ক্রীড়া ডেস্ক
অর্থের ঝনঝনানি তো রয়েছেই। দেশি-বিদেশি অনেক তারকা ক্রিকেটার খেলেন বলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) থাকে অন্য রকম আবহ। কিন্তু ভারতের পারভেজ রসুলের আইপিএল নিয়ে কথাটা রীতিমতো চমক জাগানিয়া। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের চেয়ে ঢাকা প্রিমিয়ার লিগকে (ডিপিএল) এগিয়ে রাখছেন তিনি।
বাংলাদেশের ডিপিএলটা মূলত লিস্ট ‘এ’ ক্রিকেট। অন্যদিকে আইপিএল হয় টি-টোয়েন্টি সংস্করণে। এমনকি আইপিএলের জন্য আলাদা একটা স্লটও ভাগ করা থাকে। তখন আন্তর্জাতিক ক্রিকেটের চাপ কম থাকে। ভারতের পারভেজ আইপিএল, ডিপিএল দুই টুর্নামেন্টেই খেলার অভিজ্ঞতা রয়েছে। ইনস্টাগ্রামে কোনো এক অনুষ্ঠানে ভারতীয় এই ক্রিকেটার বলেন, ‘বাংলাদেশের ঢাকা লিগে পাঁচ বছর খেলেছি। ঢাকা লিগ আইপিএলের চেয়েও কঠিন। আইপিএল এবং ঢাকা লিগেও খেলেছি আমি।’
দুই টুর্নামেন্টেই খেলার অভিজ্ঞতা থাকায় আইপিএলের সঙ্গে ওয়ানডে ভিত্তিক ডিপিএলের তুলনা পারভেজ করতে পেরেছেন সহজেই। কেন ডিপিএল কঠিন, সেই ব্যাখ্যায় ভারতীয় ক্রিকেটার বলেন,‘আইপিএলে চুক্তি করা হয় মৌসুমের জন্য। খেলার সুযোগ এল কি এল না, সেটা বিবেচনা না করে চুক্তি করা হয়। একাদশে থাকা দলের ওপর নির্ভর করে। এক-দুই ম্যাচ খারাপ খেলে বাদ পড়লেও দলের সঙ্গে থাকা যায়। কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগে চাপ অনেক বেশি। কারণ, এখানে দুই ম্যাচের জন্য চুক্তি করা হয়। ভালো করলে টিকে যাবেন। তা না হলে ফেরার টিকিট ধরতে হবে।’
২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত ভারতের জার্সিতে কেবল ২ ম্যাচ খেলতে পেরেছেন পারভেজ। একটি করে ওয়ানডে ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। আইপিএলেও তেমন একটা ম্যাচ খেলার সুযোগ হয়নি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সানরাইজার্স হায়দরাবাদ, পুনে ওয়ারিয়র্স-এই তিন দল মিলে ১১ ম্যাচ খেলেছেন ভারতের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে। ৮.২১ ইকোনমিতে নিয়েছেন ৪ উইকেট। আইপিএলে দল না পাওয়ায় ডিপিএলে খেলা শুরু করেন পারভেজ। এখন পর্যন্ত গাজী গ্রুপ ক্রিকেটার্স, লেজেন্ডস অব রুপগঞ্জ, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ৪ মৌসুম খেলেছেন ভারতীয় এই ক্রিকেটার।
পারভেজ ছাড়াও ডিপিএলে অনেক বিদেশি তারকা খেলেছেন। অরুণ লাল,ওয়াসিম জাফর, অজয় জাদেজা,অরবিন্দ ডি সিলভা, সনাথ জয়াসুরিয়া, ওয়াসিম আকরামের মতো তারকারাও খেলেছেন এক সময়।
অর্থের ঝনঝনানি তো রয়েছেই। দেশি-বিদেশি অনেক তারকা ক্রিকেটার খেলেন বলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) থাকে অন্য রকম আবহ। কিন্তু ভারতের পারভেজ রসুলের আইপিএল নিয়ে কথাটা রীতিমতো চমক জাগানিয়া। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের চেয়ে ঢাকা প্রিমিয়ার লিগকে (ডিপিএল) এগিয়ে রাখছেন তিনি।
বাংলাদেশের ডিপিএলটা মূলত লিস্ট ‘এ’ ক্রিকেট। অন্যদিকে আইপিএল হয় টি-টোয়েন্টি সংস্করণে। এমনকি আইপিএলের জন্য আলাদা একটা স্লটও ভাগ করা থাকে। তখন আন্তর্জাতিক ক্রিকেটের চাপ কম থাকে। ভারতের পারভেজ আইপিএল, ডিপিএল দুই টুর্নামেন্টেই খেলার অভিজ্ঞতা রয়েছে। ইনস্টাগ্রামে কোনো এক অনুষ্ঠানে ভারতীয় এই ক্রিকেটার বলেন, ‘বাংলাদেশের ঢাকা লিগে পাঁচ বছর খেলেছি। ঢাকা লিগ আইপিএলের চেয়েও কঠিন। আইপিএল এবং ঢাকা লিগেও খেলেছি আমি।’
দুই টুর্নামেন্টেই খেলার অভিজ্ঞতা থাকায় আইপিএলের সঙ্গে ওয়ানডে ভিত্তিক ডিপিএলের তুলনা পারভেজ করতে পেরেছেন সহজেই। কেন ডিপিএল কঠিন, সেই ব্যাখ্যায় ভারতীয় ক্রিকেটার বলেন,‘আইপিএলে চুক্তি করা হয় মৌসুমের জন্য। খেলার সুযোগ এল কি এল না, সেটা বিবেচনা না করে চুক্তি করা হয়। একাদশে থাকা দলের ওপর নির্ভর করে। এক-দুই ম্যাচ খারাপ খেলে বাদ পড়লেও দলের সঙ্গে থাকা যায়। কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগে চাপ অনেক বেশি। কারণ, এখানে দুই ম্যাচের জন্য চুক্তি করা হয়। ভালো করলে টিকে যাবেন। তা না হলে ফেরার টিকিট ধরতে হবে।’
২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত ভারতের জার্সিতে কেবল ২ ম্যাচ খেলতে পেরেছেন পারভেজ। একটি করে ওয়ানডে ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। আইপিএলেও তেমন একটা ম্যাচ খেলার সুযোগ হয়নি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সানরাইজার্স হায়দরাবাদ, পুনে ওয়ারিয়র্স-এই তিন দল মিলে ১১ ম্যাচ খেলেছেন ভারতের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে। ৮.২১ ইকোনমিতে নিয়েছেন ৪ উইকেট। আইপিএলে দল না পাওয়ায় ডিপিএলে খেলা শুরু করেন পারভেজ। এখন পর্যন্ত গাজী গ্রুপ ক্রিকেটার্স, লেজেন্ডস অব রুপগঞ্জ, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ৪ মৌসুম খেলেছেন ভারতীয় এই ক্রিকেটার।
পারভেজ ছাড়াও ডিপিএলে অনেক বিদেশি তারকা খেলেছেন। অরুণ লাল,ওয়াসিম জাফর, অজয় জাদেজা,অরবিন্দ ডি সিলভা, সনাথ জয়াসুরিয়া, ওয়াসিম আকরামের মতো তারকারাও খেলেছেন এক সময়।
এশিয়া কাপের আগে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু সেই সিরিজ পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছরে। এশিয়া কাপের আগে তাই আর কোনো সিরিজ নেই তাদের।
৩ ঘণ্টা আগেএশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ভোর থেকেই ব্যস্ততা বাড়ে মিরপুরের হোম অব ক্রিকেটের জিমে। বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি জিম থেকে মূল মাঠ, আবার সেখান থেকে পল্টনের জাতীয় স্টেডিয়াম পর্যন্ত ছুটছেন একঝাঁক ক্রিকেটার নিয়ে। উদ্দেশ্য তাঁর একটাই ক্রিকেটারদের ফিটনেসকে পোক্ত করে তোলা। ভাল
৩ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
৪ ঘণ্টা আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
৫ ঘণ্টা আগে