Ajker Patrika

১ দিন পর বাংলাদেশের খেলা, সাকিব যোগ দিচ্ছেন কখন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ২০: ৩০
১ দিন পর বাংলাদেশের খেলা, সাকিব যোগ দিচ্ছেন কখন

চেন্নাইয়ে বাংলাদেশ পৌঁছেছে আরও দুই দিন আগে। গত দুই দিন টেস্ট ভেন্যু এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে শান্ত-লিটনরা ঝালিয়ে নিলেও ছিলেন না শুধু দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রশ্ন হচ্ছে, এক দিন পর ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট ম্যাচ, সাকিব দলে যোগ দিচ্ছেন কবে? 

দলীয় সূত্রে জানা গেছে, আজ রাতে চেন্নাইয়ে পৌঁছার কথা সাকিবের। কালকের অনুশীলনে তাঁর উপস্থিত থাকার কথা। পাকিস্তান সিরিজের পরই ইংল্যান্ডে চলে গিয়েছিলেন সাকিব। সেখানে সারের হয়ে একটি কাউন্টি ম্যাচ খেলেছেন তিনি। ম্যাচে ৯ উইকেট নিলেও ব্যাট হাতে সেভাবে জ্বলে উঠতে পারেননি। চার দিনের ম্যাচটি শেষে কদিন বিশ্রাম ও পরিবারের সঙ্গে কাটিয়েছেন সাকিব। সামাজিক মাধ্যমে তাঁর সঙ্গে স্ত্রী শিশিরের ছবিও দেখা গেছে। ইংল্যান্ড থেকে সাকিব দুবাইয়ে হয়ে আজ রাতে চেন্নাইয়ে আসার কথা বলেই জানা গেছে। 

আজ চেন্নাইয়ে নিজেদের প্রস্তুতি ও আসন্ন সিরিজ নিয়ে কথা বলেছেন বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলতে পারলে আমরা আরও উৎসাহিত হই। ভারতে আসা এবং তাদের বিপক্ষে খেলা এখনকার দিনে সবচেয়ে বড় চ্যালেঞ্চ। সেরা দলের বিপক্ষে খেললে আপনি বুঝতে পারবেন, ক্রীড়াবিদ হিসেবে আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন। আমরা সবসময় সেদিকে তাকাই।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই-অগাস্টে বাংলাদেশে কোনো গণহত্যা হয়নি: চিফ প্রসিকিউটর

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত