ক্রীড়া ডেস্ক
চোটে পড়ায় এবারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম চার ম্যাচ খেলতে পারেননি জসপ্রীত বুমরা। ফেরার পরই দারুণ ছন্দে ভারতীয় এই পেসার। ছন্দে থাকা বুমরা এবার ভেঙেছেন মোস্তাফিজুর রহমানের একটি রেকর্ড।
স্বীকৃত টি-টোয়েন্টিতে পেসারদের মধ্যে তৃতীয় দ্রুততম বোলার হিসেবে ৩০০ উইকেট নেওয়ার কীর্তি গত রাতে গড়েছেন বুমরা। ভারতীয় এই পেসারের লেগেছে ২৩৭ ইনিংস। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের হাইনরিখ ক্লাসেনকে ফিরিয়ে ৩০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন বুমরা। ইনিংসের ১৯তম ওভারের শেষ বলে বুমরাকে ফ্লিক করতে গিয়ে ক্লাসেন ডিপ স্কয়ার লেগে তিলক ভার্মার তালুবন্দী হয়েছেন। বুমরার রেকর্ডের রাতে পেছনে পড়ে গেলেন মোস্তাফিজ। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩০০ উইকেট নিতে বাংলাদেশের বাঁহাতি পেসারের লেগেছে ২৪১ ইনিংস, যা পেসারদের মধ্যে চতুর্থ দ্রুততম।
স্বীকৃত টি-টোয়েন্টিতে ২০৮ ইনিংসে ৩০০ উইকেট নিয়ে দ্রুততম পেসার অ্যান্ড্রু পেসার। এই তালিকায় দুইয়ে রয়েছেন লাসিথ মালিঙ্গা। শ্রীলঙ্কার পেসারের ৩০০ উইকেট নিতে লেগেছে ২১৭ ইনিংস। মোস্তাফিজের পরে এই তালিকায় আছেন টিম সাউদি। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩০০ উইকেট নিতে সাউদির লেগেছে ২৪৮ ইনিংস।
বুমরার রেকর্ড গড়ার দিনে মুম্বাই ইন্ডিয়ান্স জিতেছে হেসেখেলে। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া সানরাইজার্স হায়দরাবাদ ২০ ওভারে ৮ উইকেটে করেছে ১৪৩ রান। ম্যাচে নিজের একেবারে শেষ বলে উইকেট পেলেও ৪ ওভারে খরচ করেন ৩৯ রান। জবাবে মুম্বাই ১৫.৪ ওভারে ৩ উইকেটে ১৪৬ রান করে ফেলে। ২৬ বল হাতে রেখে ৭ উইকেটের জয়ে তারা এখন পয়েন্ট তালিকার তিনে। ৯ ম্যাচে ৫ জয় ও ৪ হারে তাদের পয়েন্ট ১০ ও নেট রানরেট +০.৬৭৩।
মুম্বাইয়ের সমান ১০ পয়েন্ট হলেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস রয়েছে চার, পাঁচ ও ছয় নম্বরে। ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে গুজরাট টাইটান্স ও দিল্লি ক্যাপিটালস। বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বাংলাদেশ সময় আজ রাত ৮টায় শুরু হবে বেঙ্গালুরু-রাজস্থান ম্যাচ।
পেসারদের মধ্যে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৬৩১ উইকেট নিয়েছেন ডোয়াইন ব্রাভো। ৫৮২ ম্যাচের মধ্যে বোলিং করেছেন ৫৪৬ ইনিংসে। এবারের আইপিএলে তিনি কলকাতা নাইট রাইডার্সের মেন্টর। দুই ও তিনে থাকা আন্দ্রে রাসেল ও ক্রিস জর্ডান নিয়েছেন ৪৭২ ও ৪১৯ উইকেট। এই তালিকায় আট নম্বরে থাকা মোস্তাফিজের উইকেট ৩৫১। ২৭৯ ইনিংসে বোলিং করে বাংলাদেশের বাঁহাতি পেসার ৩৫০-এর বেশি উইকেট পেয়েছেন। সব মিলিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারী রশিদ খানের উইকেট ৬৪০। আফগান লেগস্পিনারের পরে এই তালিকায় ব্রাভো।
পেসারদের মধ্যে স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্রুততম ৩০০ উইকেট নেওয়া পাঁচ বোলার
ইনিংস
অ্যান্ড্রু টাই ২০৮
লাসিথ মালিঙ্গা ২১৭
জসপ্রীত বুমরা ২৩৭
মোস্তাফিজুর রহমান ২৪১
টিম সাউদি ২৪৮
*২০২৫-এর ২৩ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ-মুম্বাই ইন্ডিয়ানস ম্যাচ পর্যন্ত
চোটে পড়ায় এবারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম চার ম্যাচ খেলতে পারেননি জসপ্রীত বুমরা। ফেরার পরই দারুণ ছন্দে ভারতীয় এই পেসার। ছন্দে থাকা বুমরা এবার ভেঙেছেন মোস্তাফিজুর রহমানের একটি রেকর্ড।
স্বীকৃত টি-টোয়েন্টিতে পেসারদের মধ্যে তৃতীয় দ্রুততম বোলার হিসেবে ৩০০ উইকেট নেওয়ার কীর্তি গত রাতে গড়েছেন বুমরা। ভারতীয় এই পেসারের লেগেছে ২৩৭ ইনিংস। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের হাইনরিখ ক্লাসেনকে ফিরিয়ে ৩০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন বুমরা। ইনিংসের ১৯তম ওভারের শেষ বলে বুমরাকে ফ্লিক করতে গিয়ে ক্লাসেন ডিপ স্কয়ার লেগে তিলক ভার্মার তালুবন্দী হয়েছেন। বুমরার রেকর্ডের রাতে পেছনে পড়ে গেলেন মোস্তাফিজ। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩০০ উইকেট নিতে বাংলাদেশের বাঁহাতি পেসারের লেগেছে ২৪১ ইনিংস, যা পেসারদের মধ্যে চতুর্থ দ্রুততম।
স্বীকৃত টি-টোয়েন্টিতে ২০৮ ইনিংসে ৩০০ উইকেট নিয়ে দ্রুততম পেসার অ্যান্ড্রু পেসার। এই তালিকায় দুইয়ে রয়েছেন লাসিথ মালিঙ্গা। শ্রীলঙ্কার পেসারের ৩০০ উইকেট নিতে লেগেছে ২১৭ ইনিংস। মোস্তাফিজের পরে এই তালিকায় আছেন টিম সাউদি। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩০০ উইকেট নিতে সাউদির লেগেছে ২৪৮ ইনিংস।
বুমরার রেকর্ড গড়ার দিনে মুম্বাই ইন্ডিয়ান্স জিতেছে হেসেখেলে। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া সানরাইজার্স হায়দরাবাদ ২০ ওভারে ৮ উইকেটে করেছে ১৪৩ রান। ম্যাচে নিজের একেবারে শেষ বলে উইকেট পেলেও ৪ ওভারে খরচ করেন ৩৯ রান। জবাবে মুম্বাই ১৫.৪ ওভারে ৩ উইকেটে ১৪৬ রান করে ফেলে। ২৬ বল হাতে রেখে ৭ উইকেটের জয়ে তারা এখন পয়েন্ট তালিকার তিনে। ৯ ম্যাচে ৫ জয় ও ৪ হারে তাদের পয়েন্ট ১০ ও নেট রানরেট +০.৬৭৩।
মুম্বাইয়ের সমান ১০ পয়েন্ট হলেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস রয়েছে চার, পাঁচ ও ছয় নম্বরে। ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে গুজরাট টাইটান্স ও দিল্লি ক্যাপিটালস। বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বাংলাদেশ সময় আজ রাত ৮টায় শুরু হবে বেঙ্গালুরু-রাজস্থান ম্যাচ।
পেসারদের মধ্যে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৬৩১ উইকেট নিয়েছেন ডোয়াইন ব্রাভো। ৫৮২ ম্যাচের মধ্যে বোলিং করেছেন ৫৪৬ ইনিংসে। এবারের আইপিএলে তিনি কলকাতা নাইট রাইডার্সের মেন্টর। দুই ও তিনে থাকা আন্দ্রে রাসেল ও ক্রিস জর্ডান নিয়েছেন ৪৭২ ও ৪১৯ উইকেট। এই তালিকায় আট নম্বরে থাকা মোস্তাফিজের উইকেট ৩৫১। ২৭৯ ইনিংসে বোলিং করে বাংলাদেশের বাঁহাতি পেসার ৩৫০-এর বেশি উইকেট পেয়েছেন। সব মিলিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারী রশিদ খানের উইকেট ৬৪০। আফগান লেগস্পিনারের পরে এই তালিকায় ব্রাভো।
পেসারদের মধ্যে স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্রুততম ৩০০ উইকেট নেওয়া পাঁচ বোলার
ইনিংস
অ্যান্ড্রু টাই ২০৮
লাসিথ মালিঙ্গা ২১৭
জসপ্রীত বুমরা ২৩৭
মোস্তাফিজুর রহমান ২৪১
টিম সাউদি ২৪৮
*২০২৫-এর ২৩ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ-মুম্বাই ইন্ডিয়ানস ম্যাচ পর্যন্ত
কাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
৪ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
৫ ঘণ্টা আগে৩ উইকেটে ২০৪ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ দল। তৃতীয় সেশনেও ব্যাটিংটা ভালোই করছিলেন স্বাগতিক ব্যাটাররা। দলীয় ২৫৯ রান পর্যন্ত ছিল সেই তিন উইকেটই। কিন্তু শেষ বিকেলে ভিনসেন্ট মাসেকেসার ঘূর্ণি জাদুতে বেশ এলোমেলো হয়ে যায় ব্যাটিং। শেষ ৩০ রানে ৪ উইকেট হারিয়েছে তারা। তবু ৬৪ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ
৬ ঘণ্টা আগে