নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে স্থগিত হয়ে গিয়েছিল আইপিএল-পিএসএল। অবশেষে ১৭ মে পুনরায় শুরু হচ্ছে এই দুটি টুর্নামেন্ট। যেখানে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শেষ অংশে সাকিব আল হাসানকে নিয়েছে লাহোর কালান্দার্স।
সাকিব আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন সাত মাস ধরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান কেন্দ্রীয় চুক্তিতেও নেই। তবু বিদেশি লিগে খেলতে হলে বোর্ডের অনাপত্তিপত্রের (এনওসি) দরকার হয়। সাকিবকে পিএসএলে খেলার অনুমতি দিতে বিসিবি ইতিবাচক। বিসিবি মিডিয়া ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু আজকের পত্রিকাকে আজ বলেন, মিডিয়া ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান মিঠু বলেন, ‘সাকিবের পিএসএলে খেলা নিয়ে আমাদের মধ্যে কোনা আপত্তি নেই।’
এদিকে মোস্তাফিজুর রহমানকে আইপিএলের শেষ অংশের জন্য নিয়েছে দিল্লি ক্যাপিটালস। ফ্র্যাঞ্চাইজিটির লিগ পর্বে ১৮, ২১ ও ২৪ মে ম্যাচ বাকি গুজরাট টাইটান্স, মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংসের বিপক্ষে। এদিকে মোস্তাফিজ বাংলাদেশ দলের সঙ্গে আরব আমিরাতে গতকালই চলে গেছেন। ১৭ ও ১৯ মে শারজায় হবে বাংলাদেশ-আরব আমিরাত সিরিজের দুই টি-টোয়েন্টি। সেক্ষেত্রে দিল্লির হয়ে ২১ ও ২৪ মে’র ম্যাচ দুটি মোস্তাফিজ খেলতে পারবেন বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন মিঠু। বর্তমানে ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে দিল্লি।
লাহোর কালান্দার্সেই খেলেছেন বাংলাদেশের আরেক ক্রিকেটার রিশাদ হোসেন। ৫ ম্যাচে ৮.৭০ ইকোনমিতে নিয়েছেন ৯ উইকেট। এবারই পিএসএলে তাঁর অভিষেক হয়েছে। ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে এখন লাহোর কালান্দার্স। লিগ পর্বে তাদের একটা ম্যাচ বাকি। রাওয়ালপিন্ডিতে ১৮ মে মুখোমুখি হবে লাহোর কালান্দার্স-পেশোয়ার জালমি।
ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে স্থগিত হয়ে গিয়েছিল আইপিএল-পিএসএল। অবশেষে ১৭ মে পুনরায় শুরু হচ্ছে এই দুটি টুর্নামেন্ট। যেখানে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শেষ অংশে সাকিব আল হাসানকে নিয়েছে লাহোর কালান্দার্স।
সাকিব আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন সাত মাস ধরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান কেন্দ্রীয় চুক্তিতেও নেই। তবু বিদেশি লিগে খেলতে হলে বোর্ডের অনাপত্তিপত্রের (এনওসি) দরকার হয়। সাকিবকে পিএসএলে খেলার অনুমতি দিতে বিসিবি ইতিবাচক। বিসিবি মিডিয়া ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু আজকের পত্রিকাকে আজ বলেন, মিডিয়া ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান মিঠু বলেন, ‘সাকিবের পিএসএলে খেলা নিয়ে আমাদের মধ্যে কোনা আপত্তি নেই।’
এদিকে মোস্তাফিজুর রহমানকে আইপিএলের শেষ অংশের জন্য নিয়েছে দিল্লি ক্যাপিটালস। ফ্র্যাঞ্চাইজিটির লিগ পর্বে ১৮, ২১ ও ২৪ মে ম্যাচ বাকি গুজরাট টাইটান্স, মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংসের বিপক্ষে। এদিকে মোস্তাফিজ বাংলাদেশ দলের সঙ্গে আরব আমিরাতে গতকালই চলে গেছেন। ১৭ ও ১৯ মে শারজায় হবে বাংলাদেশ-আরব আমিরাত সিরিজের দুই টি-টোয়েন্টি। সেক্ষেত্রে দিল্লির হয়ে ২১ ও ২৪ মে’র ম্যাচ দুটি মোস্তাফিজ খেলতে পারবেন বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন মিঠু। বর্তমানে ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে দিল্লি।
লাহোর কালান্দার্সেই খেলেছেন বাংলাদেশের আরেক ক্রিকেটার রিশাদ হোসেন। ৫ ম্যাচে ৮.৭০ ইকোনমিতে নিয়েছেন ৯ উইকেট। এবারই পিএসএলে তাঁর অভিষেক হয়েছে। ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে এখন লাহোর কালান্দার্স। লিগ পর্বে তাদের একটা ম্যাচ বাকি। রাওয়ালপিন্ডিতে ১৮ মে মুখোমুখি হবে লাহোর কালান্দার্স-পেশোয়ার জালমি।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
৯ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১২ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৩ ঘণ্টা আগে