ক্রীড়া ডেস্ক
হেডিংলিতে সিরিজের প্রথম টেস্টে রেকর্ডের ডালি সাজিয়ে বসে ভারত। শুবমান গিল, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্তদের ব্যাটে ছুটেছে রানের ফোয়ারা। তবে রেকর্ডের বন্যা বইয়ে দেওয়া ভারতের সব চেষ্টা বৃথা হয়েছে ইংল্যান্ডের বাজবলের কাছে।
নতুন টেস্ট অধিনায়ক শুবমান গিলের অধীনে ভারত হেডিংলিতে প্রথম ইনিংসেই রানের বন্যা বইয়ে দেয়। গিল তো বটেই, সেই ইনিংসে জয়সওয়াল, পন্তের ব্যাটেও এসেছে সেঞ্চুরি। প্রথম ইনিংসে ভারত করেছে ৪৭১ রান। দ্বিতীয় ইনিংসে ফের সেঞ্চুরি করেন পন্ত। এবার সেঞ্চুরি করেন লোকেশ রাহুল। দ্বিতীয় ইনিংসে ভারত ৩৬৪ রান করলে দুই ইনিংস মিলিয়ে ভারতের স্কোর হয়েছে ৮৩৫ রান। ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৭১ রানের। স্বাগতিকেরা ঠান্ডা মাথায় এই লক্ষ্য তাড়া করে জিতেছে। হেডিংলিতে গতকাল বৃষ্টি বারবার বাগড়া দিলেও পাল্টা আক্রমণে ৫ উইকেটে জিতেছে ইংলিশরা।
এক টেস্টে সর্বোচ্চ ৫ সেঞ্চুরি করে ম্যাচ হারের বিব্রতকর রেকর্ডটা হয়ে গেল ভারতেরই। এমনকি ৮৩৫ রান করে ম্যাচ হেরে গিয়ে বেশি রানে করে ম্যাচ হারের তালিকায় ভারত তিনে অবস্থান করছে। রানের পাহাড় গড়া ভারত এই ম্যাচটা হেরেছে নিজেদের ভুলেই। প্রথম ইনিংসে ৪১ রানে শেষ ৭ উইকেট হারানো ভারত দ্বিতীয় ইনিংসে শেষ ৬ উইকেট হারিয়েছে ৩১ রানে। এ ছাড়া যশস্বী জয়সওয়াল চারটা ক্যাচ মিস করেছেন এই ম্যাচে, যার মধ্যে গতকাল ৯৭ রানে বেন ডাকেট জীবন পেয়েছেন জয়সওয়ালের সৌজন্যেই। এমনকি রবীন্দ্র জাদেজার হাত থেকেও ক্যাচ ফসকেছে।
প্রথম টেস্ট শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় অধিনায়ক গিল হারের দায় স্বীকার করেছেন। ভারতের টেস্ট অধিনায়ক বলেন, ‘আমার মতে, দারুণ একটা টেস্ট ছিল। আমাদের সুযোগ ছিল। তবে আমরা ক্যাচ ছেড়েছি। আমাদের লোয়ার অর্ডার ঠিকমতো অবদান রাখতে পারেনি। তবে এই দল নিয়ে অনেক গর্বিত এবং দারুণ চেষ্টা করেছে দল।’
প্রথম ইনিংসে জসপ্রীত বুমরা ৫ উইকেট নিলেও ভারতের অন্যান্য বোলার মুক্ত হস্তে রান বিলিয়েছেন। বোলার-ফিল্ডারদের ব্যর্থতার সুযোগ কাজে লাগিয়ে ইংল্যান্ড প্রথম ইনিংসে ৪৬৫ রান করেছে। দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর একটা পর্যায়ে ছিল ৪ উইকেটে ৩৩৩ রান। লিডসহ হিসাব করলে ৩৩৯ রান। বড় লক্ষ্য দেওয়ার ভাবনায় যখন ভারত, তখন ৩১ রানে শেষ ৬ উইকেট হারিয়েছে। দুই ইনিংসে লোয়ার অর্ডারদের ব্যর্থতা চোখে পড়েছে স্পষ্ট। হতাশ গিল বলেন, ‘আমরা গতকাল (পরশু) চিন্তা করেছি ৪৩০-এর আশপাশে রান করে ইনিংস ঘোষণা করব। দুর্ভাগ্যবশত আমরা ৬ উইকেট হারিয়েছি মাত্র ২০-২৫ রান যোগ করেই, যেটা কখনোই ভালো কিছুর বার্তা দেয় না।’
৫ উইকেটে জিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। ২ জুলাই এজবাস্টনে শুরু হচ্ছে ইংল্যান্ড-ভারত সিরিজের দ্বিতীয় টেস্ট। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টেস্টের ভেন্যু এজবাস্টন, লর্ডস, ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড ও লন্ডনের দ্য ওভাল। শেষ টেস্ট শুরু হবে ৩১ জুলাই।
টেস্টে পরাজিত দলের এক ম্যাচে একাধিক সেঞ্চুরি
সেঞ্চুরি | পরাজিত দল | প্রতিপক্ষ | সাল |
---|---|---|---|
৫ | ভারত | ইংল্যান্ড | ২০২৫ |
৪ | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ১৯২৮-২৯ |
বেশি রান করেও টেস্ট হারের রেকর্ড
রান | দল | প্রতিপক্ষ | সাল |
---|---|---|---|
৮৬১ | ইংল্যান্ড | অস্ট্রেলিয়া | ১৯৪৮ |
৮৪৭ | পাকিস্তান | ইংল্যান্ড | ২০২২ |
৮৬১ | নিউজিল্যান্ড | ইংল্যান্ড | ২০২২ |
৮৩৫ | ভারত | ইংল্যান্ড | ২০২৫ |
হেডিংলিতে সিরিজের প্রথম টেস্টে রেকর্ডের ডালি সাজিয়ে বসে ভারত। শুবমান গিল, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্তদের ব্যাটে ছুটেছে রানের ফোয়ারা। তবে রেকর্ডের বন্যা বইয়ে দেওয়া ভারতের সব চেষ্টা বৃথা হয়েছে ইংল্যান্ডের বাজবলের কাছে।
নতুন টেস্ট অধিনায়ক শুবমান গিলের অধীনে ভারত হেডিংলিতে প্রথম ইনিংসেই রানের বন্যা বইয়ে দেয়। গিল তো বটেই, সেই ইনিংসে জয়সওয়াল, পন্তের ব্যাটেও এসেছে সেঞ্চুরি। প্রথম ইনিংসে ভারত করেছে ৪৭১ রান। দ্বিতীয় ইনিংসে ফের সেঞ্চুরি করেন পন্ত। এবার সেঞ্চুরি করেন লোকেশ রাহুল। দ্বিতীয় ইনিংসে ভারত ৩৬৪ রান করলে দুই ইনিংস মিলিয়ে ভারতের স্কোর হয়েছে ৮৩৫ রান। ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৭১ রানের। স্বাগতিকেরা ঠান্ডা মাথায় এই লক্ষ্য তাড়া করে জিতেছে। হেডিংলিতে গতকাল বৃষ্টি বারবার বাগড়া দিলেও পাল্টা আক্রমণে ৫ উইকেটে জিতেছে ইংলিশরা।
এক টেস্টে সর্বোচ্চ ৫ সেঞ্চুরি করে ম্যাচ হারের বিব্রতকর রেকর্ডটা হয়ে গেল ভারতেরই। এমনকি ৮৩৫ রান করে ম্যাচ হেরে গিয়ে বেশি রানে করে ম্যাচ হারের তালিকায় ভারত তিনে অবস্থান করছে। রানের পাহাড় গড়া ভারত এই ম্যাচটা হেরেছে নিজেদের ভুলেই। প্রথম ইনিংসে ৪১ রানে শেষ ৭ উইকেট হারানো ভারত দ্বিতীয় ইনিংসে শেষ ৬ উইকেট হারিয়েছে ৩১ রানে। এ ছাড়া যশস্বী জয়সওয়াল চারটা ক্যাচ মিস করেছেন এই ম্যাচে, যার মধ্যে গতকাল ৯৭ রানে বেন ডাকেট জীবন পেয়েছেন জয়সওয়ালের সৌজন্যেই। এমনকি রবীন্দ্র জাদেজার হাত থেকেও ক্যাচ ফসকেছে।
প্রথম টেস্ট শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় অধিনায়ক গিল হারের দায় স্বীকার করেছেন। ভারতের টেস্ট অধিনায়ক বলেন, ‘আমার মতে, দারুণ একটা টেস্ট ছিল। আমাদের সুযোগ ছিল। তবে আমরা ক্যাচ ছেড়েছি। আমাদের লোয়ার অর্ডার ঠিকমতো অবদান রাখতে পারেনি। তবে এই দল নিয়ে অনেক গর্বিত এবং দারুণ চেষ্টা করেছে দল।’
প্রথম ইনিংসে জসপ্রীত বুমরা ৫ উইকেট নিলেও ভারতের অন্যান্য বোলার মুক্ত হস্তে রান বিলিয়েছেন। বোলার-ফিল্ডারদের ব্যর্থতার সুযোগ কাজে লাগিয়ে ইংল্যান্ড প্রথম ইনিংসে ৪৬৫ রান করেছে। দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর একটা পর্যায়ে ছিল ৪ উইকেটে ৩৩৩ রান। লিডসহ হিসাব করলে ৩৩৯ রান। বড় লক্ষ্য দেওয়ার ভাবনায় যখন ভারত, তখন ৩১ রানে শেষ ৬ উইকেট হারিয়েছে। দুই ইনিংসে লোয়ার অর্ডারদের ব্যর্থতা চোখে পড়েছে স্পষ্ট। হতাশ গিল বলেন, ‘আমরা গতকাল (পরশু) চিন্তা করেছি ৪৩০-এর আশপাশে রান করে ইনিংস ঘোষণা করব। দুর্ভাগ্যবশত আমরা ৬ উইকেট হারিয়েছি মাত্র ২০-২৫ রান যোগ করেই, যেটা কখনোই ভালো কিছুর বার্তা দেয় না।’
৫ উইকেটে জিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। ২ জুলাই এজবাস্টনে শুরু হচ্ছে ইংল্যান্ড-ভারত সিরিজের দ্বিতীয় টেস্ট। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টেস্টের ভেন্যু এজবাস্টন, লর্ডস, ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড ও লন্ডনের দ্য ওভাল। শেষ টেস্ট শুরু হবে ৩১ জুলাই।
টেস্টে পরাজিত দলের এক ম্যাচে একাধিক সেঞ্চুরি
সেঞ্চুরি | পরাজিত দল | প্রতিপক্ষ | সাল |
---|---|---|---|
৫ | ভারত | ইংল্যান্ড | ২০২৫ |
৪ | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ১৯২৮-২৯ |
বেশি রান করেও টেস্ট হারের রেকর্ড
রান | দল | প্রতিপক্ষ | সাল |
---|---|---|---|
৮৬১ | ইংল্যান্ড | অস্ট্রেলিয়া | ১৯৪৮ |
৮৪৭ | পাকিস্তান | ইংল্যান্ড | ২০২২ |
৮৬১ | নিউজিল্যান্ড | ইংল্যান্ড | ২০২২ |
৮৩৫ | ভারত | ইংল্যান্ড | ২০২৫ |
ফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখত কাজ চালিয়ে যাবেন তিনি।
১৪ মিনিট আগেবাফুফে ভবনের চার তলায় থাকেন নারী ফুটবলাররা। ক্যাম্পের খাবার নিয়ে প্রায়ই সমালোচনা করতে দেখা যায় কোচ পিটার বাটলার। ফুটবলারদের মধ্যে সঠিক পুষ্টির অভাবও দেখতে পান তিনি। বাটলার কথার সঙ্গে খুব একটা একমত নন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।
১ ঘণ্টা আগেখেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
২ ঘণ্টা আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
৩ ঘণ্টা আগে