বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তান। বিরাট কোহলিদের ১০ উইকেটে হারানোর পর এই বিশ্বকাপে বাবর আজমদেরই ফেবারিট হিসেবে দেখছেন শেন ওয়ার্ন। ভারতকে হারানোর পর অস্ট্রেলিয়ান কিংবদন্তির চোখে শিরোপার দৌড়ে এখন পাকিস্তানই এগিয়ে।
দুবাইয়ে কাল ভারতের দেওয়া ১৫২ রানের লক্ষ্য পাকিস্তান পেরিয়েছে ১০ উইকেট আর ১৩ বল হাতে রেখে। বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ানের অনবদ্য ব্যাটিংয়ে ভারতকে কোনো সুযোগই দেয়নি পাকিস্তান। এমন এক জয় স্বাভাবিকভাবে পরবর্তী ম্যাচগুলোতে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে বাবর আজমের দলকে।
পাকিস্তানের এমন দাপুটে জয়ের পর বিশ্বকাপে তাদের ফেবারিট দাবি করেছেন ওয়ার্ন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে অস্ট্রেলিয়ান কিংবদন্তি লিখেছেন, ‘ভারতের বিপক্ষে এমন জয়ের পর আমার দৃষ্টিতে পাকিস্তান এখন বিশ্বকাপ জেতার দৌড়ে অন্যদের চেয়ে এগিয়ে। ভারতের বিপক্ষে তাদের এই অলরাউন্ড পারফরম্যান্স চোখধাঁধানো ছিল। তিন সংস্করণে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার বাবর আজমও দিনকে দিন নিজেকে ছাড়িয়ে যাচ্ছে।’
কাল যেমন বাবর ব্যাটিংয়ে ৬৮ রানের অপরাজিত এক ইনিংস খেলার পাশাপাশি দলকে নেতৃত্ব দিলেন সামনে থেকে। পূর্বসূরি ইমরান খান, ওয়াসিম আকরাম, ইনজামাম-উল-হকরা যা করে দেখাতে পারেননি। কাল সেটিই করে দেখিয়েছেন বাবর। বিশ্বমঞ্চে ভারতকে প্রথমবারের মতো হারের স্বাদ দিয়ে ইতিহাস বদলেছে পাকিস্তান।
সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে জয়ে সেমিফাইনালের পথে কিছুটা হলেও এগিয়ে গেল পাকিস্তান। কারণ, পরের চারটি ম্যাচের তিনটি দলই তুলনামূলক কম শক্তিশালী স্কটল্যান্ড, নামিবিয়া ও আফগানিস্তান। বড় কোনো অঘটন না ঘটলে তিনটি ম্যাচেই সম্ভাব্য জয়ী দল পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে বাকি ম্যাচটাতেও তেঁতে থাকবে পাকিস্তান। শেন ওয়ার্ন এত হিসেব কষে বলুক আর না বলুক শুরুর এই ছন্দ পাকিস্তান শেষ পর্যন্ত ধরে রাখতে পারলে কে জানে তারাই হয়তো শিরোপা উঁচিয়ে ধরবে!
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তান। বিরাট কোহলিদের ১০ উইকেটে হারানোর পর এই বিশ্বকাপে বাবর আজমদেরই ফেবারিট হিসেবে দেখছেন শেন ওয়ার্ন। ভারতকে হারানোর পর অস্ট্রেলিয়ান কিংবদন্তির চোখে শিরোপার দৌড়ে এখন পাকিস্তানই এগিয়ে।
দুবাইয়ে কাল ভারতের দেওয়া ১৫২ রানের লক্ষ্য পাকিস্তান পেরিয়েছে ১০ উইকেট আর ১৩ বল হাতে রেখে। বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ানের অনবদ্য ব্যাটিংয়ে ভারতকে কোনো সুযোগই দেয়নি পাকিস্তান। এমন এক জয় স্বাভাবিকভাবে পরবর্তী ম্যাচগুলোতে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে বাবর আজমের দলকে।
পাকিস্তানের এমন দাপুটে জয়ের পর বিশ্বকাপে তাদের ফেবারিট দাবি করেছেন ওয়ার্ন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে অস্ট্রেলিয়ান কিংবদন্তি লিখেছেন, ‘ভারতের বিপক্ষে এমন জয়ের পর আমার দৃষ্টিতে পাকিস্তান এখন বিশ্বকাপ জেতার দৌড়ে অন্যদের চেয়ে এগিয়ে। ভারতের বিপক্ষে তাদের এই অলরাউন্ড পারফরম্যান্স চোখধাঁধানো ছিল। তিন সংস্করণে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার বাবর আজমও দিনকে দিন নিজেকে ছাড়িয়ে যাচ্ছে।’
কাল যেমন বাবর ব্যাটিংয়ে ৬৮ রানের অপরাজিত এক ইনিংস খেলার পাশাপাশি দলকে নেতৃত্ব দিলেন সামনে থেকে। পূর্বসূরি ইমরান খান, ওয়াসিম আকরাম, ইনজামাম-উল-হকরা যা করে দেখাতে পারেননি। কাল সেটিই করে দেখিয়েছেন বাবর। বিশ্বমঞ্চে ভারতকে প্রথমবারের মতো হারের স্বাদ দিয়ে ইতিহাস বদলেছে পাকিস্তান।
সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে জয়ে সেমিফাইনালের পথে কিছুটা হলেও এগিয়ে গেল পাকিস্তান। কারণ, পরের চারটি ম্যাচের তিনটি দলই তুলনামূলক কম শক্তিশালী স্কটল্যান্ড, নামিবিয়া ও আফগানিস্তান। বড় কোনো অঘটন না ঘটলে তিনটি ম্যাচেই সম্ভাব্য জয়ী দল পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে বাকি ম্যাচটাতেও তেঁতে থাকবে পাকিস্তান। শেন ওয়ার্ন এত হিসেব কষে বলুক আর না বলুক শুরুর এই ছন্দ পাকিস্তান শেষ পর্যন্ত ধরে রাখতে পারলে কে জানে তারাই হয়তো শিরোপা উঁচিয়ে ধরবে!
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে আমিনুল ইসলাম বুলবুলের তিন মাসও পূর্ণ হয়নি। এই আড়াই মাসেই দেশের ক্রিকেটে আমূল পরিবর্তন আনতে নতুন অনেক উদ্যোগ নিয়েছেন তিনি। এর মধ্যে আছে জাতীয় দলের ক্রিকেটার ও কোচিং স্টাফদের নিয়ে চালানো জরিপ।
৩২ মিনিট আগেশেফিল্ড ওয়েডনেজদের বিপক্ষে ১০ আগস্ট খেলেননি হামজা চৌধুরী। চ্যাম্পিয়নশিপের সেই ম্যাচে তাঁর দল লেস্টার সিটি হেরেছিল ২-১ গোলে। হাডার্সফিল্ড টাউনের ঘরের মাঠ জন স্মিথস স্টেডিয়ামে গত রাতে হামজা খেলেছেন শুরুর একাদশেই।
১ ঘণ্টা আগেশিরোপা নির্ধারণী ম্যাচ যদি রোমাঞ্চ না ছড়ায় তাহলে সেই ম্যাচ নিয়ে মজাই বা কী থাকে! উদিনেসের ব্লু এনার্জি স্টেডিয়ামে গত রাতে সুপার কাপের প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)-টটেনহাম ফাইনালটা ছিল রোমাঞ্চে ভরপুর। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২০২৫ সুপার কাপের শিরোপা জিতল পিএসজি।
১ ঘণ্টা আগেবিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরবেন আগামী সোমবার। এবার ঢাকায় ফিরে তাঁর মূল কাজ হবে হাতে থাকা সময়ের মধ্যে নিজের উদ্যোগগুলো পরিপূর্ণ বাস্তবায়ন করা।
২ ঘণ্টা আগে