Ajker Patrika

বাংলাদেশের ম্যাচে প্রথম কোনো নারী আম্পায়ার

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ১৪: ৫৩
বাংলাদেশের ম্যাচে প্রথম কোনো নারী আম্পায়ার

নারী ক্রিকেটে পুরুষ আম্পায়ার ম্যাচ পরিচালনা করছেন, এটা পরিচিত এক দৃশ্য। তবে পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে নারী আম্পায়ারের উপস্থিতি তেমন একটা দেখা যায় না। এ বছরের এপ্রিলে তেমনি এক ইতিহাস তৈরি করেছিলেন কিম কটন। 

আইসিসির পূর্ণ সদস্য দলের ম্যাচে আম্পায়ারিং করেন কটন। নিজ দেশের মাঠে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কার ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে ছিলেন কিউই এই আম্পায়ার। ৮ মাস পর এবার আরেকটি ইতিহাস তাঁর হাত ধরে। সেটা অবশ্য বাংলাদেশের দিক থেকে। আজ মাউন্ট মঙ্গানুইয়েতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ম্যাচ পরিচালনা করেছেন কটন। সব সংস্করণ মিলিয়ে বাংলাদেশের কোনো ম্যাচে প্রথম নারী আম্পায়ার ৪৫ বছর বয়সী কিউই। এর আগে ৭৩২টি আন্তর্জাতিক ম্যাচের কোনোটিতেই নারী আম্পায়ার পায়নি বাংলাদেশ। 

বাংলাদেশের ম্যাচে এর আগে কোনো নারী আম্পায়ার ছিল কিনা এটা নিশ্চিত করার জন্য শরফুদৌল্লা ইবনে শহীদ সৈকতের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনাকারী এই আম্পায়ারেরও মনে হয়েছে, কটনই বাংলাদেশ পুরুষ দলের ম্যাচে প্রথম নারী আম্পায়ার। 

পুরুষ ক্রিকেটে প্রথম নারী ম্যাচ পরিচালনাকারী হচ্ছেন ক্লেয়ার পোলোসাক। ২০১৯ সালে ওমান-নামিবিয়ার ওয়ানডে ম্যাচে আম্পায়ার ছিলেন ৩৫ বছর বয়সী অস্ট্রেলিয়ান। পুরুষদের টেস্ট ক্রিকেটের প্রথম ম্যাচ অফিশিয়ালও তিনি। ২০২২ সালে সিডনিতে ভারত-অস্ট্রেলিয়ার টেস্টে চতুর্থ আম্পায়ার ছিলেন তিনি।

বিসিবির আম্পায়ারদের কোচ এনামুল হক মনিও জানালেন, কটনই বাংলাদেশ পু্রুষ দলের কোনো আন্তর্জাতিক ম্যাচের প্রথম নারী আম্পায়ার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোদিজি—বিহারে কোনো বাংলাদেশি নেই, তবে দিল্লিতে আপনার বোন বসে আছেন: ওয়াইসি

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, বৃষ্টি কবে— জানাল আবহাওয়া অধিদপ্তর

পাঁচ দিন পর উদ্ধার বৈষম্যবিরোধী নেতা মামুন, হাসপাতালে ভর্তি

জাতিসংঘে ইসরায়েলকে তুলোধুনো করলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট, মাথায় চুমু দিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট

টনি ব্লেয়ারের নেতৃত্বেই হতে পারে গাজার অন্তর্বর্তী কর্তৃপক্ষ, কিন্তু তিনিই কেন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত