নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রায় ৩০ ঘণ্টার ভ্রমণ ঝক্কির পর গতকাল নিউজিল্যান্ড সময় দুপুর ১টায় ক্রাইস্টচার্চে পৌঁছানোর কথা জানিয়েছেন বাংলাদেশ দলের প্রথম ভাগে যাওয়া এক ক্রিকেটার। ভ্রমণক্লান্তিও বোঝা গেছে তাঁর কথায়।
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সহকারী অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ এবং প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেসহ সাত কোচিং স্টাফ দ্বিতীয় ভাগে গতকাল রাত ১১টা ৫৫ মিনিটের ফ্লাইটে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
দ্বিতীয় ভাগের ক্রিকেটাররাও স্থানীয় সময় কাল দুপুরে পৌঁছানোর কথা ক্রাইস্টচার্চে। লিংকনে পরশু নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে একমাত্র ওয়ানডে প্রস্তুতি ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ। স্থানীয় সময় বেলা ১১টায় শুরু হবে ম্যাচ। পুরো এক দিনও বিশ্রাম নেওয়ার সময় নেই। বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের একাদশ করা তাই একটু চ্যালেঞ্জিং। তাঁরা না খেললে সেখানে প্রস্তুতি ম্যাচে ধার করে খেলোয়াড় নিতে হবে বাংলাদেশ দলকে। তবে এমনটি না হওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বিসিবির এক সূত্র। প্রথমভাগে সেখানে পৌঁছেছেন সব মিলিয়ে ৯ ক্রিকেটার।
নিউজিল্যান্ডে যাবেন বাংলাদেশের আরও একভাগ ক্রিকেটার। বিসিএলের দ্বিতীয় রাউন্ডের পর টি-টোয়েন্টি দলের রনি তালুকদার, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান যাবেন তৃতীয় ভাগে। তাঁদের সঙ্গে থাকছেন শামীম হোসেনও।
বাংলাদেশের যেখানে প্রস্তুতি ম্যাচের একাদশ গঠন নিয়েই দুশ্চিন্তা, সেখানে নির্ভার নিউজিল্যান্ড একাদশ। নিউজিল্যান্ড একাদশ আজ তাদের ১২ সদস্যের নাম প্রকাশ করেছে। নিউজিল্যান্ড একাদশকে নেতৃত্ব দেবেন ভরত পপলি। তিনি খেলেন নর্দার্ন ডিস্ট্রিক্টসের হয়ে। তিন জন করে খেলোয়াড় আছেন নর্দার্ন ডিসট্রিকটস, ওটাগো ও অকল্যান্ডের। দুই খেলোয়াড় ওয়েলিংটনের এবং এক ক্রিকেটার সেন্ট্রাল ডিসট্রিকটসের।
বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড একাদশের দল:
ভরত পপলি (নর্দার্ন ডিস্ট্রিকটস)
জ্যাকব ভুলা (ওয়েলিংটন)
জ্যাকব কামিং (ওটাগো)
জো ফিল্ড (সেন্ট্রাল ডিস্ট্রিকটস)
জেমস হার্টশর্ন (ওয়েলিংটন)
জ্যারড ম্যাকে (ওটাগো)
সন্দীপ প্যাটেল (নর্দার্ন ডিস্ট্রিকটস)
নিকিথ পেরেরা (অকল্যান্ড)
বেন পোমারে (নর্দার্ন ডিস্ট্রিকটস)
সম্রাট সিং (অকল্যান্ড)
কুইন সুন্দে (অকল্যান্ড)
জামাল টড (ওটাগো)
প্রায় ৩০ ঘণ্টার ভ্রমণ ঝক্কির পর গতকাল নিউজিল্যান্ড সময় দুপুর ১টায় ক্রাইস্টচার্চে পৌঁছানোর কথা জানিয়েছেন বাংলাদেশ দলের প্রথম ভাগে যাওয়া এক ক্রিকেটার। ভ্রমণক্লান্তিও বোঝা গেছে তাঁর কথায়।
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সহকারী অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ এবং প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেসহ সাত কোচিং স্টাফ দ্বিতীয় ভাগে গতকাল রাত ১১টা ৫৫ মিনিটের ফ্লাইটে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
দ্বিতীয় ভাগের ক্রিকেটাররাও স্থানীয় সময় কাল দুপুরে পৌঁছানোর কথা ক্রাইস্টচার্চে। লিংকনে পরশু নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে একমাত্র ওয়ানডে প্রস্তুতি ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ। স্থানীয় সময় বেলা ১১টায় শুরু হবে ম্যাচ। পুরো এক দিনও বিশ্রাম নেওয়ার সময় নেই। বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের একাদশ করা তাই একটু চ্যালেঞ্জিং। তাঁরা না খেললে সেখানে প্রস্তুতি ম্যাচে ধার করে খেলোয়াড় নিতে হবে বাংলাদেশ দলকে। তবে এমনটি না হওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বিসিবির এক সূত্র। প্রথমভাগে সেখানে পৌঁছেছেন সব মিলিয়ে ৯ ক্রিকেটার।
নিউজিল্যান্ডে যাবেন বাংলাদেশের আরও একভাগ ক্রিকেটার। বিসিএলের দ্বিতীয় রাউন্ডের পর টি-টোয়েন্টি দলের রনি তালুকদার, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান যাবেন তৃতীয় ভাগে। তাঁদের সঙ্গে থাকছেন শামীম হোসেনও।
বাংলাদেশের যেখানে প্রস্তুতি ম্যাচের একাদশ গঠন নিয়েই দুশ্চিন্তা, সেখানে নির্ভার নিউজিল্যান্ড একাদশ। নিউজিল্যান্ড একাদশ আজ তাদের ১২ সদস্যের নাম প্রকাশ করেছে। নিউজিল্যান্ড একাদশকে নেতৃত্ব দেবেন ভরত পপলি। তিনি খেলেন নর্দার্ন ডিস্ট্রিক্টসের হয়ে। তিন জন করে খেলোয়াড় আছেন নর্দার্ন ডিসট্রিকটস, ওটাগো ও অকল্যান্ডের। দুই খেলোয়াড় ওয়েলিংটনের এবং এক ক্রিকেটার সেন্ট্রাল ডিসট্রিকটসের।
বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড একাদশের দল:
ভরত পপলি (নর্দার্ন ডিস্ট্রিকটস)
জ্যাকব ভুলা (ওয়েলিংটন)
জ্যাকব কামিং (ওটাগো)
জো ফিল্ড (সেন্ট্রাল ডিস্ট্রিকটস)
জেমস হার্টশর্ন (ওয়েলিংটন)
জ্যারড ম্যাকে (ওটাগো)
সন্দীপ প্যাটেল (নর্দার্ন ডিস্ট্রিকটস)
নিকিথ পেরেরা (অকল্যান্ড)
বেন পোমারে (নর্দার্ন ডিস্ট্রিকটস)
সম্রাট সিং (অকল্যান্ড)
কুইন সুন্দে (অকল্যান্ড)
জামাল টড (ওটাগো)
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল ১৫৮। ২০০৯ সালে ব্রিসবেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং ২০২২ সালে পার্থে শ্রীলঙ্কার বিপক্ষে এই রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। সেই রেকর্ড ভেঙে গতকাল কেয়ার্নসে নতুন রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া।
৯ ঘণ্টা আগেপাকিস্তান শাহিনসের কাছে বাজেভাবে হেরে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ ‘এ’। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আজ ডারউইনে নেপাল জাতীয় দলকে হারিয়েছে ৩২ রানে।
১০ ঘণ্টা আগেআসছে অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ। ৩টি টি-টোয়েন্টি ও সমান ম্যাচের একটি ওয়ানডে সিরিজের সূচিও গতকাল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
১২ ঘণ্টা আগেএএফসি চ্যাম্পিয়নস লিগে একই গ্রুপে পড়েছে ভারতীয় ক্লাব এফসি গোয়া ও সৌদি ক্লাব আল নাসর। সব ঠিক থাকলে ভারতে আসছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেজন্য ম্যাচটি রূপ নিয়েছে ঐতিহাসিকে। এফসি গোয়ার প্রধান নির্বাহী রবি পুষ্কুরের কাছে তা জীবনে একবার আসার মতো মুহূর্ত।
১২ ঘণ্টা আগে