Ajker Patrika

সব সংস্করণে ১০০ ম্যাচ খেলা প্রথম ভারতীয় ক্রিকেটার হবেন কোহলি

আপডেট : ২৭ আগস্ট ২০২২, ১৫: ৪৩
সব সংস্করণে ১০০ ম্যাচ খেলা প্রথম ভারতীয় ক্রিকেটার হবেন কোহলি

দীর্ঘদিন ধরেই ছন্দ নেই বিরাট কোহলি। তাই বলে রেকর্ড গড়তে থেমে নেই তিনি। ব্যাটিংয়ে না পারলেও ম্যাচ দিয়ে অনন্য এক রেকর্ড গড়ার সুযোগ পাচ্ছেন তিনি। ভারত-পাকিস্তান ম্যাচে আগামীকাল খেলতে নামলেই প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে সব সংস্করণে ১০০ ম্যাচ খেলার রেকর্ড গড়বেন সাবেক অধিনায়ক।

এশিয়া কাপে ভারত-পাকিস্তান হেভিওয়েট ম্যাচে স্মরণীয় মুহূর্তটির সুযোগ পাচ্ছেন কোহলি। ২০১৯ সালের নভেম্বরের পর কোনো সংস্করণে সেঞ্চুরির দেখা না পেলেও অন্যরকম ‘সেঞ্চুরির’ দেখা পাচ্ছেন তিনি। তিন সংস্করণে প্রথম ভারতীয় হিসেবে ১০০ ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন ভারতীয় এই ব্যাটার। ওয়ানডে ও টেস্টে তাঁর সেঞ্চুরি পূর্ণ হয়েছে আগেই। এবার টি-টোয়েন্টিতে ১০০ ম্যাচ খেলতে নামবেন তিনি। টি-টোয়েন্টিতে অধিনায়ক রোহিত শর্মার পর ১০০ ম্যাচ খেলা দ্বিতীয় ক্রিকেটার হবেন কোহলি। সংক্ষিপ্ত সংস্করণের শততম ম্যাচটিকে নিশ্চয়ই স্মরণীয় করে রাখতে চাইবেন তিনি। কেননা, গত তিন বছর ধরেই তাঁর ব্যাটে রান নেই।

এশিয়া কাপ সম্পর্কিত সব খবর জানতে এখানে ক্লিক করুন 

বিশ্ব ক্রিকেটে সব সংস্করণে ১০০ ম্যাচ খেলার রেকর্ড আছে শুধ একজনের। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে এমন নজির গড়েছেন নিউজিল্যান্ডের সাবেক ব্যাটার রস টেইলর। এবার দ্বিতীয় ক্রিকেটার হিসেবে সাবেক কিউই ব্যাটারের রেকর্ডে ভাগ বসাচ্ছেন কোহলি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত