Ajker Patrika

ভারতের মতো দুটি জাতীয় দল গড়তে চায় বিসিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভারতের মতো দুটি জাতীয় দল গড়তে চায় বিসিবি

করোনা মহামারিতে দীর্ঘদিন স্থবির থাকার পর বেড়েছে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা। স্থগিত হওয়া সিরিজ আয়োজনের পাশাপাশি বৈশ্বিক টুর্নামেন্টে খেলা নিয়েও ব্যস্ত সময় পার করছে দেশগুলো। সম্প্রতি ভারত একই সময় দুটি জাতীয় দল গঠন করে সিরিজ খেলেছে। বাংলাদেশও একই পথ অনুসরণ করার কথা ভাবছে বলে জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আজ বিসিবির বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে এমন কথা জানিয়েছেন বিসিবি সভাপতি।

আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনা (এফটিপি) অনুযায়ী নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশে সফরে আসার কথা আছে পাকিস্তানের। এই সিরিজের পরই ডিসেম্বরে শ্রীলঙ্কার বাংলাদেশ সফরে আসার কথা। আর ডিসেম্বর-জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। পাপন বলেন, ‘আমাদের দুইটা জাতীয় দল এক সঙ্গে খেলবে। আমার ধারণা, সে সময়টা আর খুব বেশি দূরে না। নভেম্বরে পাকিস্তান আসার কথা রয়েছে আমাদের দেশে। এর বাইরে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড সিরিজও আছে। সুতরাং (একসঙ্গে দুইটি জাতীয় দল) হতেই পারে।’ 

দুটি জাতীয় দল গঠন করলে অনেক নতুন ক্রিকেটারকে সুযোগ দিতে হবে। তাদের পারফরম্যান্স আশানুরূপ নাও হতে পারে। তাই ক্রিকেটারদের যথেষ্ট সময় দিতে হবে বলে মনে করেন বিসিবি সভাপতি। তিনি বলেছেন, ‘এমন পরিস্থিতিতে নতুন কিছু খেলোয়াড় জাতীয় দলে খেলবে, একটা-দুইটা ম্যাচ খারাপ খেলতে পারে, তাতে হুলুস্থুল করা যাবে না। একটু ধৈর্য ধরুন, সময় দিলে আমার ধারণা দুইটা জাতীয় দল গঠন করা সম্ভব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত