্তাহে শেষ হচ্ছে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ। গঠনতন্ত্র অনুযায়ী দ্বিতীয় সপ্তাহে হওয়ার কথা নির্বাচন। সে হিসাবে ৫০ দিনও বাকি নেই। সময় যত গড়াচ্ছে, বিসিবির নির্বাচন নিয়ে ততই বাড়ছে ধোঁয়াশা। ধোঁয়াশা আরও বেড়েছে বিসিবির সহসভাপতি ও প্রভাবশালী পরিচালক মাহবুবুল আনামের নির্বাচন থেকে
২ ঘণ্টা আগে