Ajker Patrika

বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল করলেন সাকিব   

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ আগস্ট ২০২২, ১৯: ৫০
বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল করলেন সাকিব   

ইস্যুটার মধুরেণ সমাপয়েৎই হতে যাচ্ছে তাহলে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হুঁশিয়ারির পর জানা গেছে, ‘বেটউইনার নিউজের’ সঙ্গে চুক্তি বাতিল করতে যাচ্ছেন সাকিব আল হাসান। বিসিবি ও সাকিবের ঘনিষ্ঠ সূত্র আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছে। সাকিবও মৌখিক ও লিখিতভাবে বিসিবিকে চুক্তিপত্র বাতিলের কথা জানিয়েছেন। 

বেটিং সংক্রান্ত যে কোনো কিছুতেই কড়া অবস্থানে বিসিবি। নিজস্ব ফ্র্যাঞ্চাইজি লিগের ক্ষেত্রেও বেটিং সংক্রান্ত কাউকে সংগ্রহের সুযোগ দেবে না দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। এ অবস্থায় কিছুদিন আগে একটি বেটিং কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান বেটউইনার নিউজের সঙ্গে সাকিবের চুক্তির খবরটি ছড়িয়ে পড়লে শক্ত অবস্থানে যায় বিসিবি। চুক্তি বাতিল না করলে সাকিবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা বলে আজ হুঁশিয়ারিও দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এ জটিল পরিস্থিতিতে বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিলের পথেই হেঁটেছেন সাকিব। চুক্তি বাতিল করে তিনি দেশের হয়েই খেলতে চান। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী আজ সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেছেন, ‘সে এটা করতে (চুক্তি বাতিল করা) ইতিবাচক। আমাদের মৌখিকভাবে আগেই জানিয়েছে। তবে এটা আমাদের তাকে চিঠিতে জানানোর বিষয় আছে।’

সেই চিঠি বিসিবি যে এরই মধ্যে পেয়েছে, সেটিও নিশ্চিত করেছেন নিজাম উদ্দিন চৌধুরী।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত