ক্রীড়া ডেস্ক
ব্রিসবেনে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টে দেখা গেছে বৃষ্টির রাজত্ব। দফায় দফায় বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। ভারত এই ম্যাচে বেশির ভাগ সময় চাপে থাকলেও শেষ দিনে এসে অস্ট্রেলিয়ার ওপর ছড়ি ঘুরিয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস সত্যি করে আজও অস্ট্রেলিয়া-ভারত টেস্টের পঞ্চম দিনে হানা দিয়েছে বৃষ্টি। ব্রিসবেনের গ্যাবায় আজ খেলা হয়েছে ২৪.১ ওভার। এই ১৪৫ বলের খেলায় উইকেট পড়েছে ৮টি। মুষলধারে বৃষ্টি যখন থামার নাম নিচ্ছে না, তখন অস্ট্রেলিয়া-ভারতের খেলাোয়াড়েরা ড্রেসিংরুমে একে অপরের সঙ্গে করমর্দন করেন। গ্যাবা টেস্ট ড্র হওয়ায় ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এখন ১-১ সমতায়।
প্রথম ইনিংসে ৯ উইকেটে ২৫২ রানে আজ শেষ দিনের খেলা শুরু করে ভারত। সফরকারীদের নামের পাশে তখন ৭৪.৫ ওভার। ভারতের শেষ উইকেট পড়তে লেগেছে ২৪ বল। ইনিংসের ৭৯তম ওভারের পঞ্চম বলে আকাশ দীপকে ফিরিয়ে ভারতের ইনিংসের ইতি টেনেছেন ট্রাভিস হেড। প্রথম ইনিংসে ২৬০ রানে অলআউট হয়েছে সফরকারীরা।
১৮৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা অস্ট্রেলিয়া নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। একটা পর্যায়ে ১৭.১ ওভারে ৭ উইকেটে ৮৫ রানে পরিণত হয় অজিরা। তবে ১৮ ওভারে ৭ উইকেটে ৮৯ রান করার পরই ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া।২৭৫ রানের লক্ষ্যে নেমে ২.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ভারত করে ৮ রান। এরপর বৈরি আবহাওয়া, আলোক স্বল্পতার কারণে আর খেলা চালানো সম্ভব হয়নি।
ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন হেড। দুই ইনিংস মিলে ৯৪.৪১ স্ট্রাইকরেটে করেন ১৬৯ রান। বোলিংয়ে ৩ রানে নিয়েছেন ১ উইকেট। যার মধ্যে প্রথম ইনিংসে ১৬০ বলে করেন ১৫২ রান। টেস্টে এটা তাঁর নবম সেঞ্চুরি।
টস জিতে গ্যাবায় ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাটিংয়ের সুযোগটা দারুণভাবে কাজে লাগায় অস্ট্রেলিয়া। ১১৭.১ ওভারে বলে ৪৪৫ রানে গুটিয়ে যায় অজিরা। হেডের ১৫২ রানই ইনিংস সর্বোচ্চ। ভারতের জসপ্রীত বুমরা ৭৬ রানে নেন ৬ উইকেট। ভারতের প্রথম ইনিংসে সর্বোচ্চ ৮৪ রান করেন লোকেশ রাহুল। দ্বিতীয় সর্বোচ্চ ৭৭ রান আসে রবীন্দ্র জাদেজার ব্যাটে। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স নিয়েছেন ৪ উইকেট।
অস্ট্রেলিয়া এরপর যখন দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে, সেখানে ইনিংস সর্বোচ্চ ২০ রান করে অপরাজিত থাকেন অ্যালেক্স ক্যারি। অস্ট্রেলিয়ার এই উইকেটরক্ষক ব্যাটার ২০ বলের ইনিংসে দুটি চার মারেন। বুমরা দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৩ উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন আকাশ ও মোহাম্মদ সিরাজ।
ব্রিসবেনে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টে দেখা গেছে বৃষ্টির রাজত্ব। দফায় দফায় বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। ভারত এই ম্যাচে বেশির ভাগ সময় চাপে থাকলেও শেষ দিনে এসে অস্ট্রেলিয়ার ওপর ছড়ি ঘুরিয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস সত্যি করে আজও অস্ট্রেলিয়া-ভারত টেস্টের পঞ্চম দিনে হানা দিয়েছে বৃষ্টি। ব্রিসবেনের গ্যাবায় আজ খেলা হয়েছে ২৪.১ ওভার। এই ১৪৫ বলের খেলায় উইকেট পড়েছে ৮টি। মুষলধারে বৃষ্টি যখন থামার নাম নিচ্ছে না, তখন অস্ট্রেলিয়া-ভারতের খেলাোয়াড়েরা ড্রেসিংরুমে একে অপরের সঙ্গে করমর্দন করেন। গ্যাবা টেস্ট ড্র হওয়ায় ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এখন ১-১ সমতায়।
প্রথম ইনিংসে ৯ উইকেটে ২৫২ রানে আজ শেষ দিনের খেলা শুরু করে ভারত। সফরকারীদের নামের পাশে তখন ৭৪.৫ ওভার। ভারতের শেষ উইকেট পড়তে লেগেছে ২৪ বল। ইনিংসের ৭৯তম ওভারের পঞ্চম বলে আকাশ দীপকে ফিরিয়ে ভারতের ইনিংসের ইতি টেনেছেন ট্রাভিস হেড। প্রথম ইনিংসে ২৬০ রানে অলআউট হয়েছে সফরকারীরা।
১৮৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা অস্ট্রেলিয়া নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। একটা পর্যায়ে ১৭.১ ওভারে ৭ উইকেটে ৮৫ রানে পরিণত হয় অজিরা। তবে ১৮ ওভারে ৭ উইকেটে ৮৯ রান করার পরই ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া।২৭৫ রানের লক্ষ্যে নেমে ২.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ভারত করে ৮ রান। এরপর বৈরি আবহাওয়া, আলোক স্বল্পতার কারণে আর খেলা চালানো সম্ভব হয়নি।
ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন হেড। দুই ইনিংস মিলে ৯৪.৪১ স্ট্রাইকরেটে করেন ১৬৯ রান। বোলিংয়ে ৩ রানে নিয়েছেন ১ উইকেট। যার মধ্যে প্রথম ইনিংসে ১৬০ বলে করেন ১৫২ রান। টেস্টে এটা তাঁর নবম সেঞ্চুরি।
টস জিতে গ্যাবায় ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাটিংয়ের সুযোগটা দারুণভাবে কাজে লাগায় অস্ট্রেলিয়া। ১১৭.১ ওভারে বলে ৪৪৫ রানে গুটিয়ে যায় অজিরা। হেডের ১৫২ রানই ইনিংস সর্বোচ্চ। ভারতের জসপ্রীত বুমরা ৭৬ রানে নেন ৬ উইকেট। ভারতের প্রথম ইনিংসে সর্বোচ্চ ৮৪ রান করেন লোকেশ রাহুল। দ্বিতীয় সর্বোচ্চ ৭৭ রান আসে রবীন্দ্র জাদেজার ব্যাটে। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স নিয়েছেন ৪ উইকেট।
অস্ট্রেলিয়া এরপর যখন দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে, সেখানে ইনিংস সর্বোচ্চ ২০ রান করে অপরাজিত থাকেন অ্যালেক্স ক্যারি। অস্ট্রেলিয়ার এই উইকেটরক্ষক ব্যাটার ২০ বলের ইনিংসে দুটি চার মারেন। বুমরা দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৩ উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন আকাশ ও মোহাম্মদ সিরাজ।
দুই দিনের ব্যবধানে আবাহনী-বসুন্ধরা কিংস আবারও মুখোমুখি হলো। আবাহনীর সামনে সুযোগ ছিল দারুণ কিছু করে ফেডারেশন কাপের ফাইনালে হারের দুঃখ কিছুটা মোচন করার। সেটি তো সম্ভব হলোই না উল্টো বসুন্ধরার কাছে ২-০ গোলে হেরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপার দৌড়ে কিছুটা পিছিয়েই পড়ল তারা। দুই অর্ধের শুরুতে দুটি গোলই
২ মিনিট আগেকাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডে ভারত-পাকিস্তানের মধ্যে চলছে তুমুল উত্তেজনা। এর মধ্যেই ভারত সরকার পাকিস্তানের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সংবাদমাধ্যম, ইউটিউব চ্যানেল ব্লক করে দিয়েছে তাদের দেশে। রেহায় পায়নি ক্রীড়াঙ্গনের ব্যক্তিরাও। শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল ব্লক করেছে তারা। এবার ভারতীয় সংবাদমাধ্যমের প্রতি
১ ঘণ্টা আগেসাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আগস্টে নির্ধারিত ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। বিসিবি আশাবাদী যে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ যথাসময়েই হবে।
২ ঘণ্টা আগেতিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলতে নিউজিল্যান্ড ‘এ’ দল এখন বাংলাদেশে। প্রথম দুই ওয়ানডের দলে প্রথমে মোস্তাফিজুর রহমানকে রাখা হলেও আজ তাঁকে সরিয়ে নিয়েছে বিসিবির নির্বাচক প্যানেল। তাঁর বদলি হিসেবে ‘এ’ দলের ওয়ানডে দলে নেওয়া হয়েছে আরেক পেসার খালেদ আহমেদকে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জান
৩ ঘণ্টা আগে