ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়া সফরে ভারতের ব্যাটাররা ধারাবাহিক পারফর্ম করতে পারছেন না। ব্রিসবেনে সিরিজের তৃতীয় টেস্টে ঘনঘন বৃষ্টি বাগড়া দিলেও ধপাস করে ভেঙে পড়ছে ভারতের ব্যাটিং লাইনআপ। এই ব্যাটিং বিপর্যয়ের মধ্যে কোনো রকমে ফলোঅন এড়াল এশিয়ার দলটি।
আবহাওয়ার পূর্বাভাস সত্যি করে আজও অস্ট্রেলিয়া-ভারত টেস্টের চতুর্থ দিনে ব্রিসবেনে বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। নিয়মিত বিরতিতে বৃষ্টি এলেও দিনের খেলা হয়েছে ৫৭.৫ ওভার। অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে একটা পর্যায়ে ফলোঅনের শঙ্কা তৈরি হলেও রবীন্দ্র জাদেজার ফিফটিতে বেঁচে গেছে ভারত। হাতে ১ উইকেট নিয়ে এখনো সফরকারীরা পিছিয়ে ১৯৩ রানে।
প্রথম ইনিংসে ৪ উইকেটে ৫১ রানে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে ভারত। সফরকারীদের নামের পাশে তখন ১৭ ওভার। দিনের খেলা শুরুর পর তাড়াতাড়ি উইকেট হারায় ভারত। ইনিংসের ২৪তম ওভারের তৃতীয় বলে রোহিত শর্মাকে ফিরিয়েছেন প্যাট কামিন্স। ব্যর্থতার বৃত্ত থেকে এখনো বের হতে পারছেন না রোহিত। ভারতীয় অধিনায়ক করেছেন ১০ রান।
রোহিত ফিরলে ভারতের স্কোর হয়েছে ২৩.৩ ওভারে ৫ উইকেটে ৭৪ রান। সাত নম্বরে নেমে তখন দলের হাল ধরেন জাদেজা। ষষ্ঠ উইকেটে লোকেশ রাহুলের সঙ্গে ১১৫ বলে ৬৭ রানের জুটি গড়তে অবদান রাখেন জাদেজা।৪৩তম ওভারের তৃতীয় বলে রাহুলকে ফিরিয়ে জুটি ভাঙেন নাথান লায়ন। সতীর্থদের আসা-যাওয়ার মধ্যে একপ্রান্ত আগলে রেখে ওপেনার রাহুল করেছেন ৮৪ রান। ১৩৯ বলের ইনিংসে মারেন ৮ চার।
সপ্তম উইকেটে এরপর নীতিশ কুমার রেড্ডির সঙ্গে ১০৪ বলে ৫৩ রানের জুটি গড়তে অবদান রাখেন জাদেজা। এই জুটি গড়ার মাঝেই জাদেজা টেস্ট ক্যারিয়ারের ২২তম ফিফটি তুলে নিয়েছেন। ৬০তম ওভারের পঞ্চম বলে রেড্ডিকে বোল্ড করে জুটি ভাঙেন কামিন্স। আক্রমণাত্মক ব্যাটিংয়ে অভ্যস্ত রেড্ডি এই ম্যাচে ৬১ বলে করেন ১৬ রান।
রেড্ডির বিদায়ের পর ছোটখাটো ধস নামে ভারতের ইনিংসে। ১৯ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে ভারতের স্কোর হয়ে যায় ৯ উইকেটে ২১৩ রান। ৬৬তম ওভারের শেষ বলে জাদেজাকে ফিরিয়ে জুটি ভাঙেন কামিন্স। ১২৩ বলে ৭ চার ও ১ ছক্কায় জাদেজা করেন ৭৮ রান।
জাদেজা ফেরার পরও ফলোঅন এড়াতে ভারতের প্রয়োজন ৩৩ রান। সফরকারীরা দিনের খেলা শেষ করেছে ৭৪.৫ ওভারে ৯ উইকেটে ২৫২ রানে। দশম উইকেটে আকাশ দীপ ও জসপ্রীত বুমরা ৫৪ বলে ৩৯ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েছেন। ৭৫তম ওভারের তৃতীয় ও পঞ্চম বলে কামিন্সকে চার ও ছক্কা মেরেছেন আকাশ।
অস্ট্রেলিয়া সফরে ভারতের ব্যাটাররা ধারাবাহিক পারফর্ম করতে পারছেন না। ব্রিসবেনে সিরিজের তৃতীয় টেস্টে ঘনঘন বৃষ্টি বাগড়া দিলেও ধপাস করে ভেঙে পড়ছে ভারতের ব্যাটিং লাইনআপ। এই ব্যাটিং বিপর্যয়ের মধ্যে কোনো রকমে ফলোঅন এড়াল এশিয়ার দলটি।
আবহাওয়ার পূর্বাভাস সত্যি করে আজও অস্ট্রেলিয়া-ভারত টেস্টের চতুর্থ দিনে ব্রিসবেনে বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। নিয়মিত বিরতিতে বৃষ্টি এলেও দিনের খেলা হয়েছে ৫৭.৫ ওভার। অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে একটা পর্যায়ে ফলোঅনের শঙ্কা তৈরি হলেও রবীন্দ্র জাদেজার ফিফটিতে বেঁচে গেছে ভারত। হাতে ১ উইকেট নিয়ে এখনো সফরকারীরা পিছিয়ে ১৯৩ রানে।
প্রথম ইনিংসে ৪ উইকেটে ৫১ রানে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে ভারত। সফরকারীদের নামের পাশে তখন ১৭ ওভার। দিনের খেলা শুরুর পর তাড়াতাড়ি উইকেট হারায় ভারত। ইনিংসের ২৪তম ওভারের তৃতীয় বলে রোহিত শর্মাকে ফিরিয়েছেন প্যাট কামিন্স। ব্যর্থতার বৃত্ত থেকে এখনো বের হতে পারছেন না রোহিত। ভারতীয় অধিনায়ক করেছেন ১০ রান।
রোহিত ফিরলে ভারতের স্কোর হয়েছে ২৩.৩ ওভারে ৫ উইকেটে ৭৪ রান। সাত নম্বরে নেমে তখন দলের হাল ধরেন জাদেজা। ষষ্ঠ উইকেটে লোকেশ রাহুলের সঙ্গে ১১৫ বলে ৬৭ রানের জুটি গড়তে অবদান রাখেন জাদেজা।৪৩তম ওভারের তৃতীয় বলে রাহুলকে ফিরিয়ে জুটি ভাঙেন নাথান লায়ন। সতীর্থদের আসা-যাওয়ার মধ্যে একপ্রান্ত আগলে রেখে ওপেনার রাহুল করেছেন ৮৪ রান। ১৩৯ বলের ইনিংসে মারেন ৮ চার।
সপ্তম উইকেটে এরপর নীতিশ কুমার রেড্ডির সঙ্গে ১০৪ বলে ৫৩ রানের জুটি গড়তে অবদান রাখেন জাদেজা। এই জুটি গড়ার মাঝেই জাদেজা টেস্ট ক্যারিয়ারের ২২তম ফিফটি তুলে নিয়েছেন। ৬০তম ওভারের পঞ্চম বলে রেড্ডিকে বোল্ড করে জুটি ভাঙেন কামিন্স। আক্রমণাত্মক ব্যাটিংয়ে অভ্যস্ত রেড্ডি এই ম্যাচে ৬১ বলে করেন ১৬ রান।
রেড্ডির বিদায়ের পর ছোটখাটো ধস নামে ভারতের ইনিংসে। ১৯ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে ভারতের স্কোর হয়ে যায় ৯ উইকেটে ২১৩ রান। ৬৬তম ওভারের শেষ বলে জাদেজাকে ফিরিয়ে জুটি ভাঙেন কামিন্স। ১২৩ বলে ৭ চার ও ১ ছক্কায় জাদেজা করেন ৭৮ রান।
জাদেজা ফেরার পরও ফলোঅন এড়াতে ভারতের প্রয়োজন ৩৩ রান। সফরকারীরা দিনের খেলা শেষ করেছে ৭৪.৫ ওভারে ৯ উইকেটে ২৫২ রানে। দশম উইকেটে আকাশ দীপ ও জসপ্রীত বুমরা ৫৪ বলে ৩৯ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েছেন। ৭৫তম ওভারের তৃতীয় ও পঞ্চম বলে কামিন্সকে চার ও ছক্কা মেরেছেন আকাশ।
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
২ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
৭ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৮ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
৮ ঘণ্টা আগে