ভারত-পাকিস্তানের শেষ লড়াইয়ে জয় পেয়েছে পাকিস্তান। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়া সেই জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল শাহিন শাহ আফ্রিদির। ভারতীয় দলের টপ অর্ডারকে ধসিয়ে দিয়েছিলেন তিনি। তবে এবার এই পেসার চোটে ছিটকে গেছেন এশিয়া কাপ থেকে। তাঁর চোট পাকিস্তানের জন্য বিশাল ক্ষতির। শাহিনের অনুপস্থিতিতে এশিয়া কাপে ভারতের বিপক্ষে জিততে পেসারদের বাড়তি অবদান রাখার পরামর্শ দিলেন ইনজামাম উল হক।
২৭ তারিখ শুরু হচ্ছে এশিয়া কাপ। একদিন পরেই টুর্নামেন্টের হেভিওয়েট ম্যাচ। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের ধ্রুপদি লড়াই। ভারতের বিপক্ষে টানা জয়ের জন্য বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের কি করতে হবে সে পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম। দলের সেরা বোলার শাহিন না থাকায় অন্য বোলারদের বাড়তি দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছেন তিনি। সাবেক ব্যাটার বলেছেন, ‘শাহিনের না থাকা দলের জন্য বড় ধাক্কা। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে সে কেমন বল করেছিল তা সবাই দেখেছে। চোট লাগতেই পারে। তার অনুপস্থিতিতে বাকি বোলারদের বাড়তি দায়িত্ব নিতে হবে। ভারত একবার ভালো শুরু করলে ওদের আটকানো মুশকিল হবে।’
পাকিস্তান যে বাবরের ওপর অতিরিক্ত নির্ভরশীল সে বিষয়েও কথা বলেছেন ইনজামাম। অধিনায়কের ওপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছেন তিনি। ইনজামাম বলেছেন, ‘বাবর পাকিস্তানের সেরা ব্যাটার। তাই ওকে সবাই আউট করার চেষ্টা করে। যদি বাবর তাড়াতাড়ি আউট হয় তবে অন্যদের দায়িত্ব নিতে হবে। এশিয়া কাপ বা টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো টুর্নামেন্টে একজনের ওপর ভরসা করে ম্যাচ জেতা যায় না। বাবরের নির্ভরতা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের।’
ভারত-পাকিস্তানের শেষ লড়াইয়ে জয় পেয়েছে পাকিস্তান। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়া সেই জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল শাহিন শাহ আফ্রিদির। ভারতীয় দলের টপ অর্ডারকে ধসিয়ে দিয়েছিলেন তিনি। তবে এবার এই পেসার চোটে ছিটকে গেছেন এশিয়া কাপ থেকে। তাঁর চোট পাকিস্তানের জন্য বিশাল ক্ষতির। শাহিনের অনুপস্থিতিতে এশিয়া কাপে ভারতের বিপক্ষে জিততে পেসারদের বাড়তি অবদান রাখার পরামর্শ দিলেন ইনজামাম উল হক।
২৭ তারিখ শুরু হচ্ছে এশিয়া কাপ। একদিন পরেই টুর্নামেন্টের হেভিওয়েট ম্যাচ। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের ধ্রুপদি লড়াই। ভারতের বিপক্ষে টানা জয়ের জন্য বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের কি করতে হবে সে পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম। দলের সেরা বোলার শাহিন না থাকায় অন্য বোলারদের বাড়তি দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছেন তিনি। সাবেক ব্যাটার বলেছেন, ‘শাহিনের না থাকা দলের জন্য বড় ধাক্কা। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে সে কেমন বল করেছিল তা সবাই দেখেছে। চোট লাগতেই পারে। তার অনুপস্থিতিতে বাকি বোলারদের বাড়তি দায়িত্ব নিতে হবে। ভারত একবার ভালো শুরু করলে ওদের আটকানো মুশকিল হবে।’
পাকিস্তান যে বাবরের ওপর অতিরিক্ত নির্ভরশীল সে বিষয়েও কথা বলেছেন ইনজামাম। অধিনায়কের ওপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছেন তিনি। ইনজামাম বলেছেন, ‘বাবর পাকিস্তানের সেরা ব্যাটার। তাই ওকে সবাই আউট করার চেষ্টা করে। যদি বাবর তাড়াতাড়ি আউট হয় তবে অন্যদের দায়িত্ব নিতে হবে। এশিয়া কাপ বা টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো টুর্নামেন্টে একজনের ওপর ভরসা করে ম্যাচ জেতা যায় না। বাবরের নির্ভরতা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের।’
আর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৩৯ মিনিট আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৪৪ মিনিট আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
১ ঘণ্টা আগে১৯৮৪ সালের ২০ জানুয়ারি। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় দিনের ম্যাচে সকালের সেশনে ইয়ান স্মিথকে আউট করে ৫ উইকেট তুলে নেন ইয়ান বোথাম। ইংল্যান্ড ১১৫ রানে ৫ উইকেট হারালে ৬ নম্বরে ব্যাট করতে নামেন বোথাম। ডেরেক র্যান্ডালের সঙ্গে জুটি গড়ে টেস্টের দ্বিতীয় দিনেই ১০৩ রানে অপরাজিত থাকেন।
১ ঘণ্টা আগে