Ajker Patrika

বৃষ্টিতে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের বিশেষ উপায়

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১৫: ২১
বৃষ্টিতে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের বিশেষ উপায়

এবার এশিয়া কাপের সূচি যে ‘খেলা’ দেখাচ্ছে, সেটিও কম ব্যতিক্রম নয়! অনেক জলঘোলার পর হাইব্রিড মডেলেই এশিয়া কাপ আয়োজন হচ্ছে। কিন্তু সেখানেই শেষ নয়। বৃষ্টিবাগড়ায় কলম্বোয় খেলা হবে কি হবে না, তা নিয়ে অনেক আলোচনা। শেষমেশ কলম্বোয় সুপার ফোরের বাকি অংশ হলেও এখন আবার একটু পরিবর্তন। 

সূচি অনুযায়ী, ফাইনালের কোনো রিজার্ভ ডে নেই। তবে ক্রিকইনফো বলছে, কলম্বোর বৃষ্টি মাথায় রেখে  ফাইনালের রিজার্ভ ডে থাকবে। যদিও ভেন্যু আয়োজক শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড এখনো বিষয়টি নিশ্চিত করেনি। তারা শুধু একটি ম্যাচের রিজার্ভ ডের কথা আজ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। 

 ম্যাচটি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত–পাকিস্তানের। ১০ সেপ্টেম্বরের ম্যাচটি যদি বৃষ্টি কিংবা বৈরি আবহাওয়ার কারণে না হয় তবে পরের দিন পুনরায় হবে।  বৃষ্টির কারণে ক্যান্ডিতে ভারত–পাকিস্তান ম্যাচ পরিত্যাক্ত হয়েছিল। ম্যাচটি ভেস্তে যাওয়ায় বিপুল অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে আয়োজক ও সম্প্রচার কর্তৃপক্ষের। গত বছর থেকে এশিয়া কাপ যে সূচি মেনে হচ্ছে, তাতে অন্তত দুটি, সর্বোচ্চ তিনটি ভারত–পাকিস্তান ম্যাচ আয়োজনের সুযোগ থাকে। আর ভারত–পাকিস্তান ম্যাচ দিয়েই আসলে বড় অঙ্কের রাজস্ব আয় হয় এসিসির। এখন কলম্বোয় যদি দুই দলের লড়াই ভেসে যায় বৃষ্টিতে, আরও বড় আর্থিক ক্ষতি হবে আয়োজকদের। সে কারণেই বিশেষ ব্যবস্থায় দুই দলের এই ম্যাচটির জন্য রিজার্ভ ডে রেখেছে এসিসি। 

মজার ব্যাপার, শুধু ভারত-পাকিস্তান ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখতে টুর্নামেন্টের মাঝপথে নিয়ম পরিবর্তন করল এসিসি। সুপার ফোরের বাকি ম্যাচগুলো নিয়ে তাদের যেন কোনো চিন্তাই নেই!

গত কিছুদিন ধরেই বৃষ্টি হচ্ছে শ্রীলঙ্কার রাজধানী শহর কলম্বোয়। কলম্বোয় অবস্থানরত আজকের পত্রিকার প্রতিনিধি রানা আব্বাস জানাচ্ছেন, আজ সকাল থেকে অবশ্য কলম্বোর আবহাওয়া তুলনামূলক ভালো। খুব একটা বৃষ্টি হয়নি।  তবে আবহাওয়ার পূর্বাভাসে, আগামীকাল আবার বাংলাদেশ–শ্রীলঙ্কা ম্যাচে বৃষ্টির হানা দেওয়ার সম্ভাবনা আছে। 

 সুপার ফোরের ম্যাচ কলম্বোর জায়গায় হাম্বানটোটায় সরিয়ে নেওয়ার কথা শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত ভারত রাজি না হওয়ায় সুপার ফোরের সূচি পরিবর্তন হয়নি। আগের সূচি অনুযায়ী কলম্বোতেই ম্যাচ রেখেছে এসিসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত