Ajker Patrika

চোখের কোণে মাহমুদউল্লাহর জল ছলছল

নিজস্ব প্রতিবেদক, দিল্লি থেকে
আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ১৯: ১৮
চোখের কোণে মাহমুদউল্লাহর জল ছলছল

২০১৯ সালের ৩ নভেম্বর। সেদিন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সেই প্রথমবারের মতো ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে জয় পেয়েছিল। শিবম দুবেকে মিড উইকেট দিয়ে পুল করে ছক্কা মেরে ফিনিশার হিসেবে জয় নিশ্চিত করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। 

তবে সেই মাহমুদউল্লাহ আর বর্তমান মাহমুদউল্লাহর মধ্যে পার্থক্য অনেক। সময়ের সঙ্গে যেমন বয়স বেড়েছে, পারফরম্যান্সের ধারাবাহিকতাও কমে গেছে। আর তাই দিল্লির সেই স্টেডিয়ামেই, প্রায় ৩৯ বছর বয়সে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বিদায়ের ঘোষণা দিলেন তিনি। 

আজ সংবাদ সম্মেলনে তাঁর চোখ ছলছল, কণ্ঠ ভারী হয়ে আসছিল তাঁর। চোখের কোনে জমে থাকা জল অরুণ জেটলির মেঝেতে পড়েনি, তবে সেই জলের ফোঁটাগুলো যেন ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলোর মতোই তিনি ধরে রেখেছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত। 

অবসর নিয়ে মাহমুদউল্লাহ দিল্লিতে আজ বললেন, ‘বিদায় বেলায় আমার কোনো আফসোস নেই। সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। আমার মনে হয়েছে, এটাই সঠিক সময় নিজেকে থামানোর। আমি আগে থেকেই ভেবে এসেছি, এখানেই এই ঘোষণা দেবো। আমি ওয়ানডে ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করব।’ 

বিদায়ের নেওয়ার মুহূর্তে মাহমুদউল্লাহ স্মরণ করলেন তাঁর ক্যারিয়ারের সেরা সময় শ্রীলঙ্কার নিদাহাস ট্রফির সেমিফাইনাল থেকে ফাইনাল পর্যন্ত সেই অনবদ্য ইনিংস দুটি কথা, ‘ক্যারিয়ারে কতটা সফল হয়েছি তা আমি বলতে পারব না। তবে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। অনেক সময় সফল হয়েছি, অনেক সময় হইনি। তবে এসব নিয়ে এখন আর ভাবছি না।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত