সেমিফাইনালে উঠতে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের দিকেই যে ‘পাখির চোখ’ ছিল অস্ট্রেলিয়ার। শেষ পর্যন্ত আফগানরা জেতায় অস্ট্রেলিয়ার বিদায় নিশ্চিত হয় সুপার এইটে। ডেভিড ওয়ার্নারের আন্তর্জাতিক ক্রিকেটের পথচলাও থেমে গেছে এখানেই।
আফগানিস্তানের কাছে পরশু সেন্ট ভিনসেন্টে ২১ রানে হেরে যাওয়ায় সেমিফাইনালে ওঠার পথে অনেক বড় ধাক্কা খায় অস্ট্রেলিয়া। অ্যান্টিগায় গতকাল যদি ভারতকে হারাত অস্ট্রেলিয়া, তা–ও নিশ্চিত হওয়া যেত না (অস্ট্রেলিয়ার সেমিফাইনালে ওঠা)। শেষ পর্যন্ত ভারতের কাছে অজিরা হেরে যায় ২৪ রানে। সেন্ট ভিনসেন্টে আজ বৃষ্টি আইনে বাংলাদেশকে ৮ রানে হারিয়ে সেমির টিকিট কাটে আফগানরা। অস্ট্রেলিয়ার সেমিতে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে ওয়ার্নারের আন্তর্জাতিক ক্যারিয়ারও শেষ হয়ে যায়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওয়ার্নারের পরিসংখ্যানের ছবি দিয়ে নিজেদের ফেসবুক পেজে অস্ট্রেলিয়া ছেলেদের ক্রিকেট দল লিখেছে, ‘সর্বকালের গ্রেটদের একজন। আপনাতে আমরা মিস করব।’
ভারত ম্যাচ শেষেই গতকাল ওয়ার্নারের অস্ট্রেলিয়ার জার্সিতে শেষ ইনিংস খেলার ইঙ্গিত পাওয়া গেছে। বিরাট কোহলির সঙ্গে কথা বলতে দেখা গেছে অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটারকে। হ্যাজলউড তখন জানিয়েছিলেন, ওয়ার্নারের বিদায়ের ব্যাপারটা নিশ্চিত হওয়া যাবে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের পর। শেষ পর্যন্ত ওয়ার্নারের অবসরের ব্যাপার নিশ্চিত হলে হ্যাজলউড বলেন, ‘যখন আপনি একজন ক্রিকেটারকে লম্বা সময়ের জন্য হারাবেন, সেটা সব সময়ই ভিন্ন কিছু। তবে আমাদের এগিয়ে যেতে হবে।’
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে যে অবসর নিচ্ছেন, সেটার পরিকল্পনা আগে থেকেই ছিল ওয়ার্নারের। ভারতের বিপক্ষে গতকাল ৬ বলে ৬ রান করেন তিনি। ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন সংস্করণ মিলে খেলেন ৩৮৩ ম্যাচ। যার মধ্যে রয়েছে ১১২ টেস্ট, ১৬১ ওয়ানডে ও ১১০ টি-টোয়েন্টি। ৪২.৩৯ গড়ে আন্তর্জাতিক ক্রিকেটে করেন ১৮৯৯৫ রান। সেঞ্চুরি করেছেন ৪৯টি, যেখানে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তিন অঙ্ক ছুঁয়েছেন ২৬, ২২ ও ১ ম্যাচে। তবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়ার প্রয়োজনে ওয়ার্নার খেলতে পারেন বলে জানা যায় এ বছরের শুরুতেই।
সেমিফাইনালে উঠতে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের দিকেই যে ‘পাখির চোখ’ ছিল অস্ট্রেলিয়ার। শেষ পর্যন্ত আফগানরা জেতায় অস্ট্রেলিয়ার বিদায় নিশ্চিত হয় সুপার এইটে। ডেভিড ওয়ার্নারের আন্তর্জাতিক ক্রিকেটের পথচলাও থেমে গেছে এখানেই।
আফগানিস্তানের কাছে পরশু সেন্ট ভিনসেন্টে ২১ রানে হেরে যাওয়ায় সেমিফাইনালে ওঠার পথে অনেক বড় ধাক্কা খায় অস্ট্রেলিয়া। অ্যান্টিগায় গতকাল যদি ভারতকে হারাত অস্ট্রেলিয়া, তা–ও নিশ্চিত হওয়া যেত না (অস্ট্রেলিয়ার সেমিফাইনালে ওঠা)। শেষ পর্যন্ত ভারতের কাছে অজিরা হেরে যায় ২৪ রানে। সেন্ট ভিনসেন্টে আজ বৃষ্টি আইনে বাংলাদেশকে ৮ রানে হারিয়ে সেমির টিকিট কাটে আফগানরা। অস্ট্রেলিয়ার সেমিতে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে ওয়ার্নারের আন্তর্জাতিক ক্যারিয়ারও শেষ হয়ে যায়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওয়ার্নারের পরিসংখ্যানের ছবি দিয়ে নিজেদের ফেসবুক পেজে অস্ট্রেলিয়া ছেলেদের ক্রিকেট দল লিখেছে, ‘সর্বকালের গ্রেটদের একজন। আপনাতে আমরা মিস করব।’
ভারত ম্যাচ শেষেই গতকাল ওয়ার্নারের অস্ট্রেলিয়ার জার্সিতে শেষ ইনিংস খেলার ইঙ্গিত পাওয়া গেছে। বিরাট কোহলির সঙ্গে কথা বলতে দেখা গেছে অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটারকে। হ্যাজলউড তখন জানিয়েছিলেন, ওয়ার্নারের বিদায়ের ব্যাপারটা নিশ্চিত হওয়া যাবে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের পর। শেষ পর্যন্ত ওয়ার্নারের অবসরের ব্যাপার নিশ্চিত হলে হ্যাজলউড বলেন, ‘যখন আপনি একজন ক্রিকেটারকে লম্বা সময়ের জন্য হারাবেন, সেটা সব সময়ই ভিন্ন কিছু। তবে আমাদের এগিয়ে যেতে হবে।’
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে যে অবসর নিচ্ছেন, সেটার পরিকল্পনা আগে থেকেই ছিল ওয়ার্নারের। ভারতের বিপক্ষে গতকাল ৬ বলে ৬ রান করেন তিনি। ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন সংস্করণ মিলে খেলেন ৩৮৩ ম্যাচ। যার মধ্যে রয়েছে ১১২ টেস্ট, ১৬১ ওয়ানডে ও ১১০ টি-টোয়েন্টি। ৪২.৩৯ গড়ে আন্তর্জাতিক ক্রিকেটে করেন ১৮৯৯৫ রান। সেঞ্চুরি করেছেন ৪৯টি, যেখানে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তিন অঙ্ক ছুঁয়েছেন ২৬, ২২ ও ১ ম্যাচে। তবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়ার প্রয়োজনে ওয়ার্নার খেলতে পারেন বলে জানা যায় এ বছরের শুরুতেই।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
৯ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১২ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৩ ঘণ্টা আগে