Ajker Patrika

রিয়ালকে শেষ মুহূর্তে বাঁচানো কে এই র‍্যামন

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৫ মে ২০২৫, ১৩: ০২
শেষ মুহূর্তে গোল করে রিয়াল মাদ্রিদকে জিতিয়েছেন জ্যাকোবো র‍্যামন। ছবি: এএফপি
শেষ মুহূর্তে গোল করে রিয়াল মাদ্রিদকে জিতিয়েছেন জ্যাকোবো র‍্যামন। ছবি: এএফপি

সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ-মায়োর্কা ম্যাচটা ১-১ গোলে ড্র হওয়া ছিল সময়ের ব্যাপার মাত্র। ঠিক সেই সময় ‘রিয়াল ম্যাজিক’। জাদুটা দেখিয়েছেন কে? জ্যাকোবো র‍্যামন। রিয়াল মাদ্রিদের হয়ে তাঁর পথচলাটা কেবল চার মাসের।

রিয়ালের জার্সিতে বেশি দিন না খেললেও ক্লাবটির সঙ্গে র‍্যামনের সম্পর্ক অনেক পুরোনো। ২০১৩ সালে রিয়ালের ইয়ুথ টিমে খেলেছেন। আনুষ্ঠানিকভাবে ২০২৪-এর জুলাইয়ে রিয়ালের ইয়ুথ টিম থেকে রিয়াল মাদ্রিদ কাস্তিয়া দলে যোগ দিয়েছেন র‍্যামন। তাঁর কৌশলগত দক্ষতা, লক্ষ্য ও বক্সে তাঁর যাওয়ার গতি দেখে একাডেমির অন্যতম উজ্জ্বল সম্ভাবনা বলে ধরে নেওয়া হয়।

রিয়াল মাদ্রিদের মূল দলে র‍্যামনের অভিষেক হয় এ বছরের ২২ জানুয়ারি। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের সেই ম্যাচে রেডবুল সালজবুর্গের বিপক্ষে সেই ম্যাচে রিয়াল পায় ৫-১ গোলের জয়। ‘রয়্যাল মাদ্রিদ’-এ অভিষেকটা জয় দিয়ে হলেও সেই ম্যাচে র‍্যামন খেলেন কেবল ১২ মিনিট। আন্টনিও রুডিগারের পরিবর্তে মাঠে নামানো হয় র‍্যামনকে। সচরাচর রক্ষণভাগ সামলানো র‍্যামন রিয়ালের জার্সিতে প্রথম গোলের দেখা পেলেন চতুর্থ ম্যাচে। গোলটা করলেন দলের প্রয়োজনের সময়ে। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৫ মিনিটে মায়োর্কার রক্ষণভাগ যখন বল ক্লিয়ার করতে ব্যর্থ, সেই সুযোগ কাজে লাগিয়ে ভলিতে গোল করেন র‍্যামন।

র‍্যামনের গোলে রিয়াল গত রাতে ২-১ গোলে হারিয়েছে মায়োর্কাকে। তাতে রিয়ালের ২০২৪-২৫ মৌসুমের লা লিগায় চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা অল্প হলেও টিকে আছে। জয়সূচক গোল করে একটু আবেগপ্রবণই হয়ে পড়েন তিনি। ম্যাচ শেষে রিয়ালের ২০ বছর বয়সী এই ডিফেন্ডার বলেন, ‘এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। সারা জীবন ধরে এমন স্বপ্ন দেখছিলাম। এই জার্সিতে অনেক দূর যেতে হবে। এভাবে প্রথম গোল করার চেয়ে ভালো আর কিছু হতে পারে না।’

জয়সূচক গোল করা র‍্যামনকে প্রশংসায় ভাসিয়েছেন রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কর্তোয়া। রিয়াল গোলরক্ষক বলেন, ‘লেগানেস ও সেলতার বিপক্ষে যে দুই ম্যাচ জ্যাকোবো খেলেছে, জ্যাকোবোর ভাগ্য ভালো ছিল না। সে কঠোর পরিশ্রম করছে এবং আজ (গতকাল) তাকে সাবলীলভাবে খেলতে দেখলাম।’ এই ম্যাচটি রিয়ালের জার্সিতে কর্তোয়ার লা লিগায় ২০০তম ম্যাচ ছিল। ম্যাচটা তাঁর জন্যও স্মরণীয় হয়ে থাকল।

মায়োর্কার বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতে ২-১ গোলে জেতার পর দুইয়ে থাকল রিয়াল মাদ্রিদ। ৩৬ ম্যাচে ৭৮ পয়েন্ট এখন কার্লো আনচেলত্তির রিয়ালের। সবার ওপরে থাকা বার্সেলোনার পয়েন্ট ৮২। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের চেয়ে কাতালানরা এক ম্যাচ কম খেলেছে। চ্যাম্পিয়ন হতে বার্সার পরের তিন ম্যাচে প্রয়োজন তিন পয়েন্ট। সেক্ষেত্রে সামনের তিন ম্যাচের যেকোনো এক ম্যাচে জয়েই এবারের লা লিগা হয়ে যাবে বার্সেলানার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত