নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অস্ট্রেলিয়াকে টি–টোয়েন্টি সিরিজে ৪–১ ব্যবধানে বিধ্বস্ত করার পথে দুর্দান্ত খেলেছেন সাকিব আল হাসান। সিরিজসেরার পুরস্কার উঠেছে বাঁহাতি অলরাউন্ডারের হাতে। বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর আশা, সাকিবের এই ছন্দ অব্যাহত থাকবে সামনেও।
আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর বোলিংয়ে নিয়মিত ভালো করলেও ব্যাট প্রত্যাশা অনুযায়ী হচ্ছিল না সাকিবের। জিম্বাবুয়ে সফরে ব্যাটিং–বোলিং দুটিতেই ছন্দে ফিরেছেন বাঁহাতি অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার সিরিজেও সেটা ধরে রেখেছেন। সেটির পুরস্কার হিসেবে পেয়েছেন আইসিসির দুটি স্বীকৃতিও। হয়েছেন জুলাই মাসের সেরা খেলোয়াড় ও উঠেছেন টি–টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে।
আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গোর প্রত্যাশা সাকিবের এই ছন্দ থাকবে সামনেও, ‘সাকিবের যে নিবেদন, সেটা দুর্দান্ত। জাতীয় দলে সে খুবই পরিশ্রমী খেলোয়াড়। এটা শুধু দক্ষতার ব্যাপার না। বাংলাদেশের খেলার সময় সে যেমন মানসিকতা দেখায়, তা দারুণ। গত কয়েক মাস তার মাইন্ড-সেট খুব ভালো অবস্থায় আছে। সে যেভাবে খেলেছে, আমি তৃপ্ত। সে সব সময় ভালো করে। নিশ্চিত করতে হবে, আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের এই ক্ষুধা (সাফল্যের) যেন অব্যাহত থাকে।’
সাকিব তো আছেনই। দুর্দান্ত খেলছেন বাংলাদেশ দলের তরুণ খেলোয়াড়েরাও। তরুণদের নিয়ে ডমিঙ্গোর মূল্যায়ন, ‘বাংলাদেশে সিনিয়র ও তরুণ খেলোয়াড়দের নিয়ে অনেক কথা হয়। এটা খুবই অপ্রয়োজনীয়। আমি তাদের তরুণ খেলোয়াড় বলব না, বরং কম অভিজ্ঞতাসম্পন্ন খেলোয়াড়ই বলতে চাইব। তবে আফিফ, শামীম, শেখ মেহেদী, নাঈম, সোহান (নুরুল) দারুণ খেলেছে। তারা রোমাঞ্চ নিয়ে এসেছে, শরীরী ভাষাও দারুণ ছিল। ভালো করতে তারা বেশ ক্ষুধার্তও ছিল। সামনে এগিয়ে এসে দলকে তারা ম্যাচ জিতিয়েছে, এটা দেখা ছিল দারুণ ব্যাপার।’
রাসেল ডমিঙ্গোর পূর্ণ সাক্ষাৎকার পড়ুন আগামীকাল আজকের পত্রিকার মুদ্রিত সংস্করণে
অস্ট্রেলিয়াকে টি–টোয়েন্টি সিরিজে ৪–১ ব্যবধানে বিধ্বস্ত করার পথে দুর্দান্ত খেলেছেন সাকিব আল হাসান। সিরিজসেরার পুরস্কার উঠেছে বাঁহাতি অলরাউন্ডারের হাতে। বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর আশা, সাকিবের এই ছন্দ অব্যাহত থাকবে সামনেও।
আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর বোলিংয়ে নিয়মিত ভালো করলেও ব্যাট প্রত্যাশা অনুযায়ী হচ্ছিল না সাকিবের। জিম্বাবুয়ে সফরে ব্যাটিং–বোলিং দুটিতেই ছন্দে ফিরেছেন বাঁহাতি অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার সিরিজেও সেটা ধরে রেখেছেন। সেটির পুরস্কার হিসেবে পেয়েছেন আইসিসির দুটি স্বীকৃতিও। হয়েছেন জুলাই মাসের সেরা খেলোয়াড় ও উঠেছেন টি–টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে।
আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গোর প্রত্যাশা সাকিবের এই ছন্দ থাকবে সামনেও, ‘সাকিবের যে নিবেদন, সেটা দুর্দান্ত। জাতীয় দলে সে খুবই পরিশ্রমী খেলোয়াড়। এটা শুধু দক্ষতার ব্যাপার না। বাংলাদেশের খেলার সময় সে যেমন মানসিকতা দেখায়, তা দারুণ। গত কয়েক মাস তার মাইন্ড-সেট খুব ভালো অবস্থায় আছে। সে যেভাবে খেলেছে, আমি তৃপ্ত। সে সব সময় ভালো করে। নিশ্চিত করতে হবে, আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের এই ক্ষুধা (সাফল্যের) যেন অব্যাহত থাকে।’
সাকিব তো আছেনই। দুর্দান্ত খেলছেন বাংলাদেশ দলের তরুণ খেলোয়াড়েরাও। তরুণদের নিয়ে ডমিঙ্গোর মূল্যায়ন, ‘বাংলাদেশে সিনিয়র ও তরুণ খেলোয়াড়দের নিয়ে অনেক কথা হয়। এটা খুবই অপ্রয়োজনীয়। আমি তাদের তরুণ খেলোয়াড় বলব না, বরং কম অভিজ্ঞতাসম্পন্ন খেলোয়াড়ই বলতে চাইব। তবে আফিফ, শামীম, শেখ মেহেদী, নাঈম, সোহান (নুরুল) দারুণ খেলেছে। তারা রোমাঞ্চ নিয়ে এসেছে, শরীরী ভাষাও দারুণ ছিল। ভালো করতে তারা বেশ ক্ষুধার্তও ছিল। সামনে এগিয়ে এসে দলকে তারা ম্যাচ জিতিয়েছে, এটা দেখা ছিল দারুণ ব্যাপার।’
রাসেল ডমিঙ্গোর পূর্ণ সাক্ষাৎকার পড়ুন আগামীকাল আজকের পত্রিকার মুদ্রিত সংস্করণে
প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
৩ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৪ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
৪ ঘণ্টা আগেবিশ্বকাপ কিংবা অলিম্পিকের মতো বড় প্রতিযোগিতায় সাফল্যের জন্য কমবেশি সব দেশেই পুরস্কৃত করা হয় খেলোয়াড়দের। তবে আফ্রিকান নেশনস চ্যাম্পিয়নশিপকে ঘিরেই নিজ দেশের ফুটবলারদের আর্থিক বোনাসের ঘোষণা দিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। প্রতিটি ম্যাচ জয়ের জন্য কেনিয়ার খেলোয়াড়েরা পাবেন বাড়তি অর্থ।
৬ ঘণ্টা আগে