ক্রীড়া ডেস্ক
প্রবাত জয়াসুরিয়ার বল ফাইন লেগে পাঠিয়ে দুই রানের জন্য ছুটলেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় রান নেওয়ার পথে মাঝ উইকেট থেকে উদযাপনে মেতে ওঠেন মুশফিকুর রহিম। মূলত প্রথম রান নেওয়ার পরই শান্তর সেঞ্চুরি হয়ে গেল। সতীর্থের অর্জনে মুশফিকও বেশ উচ্ছ্বসিত। শান্ত অবশ্য দুই রান সম্পূর্ণ করে, তারপর ব্যাট ঝাঁকিয়ে আকাশ ছুঁতে চাইলেন লাফিয়ে, স্রষ্টার কাছে কৃতজ্ঞতা জানালেন সিজদায় পড়ে।
সময়টা ভালো যাচ্ছিল না ব্যাট হাতে। গল টেস্টে মাঠে নামার আগেও তাঁর নড়বড়ে ব্যাটিং নিয়ে কত আলোচনা। তবে চার বছর পর শ্রীলঙ্কার মাঠে টেস্ট খেলতে শান্ত ফেরালেন পাল্লেকেলের সুখস্মৃতি। ২০২১ সালের এপ্রিলে লঙ্কানদের বিপক্ষে টেস্টে নিজের প্রথম সেঞ্চুরি পেয়েছিলেন এই বাঁহাতি ব্যাটার। আজ গল আন্তর্জাতিক স্টেডিয়ামে তুলে নিলেন ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি। লাল বলে সবশেষ সেঞ্চুরি করেছিলেন ২০২৩ সালের নভেম্বরে সিলেটে টেস্টে, প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। অপেক্ষা করতে হয়েছে ১৯ মাস।
বাংলাদেশের শুরুটা হয়েছিল নাজুক। ৪৫ রানে হারায় টপ অর্ডারের ৩ ব্যাটার। চতুর্থ উইকেটে শান্ত ও মুশফিকুর রহিমের ১৯৯* রানের রেকর্ড জুটিতে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে চতুর্থ উইকেটে সর্বোচ্চ রানের জুটি। ২০১৮ সালে লিটন দাস ও মুমিনুল হক চতুর্থ উইকেটে ১৮০ রানের জুটি গড়েছিলেন। টেস্টে ২০ ও সব মিলিয়ে ৪৩ ইনিংস পর সেঞ্চুরি পেয়েছেন শান্ত। ২১৫ বলে ১০৪ রানে ব্যাটিং করছেন তিনি। ১১টি চারের সঙ্গে মেরেছেন. .১টি ছক্কা। তাঁর সঙ্গে মুশফিকও হাঁটছেন সেঞ্চুরির পথে। ৮৯ রানে অপরাজিত আছেন এই উইকেটরক্ষক-ব্যাটার।
বেশ কিছু দিন থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল শ্রীলঙ্কা সিরিজে ওপেনিংয়ে ব্যাটিং করবেন অধিনায়ক শান্ত। দেশ ছাড়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবেও এমন আভাস দিয়ে যান। কিন্তু গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলতে নারাজ অধিনায়ক। প্রতিপক্ষকে রহস্যের মধ্যেই রেখে দিয়েছিলেন তিনি। টেস্টে শান্ত আবার বেশির ভাগ ম্যাচে তিন নম্বরে ব্যাটিং করেছেন। তবে গত কয়েক ম্যাচে চার নম্বরেও নেমেছেন। তিন নম্বরে নেমেই ২০২১ সালে ১৬৩ রানের দারুণ এক ইনিংস খেলেন পাল্লেকেলে। তবে ওপেনিংয়েও খেলার অভিজ্ঞতা আছে তাঁর।
এবার শ্রীলঙ্কা সিরিজে মূলত দুজন ওপেনার নিয়ে সফরে গিয়েছে বাংলাদেশ। বিকল্প ভাবনায় শান্তর নাম স্বাভাবিকভাবেই আসছে। কিন্তু সংবাদ সম্মেলনে ব্যাটিং পজিশন নিয়ে জানতে চাইলে শান্ত বলেন, ‘আমার ব্যাটিংটা আসলে কোন জায়গায় হবে, এটা কালকেই (আজ) বলতে চাই। কারণ, আমি চাই না আমার যে প্রতিপক্ষ আছে, তারা আগে থেকে ওই ধারণাটা পেয়ে যাক। কাল (আজ) আমরা কী কম্বিনেশনে যাব, তার ওপর নির্ভর করে ১১ জনের দল সাজানো হবে।’
প্রতিপক্ষকে ধোঁয়াশায় রেখে আজ শান্ত ব্যাটিংয়ে নামলেন চার নম্বরে। করেছেন অসাধারণ এক সেঞ্চুরি। এ কারণেই তাহলে কথাটা ফাঁস করতে চাননি শান্ত?
প্রবাত জয়াসুরিয়ার বল ফাইন লেগে পাঠিয়ে দুই রানের জন্য ছুটলেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় রান নেওয়ার পথে মাঝ উইকেট থেকে উদযাপনে মেতে ওঠেন মুশফিকুর রহিম। মূলত প্রথম রান নেওয়ার পরই শান্তর সেঞ্চুরি হয়ে গেল। সতীর্থের অর্জনে মুশফিকও বেশ উচ্ছ্বসিত। শান্ত অবশ্য দুই রান সম্পূর্ণ করে, তারপর ব্যাট ঝাঁকিয়ে আকাশ ছুঁতে চাইলেন লাফিয়ে, স্রষ্টার কাছে কৃতজ্ঞতা জানালেন সিজদায় পড়ে।
সময়টা ভালো যাচ্ছিল না ব্যাট হাতে। গল টেস্টে মাঠে নামার আগেও তাঁর নড়বড়ে ব্যাটিং নিয়ে কত আলোচনা। তবে চার বছর পর শ্রীলঙ্কার মাঠে টেস্ট খেলতে শান্ত ফেরালেন পাল্লেকেলের সুখস্মৃতি। ২০২১ সালের এপ্রিলে লঙ্কানদের বিপক্ষে টেস্টে নিজের প্রথম সেঞ্চুরি পেয়েছিলেন এই বাঁহাতি ব্যাটার। আজ গল আন্তর্জাতিক স্টেডিয়ামে তুলে নিলেন ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি। লাল বলে সবশেষ সেঞ্চুরি করেছিলেন ২০২৩ সালের নভেম্বরে সিলেটে টেস্টে, প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। অপেক্ষা করতে হয়েছে ১৯ মাস।
বাংলাদেশের শুরুটা হয়েছিল নাজুক। ৪৫ রানে হারায় টপ অর্ডারের ৩ ব্যাটার। চতুর্থ উইকেটে শান্ত ও মুশফিকুর রহিমের ১৯৯* রানের রেকর্ড জুটিতে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে চতুর্থ উইকেটে সর্বোচ্চ রানের জুটি। ২০১৮ সালে লিটন দাস ও মুমিনুল হক চতুর্থ উইকেটে ১৮০ রানের জুটি গড়েছিলেন। টেস্টে ২০ ও সব মিলিয়ে ৪৩ ইনিংস পর সেঞ্চুরি পেয়েছেন শান্ত। ২১৫ বলে ১০৪ রানে ব্যাটিং করছেন তিনি। ১১টি চারের সঙ্গে মেরেছেন. .১টি ছক্কা। তাঁর সঙ্গে মুশফিকও হাঁটছেন সেঞ্চুরির পথে। ৮৯ রানে অপরাজিত আছেন এই উইকেটরক্ষক-ব্যাটার।
বেশ কিছু দিন থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল শ্রীলঙ্কা সিরিজে ওপেনিংয়ে ব্যাটিং করবেন অধিনায়ক শান্ত। দেশ ছাড়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবেও এমন আভাস দিয়ে যান। কিন্তু গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলতে নারাজ অধিনায়ক। প্রতিপক্ষকে রহস্যের মধ্যেই রেখে দিয়েছিলেন তিনি। টেস্টে শান্ত আবার বেশির ভাগ ম্যাচে তিন নম্বরে ব্যাটিং করেছেন। তবে গত কয়েক ম্যাচে চার নম্বরেও নেমেছেন। তিন নম্বরে নেমেই ২০২১ সালে ১৬৩ রানের দারুণ এক ইনিংস খেলেন পাল্লেকেলে। তবে ওপেনিংয়েও খেলার অভিজ্ঞতা আছে তাঁর।
এবার শ্রীলঙ্কা সিরিজে মূলত দুজন ওপেনার নিয়ে সফরে গিয়েছে বাংলাদেশ। বিকল্প ভাবনায় শান্তর নাম স্বাভাবিকভাবেই আসছে। কিন্তু সংবাদ সম্মেলনে ব্যাটিং পজিশন নিয়ে জানতে চাইলে শান্ত বলেন, ‘আমার ব্যাটিংটা আসলে কোন জায়গায় হবে, এটা কালকেই (আজ) বলতে চাই। কারণ, আমি চাই না আমার যে প্রতিপক্ষ আছে, তারা আগে থেকে ওই ধারণাটা পেয়ে যাক। কাল (আজ) আমরা কী কম্বিনেশনে যাব, তার ওপর নির্ভর করে ১১ জনের দল সাজানো হবে।’
প্রতিপক্ষকে ধোঁয়াশায় রেখে আজ শান্ত ব্যাটিংয়ে নামলেন চার নম্বরে। করেছেন অসাধারণ এক সেঞ্চুরি। এ কারণেই তাহলে কথাটা ফাঁস করতে চাননি শান্ত?
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১২ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৫ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১৬ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৭ ঘণ্টা আগে